Author : Vivek Mishra

Published on May 20, 2024 Updated 0 Hours ago

যেহেতু বাইডেন প্রশাসন অভ্যন্তরীণ চাপ ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার জটিল ক্রিয়া-‌প্রতিক্রিয়া সামলাতে ব্যস্ত, বিশেষ করে একটি নির্বাচনী বছরের মাঝখানে, তাই জরুরি ভিত্তিতে অগণিত চ্যালেঞ্জ মোকাবিলা করার সময় এসেছে।

আমেরিকার দেজা ভ্যু মুহূর্ত

মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাসের একটি জটিল সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, এবং একই সঙ্গে একাধিক দেজা ভ্যু মুহূর্তের মুখোমুখি হয়েছে। এক উত্তপ্ত মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফোকাস ইন্দো-প্যাসিফিক থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, এবং আমেরিকাকে গত শতাব্দীর বেশিরভাগ সময় ধরে তার প্রাথমিক ব্যস্ততার ক্ষেত্র পারস্য উপসাগরে ফিরিয়ে আনছে। অভ্যন্তরীণভাবে কলেজ ক্যাম্পাস জুড়ে প্রতিবাদের একটি অস্থির পরিবেশ ভিয়েতনাম যুদ্ধের যুগের সামাজিক ও আদর্শগত বিভাজনের প্রতিধ্বনি করছে। ইতিমধ্যে ইউরোপ এবং বিশ্বব্যাপী রাশিয়ার সঙ্গে মহাশক্তি প্রতিযোগিতার পুনরুত্থান হয়েছে। যদিও চিনের সঙ্গে প্রতিযোগিতা দেজা ভ্যুকে জাগিয়ে তুলতে পারে না, এটি অবশ্যই গত শতাব্দীতে আমেরিকা যে সব বিপদের মুখোমুখি হয়েছিল তার শক্তিকে বাড়িয়ে তোলে।

যেহেতু বাইডেন প্রশাসন অভ্যন্তরীণ চাপ ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার জটিল ক্রিয়া-‌প্রতিক্রিয়া সামলাতে ব্যস্ত, বিশেষ করে একটি নির্বাচনী বছরের মাঝখানে, তাই জরুরি ভিত্তিতে অগণিত চ্যালেঞ্জ মোকাবিলা করার সময় এসেছে।

এপ্রিল মাসে ইউএস কংগ্রেস চারটি গুরুত্বপূর্ণ আইন অনুমোদন করেছে: তিনটি স্বতন্ত্র সাহায্য প্যাকেজ ইউক্রেন, ইজরায়েল ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য যার মধ্যে তাইওয়ানের জন্য সমর্থনও অন্তর্ভুক্ত; এবং চতুর্থটি হল টিক টক-এর মূল কোম্পানি বাইটডান্স-কে একটি চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া, যাতে ২৭০ দিনের মধ্যে বিলগ্নীকরণ অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ রিপাবলিকানদের দীর্ঘ বিরোধিতা, এবং এর ফলস্বরূপ অভ্যন্তরীণ ও বিদেশনীতি উভয় ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনার কারণে বাইডেন প্রশাসন এই বিলগুলি দ্রুত পাস করার জন্য উল্লেখযোগ্য চাপের মুখোমুখি হয়েছিল।

বাইডেন প্রশাসন অভ্যন্তরীণ ক্ষেত্রে দুটি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, এবং দুটিই বিদেশের মাটিতে ব্যস্ততার দ্বারা প্রভাবিত। ইউক্রেনে চলমান যুদ্ধ ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে একটি অভূতপূর্ব দলগত পক্ষপাতমূলক বিভাজনকে আরও বাড়িয়ে তুলেছে, যা নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার সময় তীব্রতর হতে পারে। ইতিমধ্যে, ইজরায়েল-হামাস দ্বন্দ্ব মার্কিন সমাজের মধ্যে ইজরায়েল ও প্যালেস্টাইনের ধারণা সম্পর্কে একটি প্রখর প্রজন্মগত বিভাজন তৈরি করেছে, এবং একটি সম্ভাব্য সাংস্কৃতিক যুদ্ধের মঞ্চ তৈরি করেছে।

গাজায় ইজরায়েলের আক্রমণের ফলে বেসামরিক হতাহতের সংখ্যায় উদ্বেগ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ বৃদ্ধি দেশের অভ্যন্তরে একটি আসন্ন সাংস্কৃতিক সংঘর্ষে ইন্ধন জুগিয়েছে। দেশের মধ্যে বাইডেন ইজরায়েলকে সমর্থন করা এবং এই অঞ্চলে শান্তি প্রচারের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার জন্য চাপের মুখোমুখি হচ্ছে। বাইডেন প্রশাসনের উদ্যোগগুলি, যেমন সাহায্য বিতরণের জন্য গাজায় একটি ভাসমান মঞ্চ তৈরি করা এবং রাফায় আক্রমণ শুরু করা থেকে ইজরায়েলকে বিরত করা, অভ্যন্তরীণ সমর্থন অর্জন করেছে, এবং নির্বাচনী চক্রে ট্রাম্পের সঙ্গে ভোটের ব্যবধানকে কমিয়েছে। যাই হোক, মধ্যপ্রাচ্যের নিজস্ব ভূ-রাজনৈতিক গতিশীলতা থেকে উদ্ভূত বাহ্যিক কারণগুলি এই লাভগুলিকেও ক্ষয় করে দেওয়ার হুমকি দেয়।

চলতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধকে আরও বাড়িয়ে দিয়েছে। যাই হোক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইজরায়েল-হামাস সংঘাত, এই দুটি যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মোচিত হচ্ছে তার মধ্যে একটি পার্থক্য রয়েছে। প্রথমটিকে একটি বাস্তব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হলেও, পরবর্তীটি মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক অভিবাসনের তরঙ্গ দ্বারা প্রসারিত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতি দ্বারা উজ্জীবিত হয়।

১৩ এপ্রিল ইজরায়েলের জন্য একটি আঞ্চলিক লক্ষ্মণরেখা অতিক্রান্ত হয়েছিল যখন ইরান সরাসরি ইজরায়েলকে লক্ষ্য করে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল। ইজরায়েল, জর্ডন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ রাষ্ট্রগুলির একটি জোট প্রায় সমস্ত ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে সক্ষম হলেও মধ্যপ্রাচ্য এখন আঞ্চলিক উত্তেজনার শেষ সীমায় পৌঁছে গিয়েছে। ইজরায়েলের প্রতিক্রিয়া মার্কিন চাপের কারণে সংযত হয়েছে বলে মনে হচ্ছে, কারণ প্রেসিডেন্ট বাইডেন প্রকাশ্যে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ইজরায়েলের সামরিক উত্তেজনা বৃদ্ধিকে সমর্থন করবে না। যাই হোক, দুটি কারণ ইঙ্গিত দেয় যে মার্কিন চাপের মধ্যে অর্জিত সূক্ষ্ম আঞ্চলিক ভারসাম্য বিপন্ন হতে পারে: আঞ্চলিক শান্তিতে সাময়িক লাভ ফিরিয়ে আনতে এবং শিয়া-সুন্নি বিভাজনকে আরও গভীর করতে রাফা আক্রমণের জন্য ইজরায়েলের সামরিক প্রস্তুতির সম্ভাব্যতা, এবং এই উদ্বেগ যে ইজরায়েলের ইসপাহানে তুলনামূলক সংযত প্রতিক্রিয়া তারা ইরানের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিল তা হয়তো গড়ে তুলতে পারেনি। ইরান এবং ইজরায়েলের মধ্যে ছায়াযুদ্ধের ইতিহাসের পরিপ্রেক্ষিতে প্রক্সি যুদ্ধ, গুপ্তচরবৃত্তি, সাইবার আক্রমণ এবং হিট স্কোয়াডগুলিকে ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এখন পর্যন্ত, ওয়াশিংটনের চাপ ইজরায়েলের প্রতিক্রিয়াকে সীমাবদ্ধ করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কৌশলগত সংযমের গুরুত্বের উপর জোর দিয়েছে। ইজরায়েলের যুদ্ধ-মন্ত্রিসভায় বিরক্তি সত্ত্বেও একটি পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার প্রশ্নে সতর্কতা বিরাজ করছে। বাইডেন প্রশাসনের ভারসাম্যমূলক কাজ — ইজরায়েলের প্রতি সমর্থন নিশ্চিত করার পাশাপাশি প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা — পরিস্থিতির জটিলতাকে প্রতিফলিত করে। গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করা এবং বায়ু ও একটি ভাসমান মঞ্চের মাধ্যমে সহায়তা প্রদানের জন্য বাইডেনের প্রচেষ্টা এই অঞ্চলে স্থিতিশীলতার ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে একটি দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে, এবং একইসঙ্গে নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলির মোকাবিলা করে।

আগামী দিনগুলিতে, এই চ্যালেঞ্জগুলির মধ্যে দিয়ে এগিয়ে চলার কতটা ক্ষমতা বাইডেন প্রশাসনের আছে তার পরীক্ষা হবে। ঝুঁকি অনেক বেশি, সংঘর্ষের ভীতি বড় আকার ধারণ করছে, এবং এই অঞ্চলের ভবিষ্যৎ ভারসাম্যের সুতোয় ঝুলছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও প্রতিরোধের সঙ্গে একজন মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক ভাগ্য সম্ভবত এতটা ঘনিষ্ঠভাবে আগে কখনও জড়িত ছিল না।



এই ভাষ্যটি প্রথম ডেকান হেরাল্ডে প্রকাশিত হয়েছিল।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.