Published on May 02, 2023 Updated 0 Hours ago
ঋতুচক্রকালীন স্বাস্থ্যের প্রচার: সকলের জন্য যৌন এবং প্রজনন স্বাস্থ্য

যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচ) যে ঋতুচক্রকালীন স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধির (এমএইচএইচ) সঙ্গে দৃঢ়ভাবে সম্পৃক্ত, তার প্রমাণ বিদ্যমান। তবুও বিশ্বব্যাপী সরকার, নীতিনির্ধারক এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) তাদের এসআরএইচ কর্মসূচিতে এমএইচএইচ-কে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে। এই সংক্ষিপ্ত নিবন্ধটি এমএইচএইচ এবং এসআরএইচ-কে সংযুক্ত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণগুলি পরীক্ষা করে এবং এমএইচএইচ-কে ভারতের এসআরএইচ কর্মসূচির মূল স্রোতে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তাকে তুলে ধরে একটি কাঠামো নির্মাণের কথা বলে। পাশাপাশি, নিবন্ধটি এ কথাও বলে যে, বিশ্ব সম্প্রদায় স্বাস্থ্য ও সুস্থতা, শিক্ষা এবং লিঙ্গ সমতার প্রসঙ্গে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চাইলে ঋতুচক্রকালীন স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে অবশ্যই শূন্যতা পূরণ করতে হবে। 

আরোপণ: করণ বব্বর এবং এম শিবকামী, ‘প্রোমোটিং মেনস্ট্রুয়াল হেলথ: টুওয়ার্ডস সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ ফর অল’, ওআরএফ ইস্যু ব্রিফ নং ৬১৩, ফেব্রুয়ারি ২০২৩, অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন।

ভূমিকা

নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলিতে মাতৃমৃত্যুর হার উচ্চ যেখানে সকল মৃত্যুর ৯৪ শতাংশ ঘটনাই নথিভুক্ত হয়।(১)(২) ভারতে মাতৃমৃত্যুর অনুপাত প্রতি ১ লক্ষ প্রসবে ১১৩(৩); সরকারে লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে এই হার ৭০-এর নীচে নামিয়ে আনা।(৪) বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত যে, যৌন ও প্রজনন স্বাস্থ্যের (এসআরএইচ) প্রচার এই সুবিশাল চ্যালেঞ্জ মোকাবিলার চাবিকাঠিগুলির অন্যতম। যাই হোক মহিলারা, বিশেষ করে যাঁরা প্রতিবন্ধী এবং যারা সংঘর্ষ বা বিপর্যয়ের শিকার(৫)(৬) এবং রূপান্তরকামী এবং নন-বাইনারি মানুষরা যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবার সুবিধা পেতে ব্যাপক বাধার সম্মুখীন হন।

এসআরএইচ-এর বিশ্বব্যাপী লক্ষ্যমাত্রা অর্জন ঋতুচক্রকালীন স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি (এমএইচএইচ) উন্নত করার সম্মিলিত প্রতিশ্রুতির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারত এবং অন্য উন্নয়নশীল দেশগুলি থেকে প্রাপ্ত প্রমাণ ব্যবহার করে এই সংক্ষিপ্ত নিবন্ধে দেখানো হয়েছে যে, এমএইচএইচ-এর উন্নতি না সাধন করলে বিশ্ব এসআরএইচ অর্জন করা থেকে বেশ কয়েক ধাপ পিছিয়ে থাকবে।(ক) যৌন এবং প্রজনন স্বাস্থ্যের অর্থনৈতিক ক্ষেত্রের নিরিখে এ কাজটি জরুরি: যেমন, এসআরএইচ প্রচার একটি দেশের অর্থনৈতিক, শিক্ষাগত এবং উন্নয়ন ফলাফলকে উন্নত করতে সাহায্য করে।(৮)(৯)(১০)

চরম বাস্তবতা এই যে, ঋতুমতী নারীরা এসআরএইচ(১১) সংক্রান্ত তথ্য এবং পরিষেবার পর্যাপ্ত লভ্যতা থেকে বঞ্চিত এবং তাঁরা তাঁদের জীবনচক্র ব্যাপী এসআরএইচ অধিকার প্রয়োগ করতে অক্ষম।(১২) এই লভ্যতার অভাবের কারণগুলির মধ্যে রয়েছে দুর্বল অর্থনৈতিক অবস্থা এবং শিক্ষাগত ফলাফল। বিভিন্ন উন্নয়নশীল দেশে একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে, যে সকল মেয়েরা স্কুলে অপেক্ষাকৃত কম পড়াশোনার বর্ষ অতিবাহিত করে, সেখানকার নারীরা অপরিণত বয়সে যৌন সম্পর্ক এবং বাল্যবিবাহের প্রবণতার সম্মুখীন হন, ফলে সেখানে প্রজননের ফল উচ্চ এবং মাতৃত্বকালীন ফলাফল নিম্ন মানের।(১৩)(১৪)

যৌন ও প্রজনন স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক হল ঋতুচক্রকালীন স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি।(১৫) একাধিক বাধা ঋতুচক্রকালীন স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি প্রচারে বাধা দেয়; এর মধ্যে রয়েছে সামাজিক-সাংস্কৃতিক নিয়ম, যা ঋতুচক্রকে নিষিদ্ধ হিসাবে বিবেচনা করে(১৬)(১৭) এবং মূত্রনালীর সংক্রমণ ও ফাইব্রয়েডের কারণে অস্বাভাবিক প্রস্রাবে রক্তক্ষরণের মতো জৈবিক ও চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলি এর অন্তর্ভুক্ত।(১৮)(১৯)(২০)(২১)(২২) এই সমস্যাগুলি যৌন, সম্পর্ক, পরিবার পরিকল্পনা এবং গর্ভনিরোধক ব্যবহার সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঋতুমতী নারীদের সচেতনাকে হ্রাস করে। এটি তাঁদের নিম্ন মানের এসআরএইচ-এর দুর্বিষহ বৃত্তে ফিরিয়ে দেয়।(২৩)

ভারতে ট্যাবু এবং মিথগুলি সারা দেশে সরকার কর্তৃক স্থাপিত ৮০০০টিরও বেশি কৈশোর বান্ধব স্বাস্থ্য ক্লিনিকের (এএফএইচসি) সর্বোত্তম ব্যবহারকে বাধা দেয়।(২৪) ঋতুচক্র সম্পর্কিত প্রতিবন্ধকতাগুলি বিদ্যালয়, কর্মস্থল এবং সম্প্রদায়গুলির মধ্যে পরিলক্ষিত হয়, যেখানে ঋতুমতীরা গোপনীয়তা এবং মর্যাদার সঙ্গে তাদের চাহিদাগুলি নিরাপদে পূরণ করতে পারে না।(২৫)(২৬) সংরক্ষণশীল সামাজিক নীতিসম্পন্ন কিছু বিশেষ সম্প্রদায়ের মধ্যে ঋতুমতীদের প্রার্থনা, স্নান, অন্যদের সঙ্গে একই বিছানায় ঘুমোনোর অথবা রান্না করতে দেওয়ার মতো সামাজিক কাজ করতে দেওয়া হয় না।(২৭)(২৮)তাই ঋতুচক্র সম্পর্কে সচেতনতাকে সম্প্রদায় ও নীতিনির্ধারকদের অগ্রাধিকারের অংশ করে তুলতে হবে।(২৯)

এই প্রতিবন্ধকতাগুলি বয়স্ক নারীদের জন্য জটিলতর হয়ে ওঠে এবং যাঁরা পোস্ট-মেনোপজাল বা ঋতুজরা-পরবর্তী রক্তপাতের সমস্যাগুলির সম্মুখীন, সরাসরি তাঁদের যৌন স্বাস্থ্যকে প্রভাবিত করে।(৩০) বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে এই প্রেক্ষিতে আরও কঠোর তথ্য পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।(৩১)

এমএইচএইচ এবং এসআরএইচ-এর মধ্যে সংযোগের প্রতি সমন্বিত মনোযোগ উভয় পরিসরের পারস্পরিক লক্ষ্যকেই ত্বরান্বিত করতে পারে, যার ফলে ঋতুমতী নারীদের জীবনচক্র ব্যাপী ঋতুচক্রকালীন স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতি সাধন হতে পারে।

বৈশ্বিক দৃষ্টিভঙ্গি

ঋতুচক্রকালীন স্বাস্থ্য যে যৌন ও প্রজনন স্বাস্থ্যের অন্যতম স্তম্ভ, সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, সরকার, নীতিনির্ধারক এবং এনজিওগুলি খুব কম ক্ষেত্রেই তাদের এসআরএইচ কর্মসূচিতে ঋতুচক্রকালীন স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করে। এসআরএইচ ২০২১ সালে বিশ্ব জনসংখ্যা দিবস এবং লিঙ্গ সমতা মঞ্চ… উভয়েরই মনোনিবেশের কেন্দ্রে থাকলেও ঋতুচক্রকালীন স্বাস্থ্যের প্রতি সামান্য মনোযোগ দেওয়া হয়েছে।(৩২)(৩৩) ২০১৮ সালের এসআরএইচ নিয়ে গাটম্যাকের-ল্যানসেট রিপোর্ট(৩৪) ৪৩ পৃষ্ঠায় শুধুমাত্র একবার ঋতুচক্রকালীন স্বাস্থ্যের কথা উল্লেখ করেছে। প্রারম্ভিক গবেষণায় আরও বলা হয়েছে যে, কোভিড-১৯ টিকা তৈরির সময় টিকার কার্যকারিতা বোঝার বিষয়ে পাইলট গবেষণা পরিচালনা করার সময় ঋতুচক্রকালীন স্বাস্থ্যকে বিবেচনায় নেওয়া হয়নি।(৩৫)

এ বিষয়ে শিক্ষার দিকেও যথেষ্ট অভাব রয়েছে। ২১টি উন্নয়নশীল দেশব্যাপী শিক্ষানীতির নথির একটি সমীক্ষায় ঋতুচক্রকালীন স্বাস্থ্যের প্রতি সামান্য মনোযোগই দেওয়া হয়েছে।(৩৬) গত দশকে যে সব দেশ তাদের স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচিতে এমএইচএইচ অন্তর্ভুক্ত করেছে, সে দেশগুলিতে মূলত স্কুলছাত্রীদের জন্য ডিসপোজেবল স্যানিটারি প্যাড বিতরণের উপর মনোনিবেশ করা হলেও নিরাপত্তা, নিষ্পত্তি, মর্যাদার অধিকার এবং ঋতুমতী নারীদের জন্য বিকল্পের পথ খোলা রাখা-সহ ঋতুচক্রকালীন স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্য বিষয়গুলিকে উপেক্ষা করার প্রবণতা দেখা গিয়েছে।(৩৭)

বিশ্ব সম্প্রদায় স্বাস্থ্য ও সুস্থতা, শিক্ষা এবং লিঙ্গ সমতার উপর স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চাইলে ঋতুচক্রকালীন স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে শূন্যতা পূরণ করতে হবে।(৩৮) ইউএন হাই-লেভেল মিটিং (ইউএনএইচএলএম) ২০২৩ অ্যাকশন প্ল্যান, যা সর্বজনীন স্বাস্থ্য পরিচর্যা সংক্রান্ত বিশ্বব্যাপী লক্ষ্যে ‘কাউকে পেছনে না রাখার’ প্রয়োজনীয়তার উপর জোর দেয়, সেখানে অবশ্যই এসআরএইচ কর্মসূচির শীর্ষ ভাগে ঋতুচক্রকালীন স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধিকে তুলে ধরতে হবে।

ভারতের জন্য একটি ফ্রেমওয়ার্ক

এই সংক্ষিপ্ত নিবন্ধে ভারতে যৌন স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় ঋতুচক্রকালীন স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধিকে মূলধারায় আনার জন্য নিম্নলিখিত সুপারিশগুলির কথা আলোচনা করা হয়েছে৷

১. বিদ্যালয়ে এবং স্থানীয় সম্প্রদায়গুলিতে ঋতুচক্রকালীন স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি অন্তর্ভুক্ত করে প্রজনন সংক্রান্ত স্বাস্থ্যের অধিবেশনে ঋতুচক্র সম্পর্কে আলোচনা শুরু করা যেতে পারে।(৩৯)(৪০)(৪১)(৪২) ঋতুচক্র সংক্রান্ত নিষিদ্ধ বিষয় ও আলোচনার অন্তর্ভুক্তি পরিবার পরিকল্পনা এবং গুরুতর সংক্রমণের মতো প্রতিবন্ধকতার সম্মুখীন ঋতুমতী নারীদের পথ দেখাবে।(৪৩)(৪৪) ২০০৭ সালে এমএইচএইচ-কে অন্তর্ভুক্ত করে ভারত সরকার যৌনশিক্ষা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রয়াসে অ্যাডোলেসেন্ট এডুকেশন প্রোগ্রাম বা বয়ঃসন্ধিকালীন শিক্ষা কর্মসূচি চালু করে। এই উদ্যোগটি শিক্ষক এবং অভিভাবকদের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া পেয়েছিল, যাঁরা কর্মসূচির উদ্দেশ্য নিয়ে আপত্তি তুলে বলেছিলেন যে, উপাদানটি ‘অত্যন্ত খোলাখুলি বর্ণিত’ এবং ‘ভারতীয় মানসিকতার জন্য মোটেও উপযুক্ত নয়।’(৪৫) এতদিনকার চিরাচরিত ঋতুচক্রকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে যে যত্ন নেওয়া হয়েছে, তা ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) বা জল, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির পরিষেবার মতো পরিবেশগত কারণগুলি এবং স্যানিটারি প্যাডের সুবিধা প্রদানের মতো বিষয়গুলির মধ্যে সীমাবদ্ধ থেকেছে। তবে সামাজিক-সাংস্কৃতিক বিষয়গুলিও সমান গুরুত্বপূর্ণ এবং অংশীদারদের সে দিকেও পর্যাপ্ত মনোযোগ দেওয়া উচিত৷

২. ঋতুমতী নারীদের স্যানিটারি প্যাডের ধরন, সে সব পণ্যের ব্যবহার ও তাদের পরিবেশগত প্রভাব সম্পর্কে তথ্য প্রদান করে সরকার, স্বেচ্ছাসেবী সংস্থা এবং অন্যান্য অংশীদারকে অবশ্যই তাদের বিদ্যমান কর্মসূচিগুলি সংস্কার করার দিকে মনোনিবেশ করতে হবে।(৪৬)(৪৭)(৪৮) এই ধরনের হস্তক্ষেপ ঋতুমতী নারীদের উৎসাহ বৃদ্ধিতে এবং তাঁদের ঋতুচক্রকালীন স্বাস্থ্যের বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলবে।

৩. যারা বিদ্যালয়ে পড়ে, শুধু তাদের জন্যই নয়, বরং সব ঋতুমতী মেয়ে ও নারীদের ডিসপোজেবল স্যানিটারি প্যাড বিতরণ করার উপর জোর দেবে, এমন কর্মসূচি চালু করা জরুরি।(৪৯) ঋতুচক্রকালীন পণ্যের নানাবিধ তথ্য প্রদানের মাধ্যমে ঋতুমতী নারীদের নিজেদের পছন্দ করার অধিকার বিষয়ে ক্ষমতায়নের প্রয়োজন আছে।(৫০) যেহেতু ঋতুচক্রকালীন আলোচনা বর্তমানে স্থিতিশীল ঋতুচক্রকালীন আলোচনায় পরিণত হচ্ছে, তাই ঋতুমতী নারীদেরও তাঁদের ব্যবহৃত ঋতুচক্রকালীন পণ্যগুলি সম্পর্কে সম্ভাব্য ক্ষতির বিষয়ে শিক্ষা দান অত্যন্ত গুরুত্বপূর্ণ।(৫১)

৪. শিক্ষক, স্বাস্থ্যসেবা কর্মী এবং স্থানীয় সম্প্রদায়ে কর্মরত মহিলাদের মতো দ্বাররক্ষকদের জন্য সচেতনতামূলক কর্মশালার আয়োজন ঋতুমতী মেয়েদের অনেকটাই সাহায্য করবে। সাম্প্রতিক গবেষণাগুলি(৫২)(৫৩) দর্শিয়েছে যে, মা, শিক্ষক এবং স্বাস্থ্যসেবা কর্মীরাই ভারতে ঋতুচক্রকালীন অবস্থা সম্পর্কে কিশোরীদের তথ্য সংগ্রহের প্রথম উত্স। তাই এই মানুষদের এমএইচএইচ সংক্রান্ত আলোচনা প্রদান এবং ঋতুমতী নারীদের সমর্থন জোগানোর উদ্দেশ্যে ব্যবহারিক এবং বৈজ্ঞানিক দক্ষতার উপর তাদের সক্ষমতা নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. বয়ঃসন্ধিকালের ছেলে এবং পুরুষদেরও এমএইচএইচ সংক্রান্ত আলোচনায় অন্তর্ভুক্ত করে সহায়ক পরিসর নির্মাণ করতে হবে।(৫৪)(৫৫) এই আলোচনাগুলি তাঁদের এমএইচএইচ-এর গুরুত্ব এবং ঋতুচক্রকালীন নানা কুসংস্কার অপসারণ-সহ সামাজিক নিয়মগুলির তাত্ক্ষণিক পরিবর্তনগুলি বুঝতে সাহায্য করবে৷

৬. ঋতুমতী নারীদের জন্য কর্মক্ষেত্রেও নীতি নির্ধারণ করা উচিত, যার মধ্যে পর্যাপ্ত ওয়াশ সুবিধার ব্যবস্থাও অন্তর্ভুক্ত।(৫৬)(৫৭)

৭. ঋতুচক্রকালীন স্বাস্থ্য সম্পর্কে আলোচনায় রূপান্তরকামী এবং নন-বাইনারি মানুষদেরও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ঋতুচক্র একটি পরিবর্তনশীল ধারণা। এক দিকে যেমন বহু নারীই ঋতুমতী নন, তেমনই অন্য দিকে বেশ কিছু রূপান্তরকামী পুরুষ, নন-বাইনারি মানুষ এবং পুরুষালি লিঙ্গ পরিচয়ধারী ব্যক্তিরা এই চক্রের আওতায় পড়েন।(৫৮)(৫৯)(৬০) সংশ্লিষ্ট বিষয়ে হওয়া গবেষণা এবং ঋতুচক্র নিয়ে আলোচনাকারী মূল স্রোতের গণমাধ্যমগুলির আলোচনায় শুধুমাত্র জন্মগতভাবে নারীদের দৃষ্টিভঙ্গিই উঠে এসেছে, যা আসলে রূপান্তরকামী সম্প্রদায়গুলির ঋতুচক্রকালীন লজ্জা এবং নীরবতাকে আরও স্থায়ী করেছে৷ ঋতুচক্রকে নারীকরণ করার মাধ্যমে এই আলোচনায় রূপান্তরকামী এবং নন-বাইনারি মানুষদের সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে।(৬১) ২০১১ সালের আদমসুমারি তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ৫ লক্ষ ব্যক্তি নিজেদের তৃতীয় লিঙ্গের(খ) ব্যক্তি বলে স্বশনাক্ত করেছেন।(৬২) এই সম্প্রদায়গুলিকে আলোচনায় সংযুক্ত করা, এলজিবিটিকিউআইএ+ জনসংখ্যা সম্পর্কে তাঁদের শিক্ষিত করার মাধ্যমে অন্তর্ভুক্তির মূল নীতির পাশাপাশি ঋতুচক্রকালীন স্বাস্থ্যের আলোচনায় তাঁদের এসআরএইচ সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি করতে হবে।

৮. ঋতুচক্রকালীন স্বাস্থ্যের উপর কোভিড-১৯ টিকার কোনও সম্ভাব্য প্রভাব রয়েছে কি না, সে বিষয়েও মূল্যায়ন করার প্রয়োজন আছে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা প্রথম ব্যক্তির আখ্যান অনুসারে, এমন কিছু ঋতুমতী নারীও রয়েছেন, যাঁরা কোভিড-১৯ টিকা গ্রহণের পর অস্বাভাবিক ঋতুচক্র এবং সেই চক্রের পরিবর্তনের সাক্ষী থেকেছেন।(৬৩) যদিও বর্তমানে অনুসন্ধানমূলক গবেষণায় বিজ্ঞানীরা নানা সতর্কতা অবলম্বন করেন এবং ঋতুচক্র কোনও রকমের টিকা সহ বা তা ছাড়াই নানা কারণ দ্বারা প্রভাবিত হয়।(৬৪)

৯. স্বল্প পরিসরের প্রতিবেদনগুলিতেও দুর্বল এমএইচএইচ পরিকাঠামো এবং সম্পদ, যার মধ্যে ওয়াশ সুবিধার অভাব বর্তমান এবং ঋতুচক্রকালীন পণ্যের সুবিধার অভাবের কথা উঠে এসেছে।(৬৫)(৬৬)(৬৭)(৬৮)(৬৯)(৭০) জনস্বাস্থ্য সংক্রান্ত প্রতিক্রিয়াগুলিকে সশক্ত করার প্রয়োজন রয়েছে, যা এমএইচএইচ-এর, বিশেষ করে এলএমআইসি-র পরিকাঠামো এবং সম্পদকে উন্নতি ঘটায়। এমএইচএইচ পরিকাঠামো এবং ওয়াশ সুবিধার উন্নতি সাধনে বহুক্ষেত্রীয় অংশীদারদের সংযুক্তি আর একটি বিকল্প হতে পারে।

উপসংহার

বৈশ্বিক এবং জাতীয় কর্মসূচিতে যৌন ও প্রজনন স্বাস্থ্যের সঙ্গে ঋতুচক্রকালীন স্বাস্থ্যের যোগসূত্রের প্রতি খুব কম মনোযোগই দেওয়া হয়। ঋতুমতীদের ঋতুচক্রকালীন স্বাস্থ্যের উন্নতির উদ্দেশ্যে একটি সর্বজনীন প্রতিশ্রুতি প্রদানের উপর স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে অন্তর্ভুক্ত এসআরএইচ লক্ষ্যগুলি অর্জনের বিষয়টি নির্ভরশীল।

লিঙ্গ-পরিবর্তনমূলক নীতি নির্মাণে এসআরএইচ-এর প্রেক্ষিতগুলির সঙ্গে এমএইচএইচ-কে সমন্বিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করে এবং ঋতুচক্র ও ঋতুচক্রকালীন স্বাস্থ্যের বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার মূল নীতি দ্বারা চালিত হয়৷ এমএইচএইচ এবং এসআরএইচ-এর মধ্যে সংযোগের প্রতি সমন্বিত মনোযোগ উভয় ক্ষেত্রের পারস্পরিক লক্ষ্যকে এগিয়ে নিতে পারে এবং ঋতুমতীদের স্বাস্থ্য ও কল্যাণকে তাদের সমগ্র জীবনচক্র জুড়ে উন্নত করতে সক্ষম হয়।


করণ বব্বর ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধীনে জিন্দাল গ্লোবাল বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক। তিনি শিক্ষা, স্বাস্থ্য এবং লিঙ্গ সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করেন।

শিবকামী টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের স্কুল অফ হেলথ সিস্টেমস স্টাডিজের অধ্যাপক৷ তিনি জনসংখ্যা, লিঙ্গ এবং স্বাস্থ্যক্ষেত্রে কর্মরত।


পাদটীকা

ক) এই সংক্ষিপ্ত নিবন্ধটিতে এমএইচএইচকে একটি ব্যক্তিগত পরিসরে ঋতুচক্রকালীন রক্ত শোষণ করার উদ্দেশ্যে একটি পরিষ্কার ঋতুচক্র ব্যবস্থাপনার উপাদান ব্যবহার করে ঋতুচক্রকালীন চাহিদাগুলি পর্যাপ্ত এবং নিরাপদে পরিচালনা করা; দেহ পরিষ্কার করার জন্য সাবান এবং জল ব্যবহার করা; নিষ্পত্তি সুবিধার লভ্যতা; ব্যথা প্রশমনের জন্য পর্যাপ্ত সামাজিক সমর্থন এবং সংস্থান প্রাপ্তির একটি প্রক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ঋতুচক্রকে বোঝা এবং অস্বস্তি, ভয় বা উদ্বেগ ছাড়াই একটি সামাজিক-সাংস্কৃতিক পরিবেশে একটি মর্যাদাপূর্ণ এবং সহজতর উপায়ে পরিচালনা করার বিষয়টি এমএইচএইচ-এর মধ্যে অন্তর্ভুক্ত। দ্রষ্টব্য: এলিজাবেথ আর ম্যাক্রেই প্রমুখ, ‘ইট’স লাইক আ ভ্যারিড লাইফ স্টেজেস ইন ওড়িশা, ইন্ডিয়া’, পিএলওএস ওয়ান ১৪, নম্বর ৮ (২০১৯): ই০২২০১১৪

খ) ভারতের সুপ্রিম কোর্ট ২০১৪ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে ভারতে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেয়। তৃতীয় লিঙ্গের কোনও আনুষ্ঠানিক সংজ্ঞা না থাকলেও যে ব্যক্তিরা নিজেদের পুরুষ বা মহিলা রূপে চিহ্নিত করেন না, তাঁদেরই সাধারণত রূপান্তরকামী এবং হিজড়া হিসাবে উল্লেখ করা হয়।

১) ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ‘ট্রেন্ডস ইন মেটারনাল মর্টালিটি ২০০০ টু ২০১৭: এস্টিমেটস বাই হু, ইউনিসেফ, ইউএনএফপিএ, ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ অ্যান্ড দি ইউনাইটেড নেশন্স পপুলেশন ডিভিশন’ (২০১৯)

২) ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ‘মেটারনাল মর্টালিটি’, হু, www.who.int

৩) অফিস অব দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার, ইন্ডিয়া (ওআরজিআই), (২০২২)

৪) কেরিয়ান ওয়াটস, ‘মেটারনাল মর্টালিটি রেশিও ইন ডিক্লাইন’, হেলথ ইস্যুজ ইন্ডিয়া, (২০১৯)

৫) পেনেলোপ এ ফিলিপস-হাওয়ার্ড, ‘হোয়াট’স দ্য ব্লিডিং প্রবলেম: মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড লিভিং উইথ আ ডিসেবিলিটি’, দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ-ওয়েস্টার্ন প্যাসিফিক নম্বর ১৯ (২০২২)

৬) মার্গারেট এল স্মিথ প্রমুখ, ‘ইনোভেটিভ স্ট্র্যাটেজিজ ফর প্রোভাইডিং মেনস্ট্রুয়েশন-সাপোর্টিভ ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) ফেসিলিটিজ: লার্নিং ফ্রম রিফিউজি ক্যাম্পস ইন কক্স’স বাজার, বাংলাদেশ’, কনফ্লিক্ট অ্যান্ড হেলথ ১৫, নম্বর ১ (২০২১): ১-১২

৭) এস ই ফ্র্যাঙ্ক, ‘কুইরিং মেনস্ট্রুয়েশন: ট্রান্স অ্যান্ড নন-বাইনারি আইডেন্টিটি অ্যান্ড বডি পলিটিকস’, সোশিওলজিক্যাল এনকোয়্যারি ৯০, নম্বর ২ (২০২১), ৩৭১-৪০৪

৮) স্তেফানি আর সাকি প্রমুখ, ‘কজাল এফেক্টস অফ এডুকেশন অন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ ইন লো অ্যান্ড মিডল-ইনকাম কান্ট্রিজ: আ সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা-অ্যানালিসিস’, এসএসএম-পপুলেশন হেলথ ৮, (২০১৯): ১০০৩৮৬

৯) মার্নি সমার প্রমুখ, ‘হাউ অ্যাড্রেসিং মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড হাইজিন মে এনেবল প্রোগ্রেস অ্যাক্রস দ্য সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলস’, গ্লোবাল হেলথ অ্যাকশন ১৪, নম্বর ১ (২০২১): ১৯২০৩১৫

১০) করণ বব্বর এবং পৃথা দেব, ‘মডেলিং দি ইমপ্যাক্ট অফ ওভ্যুলেটরি সাইকল নলেজ অন দ্য নম্বর অব চিলড্রেন অ্যান্ড এজ অফ উইমেন অ্যাট ফার্স্ট বার্থ’, আইআইএম এ ওয়ার্কিং পেপারস (২০২১)

১১) ইঙ্গা টি উইঙ্কলার প্রমুখ, ‘দ্য পলিটিকস, প্রমিসেস, অ্যান্ড পেরিলস অব ডেটা: এভিডেন্স-ড্রিভেন পলিসি অ্যান্ড প্র্যাকটিস ফর মেনস্ট্রুয়াল হেলথ’, উইমেনস রিপ্রোডাক্টিভ হেলথ ৭, নম্বর ৪ (২০২০): ২২৭-২৪৩

১২) ক্যাথলিন ছৌ, ‘টেকনিক্যাল ব্রিফ অন দি ইন্টিগ্রেশন অব মেনস্ট্রুয়াল হেলথ ইনটু সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস পলিসিজ অ্যান্ড প্রোগ্রামস’ (২০২১)

১৩) অলকা মালওয়াড়ে বসু, ‘হোয়াই ডাজ এডুকেশন লিড টু লোয়ার ফার্টিলিটি? আ ক্রিটিক্যাল রিভিউ অব সাম অব দ্য পসিবিলিটিজ’, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ৩০, নম্বর ১০ (২০০২): ১৭৭৯-১৭৯০

১৪) রবার্ট এ লেভাইন প্রমুখ, ‘লিটারেসি অ্যান্ড মাদারিং: হাউ উইমেনস স্কুলিং চেঞ্জেস দ্য লাইভস অব দি ওয়ার্ল্ডস চিলড্রেন’, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (২০১১)

১৫) সমার প্রমুখ, ‘হাউ অ্যাড্রেসিং মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড হাইজিন মে এনেবল প্রোগ্রেস অ্যাক্রস দ্য সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলস’

১৬) সুনীলা গর্গ এবং তনু আনন্দ, ‘মেনস্ট্রুয়েশন-রিলেটেড মিথস ইন ইন্ডিয়া: স্ট্র্যাটেজিজ ফর কমব্যাটিং ইট’, জার্নাল অব ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ার ৪, নম্বর ২ (২০১৫): ১৮৪

১৭) মেরি এম অলসন প্রমুখ, ‘দ্য পারসিস্টেন্ট পাওয়ার অব স্টিগমা: আ ক্রিটিকাল রিভিউ অব পলিসি ইনিশিয়েটিভস টু ব্রেক দ্য মেনস্ট্রুয়াল সাইলেন্স অ্যান্ড অ্যাডভান্স মেনস্ট্রুয়াল লিটারেসি’, পিএলওএস গ্লোবাল পাবলিক হেলথ ২, নম্বর ৭ (২০২২), ই০০০০০৭০

১৮) পেনেলোপ এ ফিলিপস-হাওয়ার্ড প্রমুখ, ‘ইনক্লুশন অব মেনস্ট্রুয়াল হেলথ ইন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস’, দ্য ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ ২, নম্বর ৮ (২০১৮): ই১৮

১৯) প্রিয়াঙ্কা নেগি, অপরাজিতা মিশ্র এবং প্রমেশ লাখেরা, ‘মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিজ অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েশন উইথ লাইফস্টাইল প্যাটার্ন ইন অ্যাডোলেসেন্ট গার্লস অব গাঢ়ওয়াল, ইন্ডিয়া’, জার্নাল অব ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ার ৭, নম্বর ৪ (২০১৮): ৮০৪

২০) লুসি হোয়াইটেকার এবং হিলারি ওডি ক্রিচলে, ‘অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং’, বেস্ট প্র্যাকটিস অ্যান্ড রিসার্চ ক্লিনিক্যাল অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকলজি ৩৪, (২০১৬): ৫৪-৬৫

২১) নেগি, মিশ্র এবং লাখেরা, ‘মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েশন উইথ লাইফস্টাইল প্যাটার্ন ইন অ্যাডোলেসেন্ট গার্লস অব গাঢ়ওয়াল, ইন্ডিয়া’

২২) হোয়াইটেকার এবং ক্রিচলে, ‘অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং’

২৩) ছৌ, ‘টেকনিক্যাল ব্রিফ অন দি ইন্টিগ্রেশন অব মেনস্ট্রুয়াল হেলথ ইনটু সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস পলিসিজ অ্যান্ড প্রোগ্রামস’

২৪) আন্দ্রেয়া জে হুপস প্রমুখ, ‘মেজারিং অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ সার্ভিসেস ইন ইন্ডিয়া: আ স্কোপিং রিভিউ অব রেভোলিউশনস’, রিপ্রোডাক্টিভ হেলথ ১৩, নম্বর ১৩৭ (২০১৬)

২৫) ক্রিস্টিনা এসপিনোজা-হেওয়ার্ড এবং করকি রিচা, ‘ব্রেকিং ট্যাবুস: মেনস্ট্রুয়েশন, ফিমেল সাবঅর্ডিনেশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ – দ্য কেস অফ ইন্ডিয়া’ (২০১৯) ইনসাইটস অ্যানথ্রোপলজি: ১১১-২০

২৬) এমিলি ওয়াটসন প্রমুখ, ‘ডিসম্যান্টলিং মেনস্ট্রুয়াল ট্যাবুজ টু ওভারকাম জেন্ডার ইনইক্যুয়ালিটি’, দ্য ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ ২, নম্বর ৮ (২০১৮): ই১৭

২৭) করণ বব্বর, ‘ট্যাবুজ অ্যান্ড মিথস অ্যাজ আ মিডিয়েটর অব দ্য রিলেশনশিপ বিটুইন মেনস্ট্রুয়াল প্র্যাকটিসেস অ্যান্ড মেনস্ট্রুয়াল হেলথ’, ইউরোপিয়ান জার্নাল অব পাবলিক হেলথ ৩১, নম্বর সাপ্লিমেন্ট_৩ (২০২১): সিকেএবি১৬৫-৫৫২

২৮) করণ বব্বর প্রমুখ, ‘মেনস্ট্র্যুয়াল হেলথ ইজ আ পাবলিক হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস ইস্যু’, দ্য ল্যানসেট পাবলিক হেলথ ৭, নম্বর ১ (২০২২): ই১০-ই১১

২৯) বব্বর, ‘ট্যাবুজ অ্যান্ড মিথস অ্যাজ আ মিডিয়েটর অব দ্য রিলেশনশিপ বিটুইন মেনস্ট্রুয়াল প্র্যাকটিসেস অ্যান্ড মেনস্ট্রুয়াল হেলথ’

৩০) ছৌ, ‘টেকনিক্যাল ব্রিফ অন দি ইন্টিগ্রেশন অব মেনস্ট্রুয়াল হেলথ ইনটু সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস পলিসিজ অ্যান্ড প্রোগ্রামস’

৩১) ছৌ, ‘টেকনিক্যাল ব্রিফ অন দি ইন্টিগ্রেশন অব মেনস্ট্রুয়াল হেলথ ইনটু সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস পলিসিজ অ্যান্ড প্রোগ্রামস’

৩২) ওয়ার্ল্ড পপুলেশন ডে, ইউনাইটেড নেশনস, জুলাই ১১, ২০২১

৩৩) জেনারেশন ইক্যুয়ালিটি ফোরাম, প্যারিস। জেনারেশন ইক্যুয়ালিটি ফোরাম। জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম ২০২১

৩৪) অ্যান এম স্টারস প্রমুখ, ‘অ্যাক্সিলারেট প্রোগ্রেস – সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস ফর অল: রিপোর্ট অব দ্য গাটম্যাকের-ল্যানসেট কমিশন’, দ্য ল্যানসেট ৩৯১, নম্বর ১০১৪০ (২০১৮): ২৬৪২-২৬৯২

৩৫) জেনিফার কোজিন ফ্র্যাঙ্কেল, ‘থাউজেন্ড রিপোর্ট আনইউজ্যুয়াল মেনস্ট্রুয়েশন প্যাটার্নস আফটার কোভিড-১৯ ভ্যাকসিনেশন’, সায়েন্স, জুলাই ১৫, ২০২২

৩৬) মারনি সমার প্রমুখ, ‘অ্যাটেনশন টু মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট ইন স্কুলস: অ্যান অ্যানালিসিস অফ এডুকেশন পলিসি ডকুমেন্টস ইন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ’, ইন্টারন্যাশনাল জার্নাল অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট ৫৭ (২০১৭): ৭৩-৮২

৩৭) সমার প্রমুখ, ‘অ্যাটেনশন টু মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট ইন স্কুলস: অ্যান অ্যানালিসিস অফ এডুকেশন পলিসি ডকুমেন্টস ইন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ’

৩৮) সমার প্রমুখ, ‘হাউ অ্যাড্রেসিং মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড হাইজিন মে এনেবল প্রোগ্রেস অ্যাক্রস দ্য সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলস’

৩৯) করণ বব্বর, দীপিকা সালুজা এবং মুথুস্বামী শিবকামী, ‘হাউ সোশিও-ডেমোগ্রাফিক অ্যান্ড মাস মিডিয়া ফ্যাক্টরস অ্যাফেক্ট স্যানিটারি আইটেম ইউসেজ অ্যামং উইমেন ইন রুরাল অ্যান্ড আর্বান ইন্ডিয়া’, ওয়াটারলাইনস ৪০, নম্বর ৩ (২০২১): ১৬০-১৭৮

৪০) আলেয়ান্দ্রা আলমিদা-ভেলাস্কো এবং মুথুস্বামী শিবকামী, ‘মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট অ্যান্ড রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশনস: আ কমপ্যারিজন বিটুইন রুরাল অ্যান্ড আর্বান ইন্ডিয়া’, ওয়াটারলাইনস ৩৮, নম্বর ২ (২০১৯): ৯৪-১১২

৪১) শ্রীনিবাস গোলি প্রমুখ, ‘জিওগ্রাফিক্যাল ডিসপ্যারিটি অ্যান্ড সোশিও-ডেমোগ্রাফিক কোরিলেটস টু মেনস্ট্রুয়াল অ্যাবজরবেন্ট ইউজ ইন ইন্ডিয়া: আ ক্রস-সেকশনাল স্টাডি অব গার্লস এজেড ১৫-২৪ ইয়ার্স’, চিলড্রেন অ্যান্ড ইয়ুথ সার্ভিসেস রিভিউ ১১৭ (২০২০): ১০৫২৮৩

৪২) ইনু আনন্দ, জয়কান্ত সিং এবং সয়িদ উনিসা, ‘মেনস্ট্রুয়াল হাইজিন প্র্যাক্টিসেস অ্যান্ড ইটস অ্যাসোসিয়েশন উইথ রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশনস অ্যান্ড অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যামং উইমেন ইন ইন্ডিয়া’, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথকেয়ার ৬, নম্বর ৪ (২০১৫): ২৪৯-২৫৪

৪৩) আনন্দ, সিং এবং উনিসা, ‘মেনস্ট্রুয়াল হাইজিন প্র্যাক্টিসেস অ্যান্ড ইটস অ্যাসোসিয়েশন উইথ রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশনস অ্যান্ড অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যামং উইমেন ইন ইন্ডিয়া’

৪৪) বব্বর এবং দেব, ‘মডেলিং দি ইমপ্যাক্ট অফ ওভ্যুলেটরি সাইকল নলেজ অন দ্য নম্বর অব চিলড্রেন অ্যান্ড এজ অফ উইমেন অ্যাট ফার্স্ট বার্থ’

৪৫) ধ্রুব কৃষ্ণ, ‘সেক্স এডুকেশন: স্টিল আ ট্যাবু ইন ইন্ডিয়া?’ টাইমস অফ ইন্ডিয়া (২০২০)

৪৬) বব্বর, সালুজা এবং শিবকামী, ‘হাউ সোশিও-ডেমোগ্রাফিক অ্যান্ড মাস মিডিয়া ফ্যাক্টরস অ্যাফেক্ট স্যানিটারি আইটেম ইউসেজ অ্যামং উইমেন ইন রুরাল অ্যান্ড আর্বান ইন্ডিয়া’

৪৭) গোলি প্রমুখ, ‘জিওগ্রাফিক্যাল ডিসপ্যারিটি অ্যান্ড সোশিও-ডেমোগ্রাফিক কোরিলেটস টু মেনস্ট্রুয়াল অ্যাবজরবেন্ট ইউজ ইন ইন্ডিয়া: আ ক্রস-সেকশনাল স্টাডি অব গার্লস এজেড ১৫-২৪ ইয়ার্স’

৪৮) আনন্দ, সিং এবং উনিসা, ‘মেনস্ট্রুয়াল হাইজিন প্র্যাক্টিসেস অ্যান্ড ইটস অ্যাসোসিয়েশন উইথ রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশনস অ্যান্ড অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যামং উইমেন ইন ইন্ডিয়া’

৪৯) করণ বব্বর এবং পৃথা দেব, ‘কোভিড-১৯ অ্যান্ড পিরিয়ড প্রোডাক্টস ইউসেজ অ্যামং মেনস্ট্রুয়েটিং উইমেন ইন আর্বান অ্যান্ড রুরাল ইন্ডিয়া’, আইআইএমএ ওয়ার্কিং পেপারস (২০২১)

৫০) আলেয়ান্দ্রা আলমিদা-ভেলাস্কো এবং মুথুস্বামী শিবকামী, ‘মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট অ্যান্ড রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশনস: আ কমপ্যারিজন বিটুইন রুরাল অ্যান্ড আর্বান ইন্ডিয়া’, ওয়াটারলাইনস ৩৮, নম্বর ২ (২০১৯): ৯৪-১১২

৫১) গোলি প্রমুখ, ‘জিওগ্রাফিক্যাল ডিসপ্যারিটি অ্যান্ড সোশিও-ডেমোগ্রাফিক কোরিলেটস টু মেনস্ট্রুয়াল অ্যাবজরবেন্ট ইউজ ইন ইন্ডিয়া: আ ক্রস-সেকশনাল স্টাডি অব গার্লস এজেড ১৫-২৪ ইয়ার্স’

৫২) আন্না মারিয়া ভন এয়িক প্রমুখ, ‘মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট অ্যামং  অ্যাডোলেসেন্ট গার্লস ইন ইন্ডিয়া: আ সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা-অ্যানালিসিস’, বিএমজে ওপেন ৬, নম্বর ৩ (২০১৬): ই০১০২৯০

৫৩) শান্তনু শর্মা প্রমুখ, ‘মেনস্ট্রুয়াল হাইজিন প্রিপেয়ার্ডনেস অ্যামং স্কুলস ইন ইন্ডিয়া: আ সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা-অ্যানালিসিস অব সিস্টেম অ্যান্ড পলিসি লেভেল অ্যাকশনস’, ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ ১৭, নম্বর ২ (২০২০): ৬৪৭

৫৪) লিন্ডা মেসন প্রমুখ, ‘উই ডু নট নো: আ কোয়ালেটিভ স্টাডি এক্সপ্লোরিং বয়েজ’ পারসেপশনস অব মেনস্ট্রুয়েশন ইন ইন্ডিয়া’, রিপ্রোডাক্টিভ হেলথ ১৪, নম্বর ১ (২০১৭): ১-৯

৫৫) থেরেস মেনন, অঞ্জলি ত্রিপাঠী এবং নীলম সিং, ‘পুটিং দ্য মেন ইনটু মেনস্ট্রুয়েশন: দ্য রোল অব মেন অ্যান্ড বয়েজ ইন কমিউনিটি মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট’, ওয়াটারলাইনস, (২০১৫): ৭-১৪

৫৬) রাচেল বি লেভিট এবং জেসিকা এল বার্ন্যাক-ট্যাভলারিস, ‘অ্যাড্রেসিং মেনস্ট্রুয়েশন ইন দ্য ওয়ার্কপ্লেস: দ্য মেনস্ট্রুয়াল লিভ ডিবেট’, দ্য প্যালগ্রেভ হ্যান্ডবুক অব ক্রিটিক্যাল মেনস্ট্রুয়েশন স্টাডিজ (২০২০): ৫৬১-৫৭৫

৫৭) মারনি সমান প্রমুখ, ‘ম্যানেজিং মেনস্ট্রুয়েশন ইন দ্য ওয়ার্কপ্লেস: অ্যান ওভারলুকড ইস্যু ইন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ’, ইন্টারন্যাশনাল জার্নাল ফর ইক্যুয়ালিটি ইন হেলথ ১৫, নম্বর  (২০১৬): ১-৫

৫৮) এ জে লোয়িক, ‘জাস্ট বিকজ আই ডোন্ট ব্লিড, ডাজন্ট মিন আই ডোন্ট গো থ্রু ইট: এক্সপ্যান্ডিং নলেজ অন ট্রান্স অ্যান্ড নন-বাইনারি মেনস্ট্রুয়েটরস’, ইন্টারন্যাশনাল জার্নাল অব ট্রান্সজেন্ডার হেলথ ২২, নম্বর ১-২ (২০২০): ১১৩-১২৫

৫৯) জোয়ান সি ক্রিসলার প্রমুখ, ‘কুইর পিরিয়ডস: অ্যাটিটিউডস টুওয়ার্ডস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস উইথ মেনস্ট্রুয়েশন ইন দ্য ম্যাসকিউলিন অব সেন্টার অ্যান্ড ট্রান্সজেন্ডার কমিউনিটি’, কালচার, হেলথ অ্যান্ড সেক্সুয়ালিটি ১৮, নম্বর ১১ (২০১৬): ১২৩৮-১২৫০

৬০) বব্বর প্রমুখ, মেনস্ট্রুয়াল হেলথ ইজ আ পাবলিক হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস ইস্যু’

৬১) নলিনী কৌশিক এবং করণ বব্বর, ‘রি-ইম্যাজিনিং মেনস্ট্রুয়েশন আন্ডার দ্য লেন্স অব নিউ নর্মাল’, জেন্ডার অ্যান্ড কোভিড-১৯ (২০২১)

৬২) রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (২০১১), সেন্সাস অফ ইন্ডিয়া, প্রোভিশনাল পপুলেশন টোটালস, নিউ দিল্লি: গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ৪০৯-৪১৩

৬৩) কেট ক্ল্যান্সি (@কেটক্ল্যান্সি), ’আ কোলিগ টোল্ড মি শি হ্যাজ হার্ড ফ্রম আদার্স দ্যাট পিরিয়ডস ওয়্যার হেভি পোস্ট-ভ্যাক্স। আই অ্যাম কিউরিয়াস হোয়েদার আদার মেনস্ট্রুয়েটরস হ্যাভ নোটিসড চেঞ্জেস টু? আই অ্যাম উইক অ্যান্ড আ হাফ আউট ফ্রম ডোজ ১ অব মোদের্না, গট মাই পিরিয়ড মেবি আ ডে অর সো আর্লি, অ্যান্ড অ্যাম গাশিং লাইক আই অ্যাম ইন মাই টোয়েন্টিজ এগেইন’, টুইটার থ্রেড, ফেব্রুয়ারি ২৫, ২০২১

৬৪) জেম্মা সি শার্প, অ্যাবিগেল ফ্রেজার, জেম্মা সইয়ার, গ্যাব্রিয়েলা কৌনটুরাইডস, কেলে ই ইজি, জেম্মা ফোর্ড, জুজানা ওলজেস্কা প্রমুখ, ‘দ্য কোভিড-১৯ প্যান্ডেমিক অ্যান্ড দ্য মেনস্ট্রুয়াল সাইকল: রিসার্চ গ্যাপস অ্যান্ড অপারচুনিটিজ’, ইন্টারন্যাশনাল জার্নাল অফ এপিডেমিওলজি ৫১, নম্বর ৩ (২০২২): ৬৯১-৭০০

৬৫) প্রাচী শর্মা, ‘ইমপ্লিকেশনস অফ আ ল্যাক অফ জেন্ডার লেন্স ইন ইন্ডিয়া’জ ভ্যাকসিন রোল-আউট পলিসি’, ফেমিনিজম ইন ইন্ডিয়া, নভেম্বর ১৮, ২০২১

৬৬) ‘ইন্ট্রোডাকশন: পিরিয়ডস ডোন্ট স্টপ ফর প্যান্ডেমিকস’, প্ল্যান ইন্টারন্যাশনাল (২০২০)

৬৭) সমার প্রমুখ, ‘মেনস্ট্রুয়াল প্রোডাক্ট ইনসিকিউরিটি রেজাল্টিং ফ্রম কোভিড-১৯ রিলেটেড ইনকাম লস, ইউনাইটেড স্টেটস, ২০২০’, আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথ ১১২, নম্বর ৪ (২০২২): ৬৭৫-৬৮৪

৬৮) জ্যাকলিন কুম্বে, হেলেন বিটলস্টোন এবং জেন এস হকিং, ‘অ্যাক্সেস টু পিরিয়ড প্রোডাক্টস ডিউরিং দ্য ফার্স্ট নেশন-ওয়াইড লকডাউন ইন অস্ট্রেলিয়া: রেজাল্টস ফ্রন অ্যান অনলাইন সার্ভে’, উইমেন অ্যান্ড হেলথ ৬২, নম্বর ৪ (২০২২): ২৮৭-২৯২

৬৯) করণ বব্বর, নীহারিকা রুস্তাগি এবং পৃথা দেব, ‘হাউ কোভিড-১৯ লকডাইন হ্যাজ ইমপ্যাক্টেড স্যানিটারি প্যাডস ডিস্ট্রিবিউশন অ্যামং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড উইমেন ইন ইন্ডিয়া’, জার্নাল অব সোশ্যাল ইস্যুজ (২০২২), ডিওআই: ১০.১১১১/জেওএসআই.১২৫৩৩

৭০) করণ বব্বর এবং পৃথা দেব, ‘কোভিড-১৯ অ্যান্ড পিরিয়ড প্রোডাক্টস ইউসেজ অ্যামং মেনস্ট্রুয়েটিং উইমেন ইন আর্বান অ্যান্ড রুরাল ইন্ডিয়া’, আইআইএমএ ওয়ার্কিং পেপারস (২০২১)

Tags:

Tweetlines:

১) এমএইচএইচ পরিকাঠামো এবং ওয়াশ সুবিধার উন্নতি সাধনে বহুক্ষেত্রীয় অংশীদারদের সংযুক্তি আর একটি বিকল্প হতে পারে।

২) বৈশ্বিক এবং জাতীয় কর্মসূচিতে যৌন ও প্রজনন স্বাস্থ্যের সঙ্গে ঋতুচক্রকালীন স্বাস্থ্যের যোগসূত্রের প্রতি খুব কম মনোযোগই দেওয়া হয়।

৩) ঋতুমতীদের ঋতুচক্রকালীন স্বাস্থ্যের উন্নতির উদ্দেশ্যে একটি সর্বজনীন প্রতিশ্রুতি প্রদানের উপর স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে অন্তর্ভুক্ত এসআরএইচ লক্ষ্যগুলি অর্জনের বিষয়টি নির্ভরশীল।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.