-
CENTRES
Progammes & Centres
Location
জলবায়ু পরিবর্তন প্রভাবিত করছে ডেটা সেন্টারগুলিকে, যা একটি দেশের ডিজিটাল উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তাই, ডেটা সেন্টার কৌশলগুলির জন্য ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের কথা বিবেচনায় রাখা গুরুত্বপূর্ণ।
ডেটা সেন্টারগুলি একটি দেশের প্রযুক্তিগত অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেগুলি স্নায়ুকেন্দ্র হিসাবে কাজ করে তথ্য যুগকে শক্তি জোগায়। রাষ্ট্রপুঞ্জের স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) জুড়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য ডেটা সেন্টার পরিকাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা বলা আছে, কারণ তা ই–গভর্নমেন্ট, উদ্ভাবন ও উদ্যোক্তা, শালীন কাজ এবং অর্থনৈতিক বৃদ্ধির জন্য একটি অপরিহার্য ভিত্তি হিসাবে কাজ করে। এতে অবাক হওয়ার কিছু নেই যে ডেটা সার্বভৌমত্ব গত এক দশকে বিশেষ করে গ্লোবাল সাউথে আকর্ষণ অর্জন করেছে। যাই হোক, জলবায়ু পরিবর্তন সেই সমস্ত পরিকাঠামোকে হুমকির মুখে ফেলে যা ডিজিটাল ভবিষ্যতের ভিত্তি, এবং ডেটা সেন্টারের উপর এর প্রভাব একটি বহুমুখী চ্যালেঞ্জ। উন্নয়নশীল দেশগুলি যখন ডেটা সেন্টারকে আকৃষ্ট করার জন্য উচ্চাভিলাষী কৌশল গ্রহণ করছে ও প্রণোদনা দিতে শুরু করেছে, সেই সময় ক্রমবর্ধমান তাপমাত্রা, চরম আবহাওয়ার ঘটনা, এবং পরিবর্তিত পরিবেশ পরিস্থিতি ডেটার নির্ভরযোগ্যতা ও স্থায়িত্বের জন্য উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করছে।
যে মেঘ বৃষ্টি আনে না
ভারতের বৃহত্তম ডেটা সেন্টার হাবের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের আকারের ডেটা সেন্টারের মধ্য দিয়ে হেঁটে গেলে, দুটি বিষয় চোখে পড়ে: প্রথমত, আমাদের বৈশ্বিক তথ্য প্রবাহ, এমনকি ক্ষণস্থায়ী ‘ক্লাউড’, এমন ভৌত অবকাঠামোর উপর নির্ভর করে যা ডেটা সঞ্চয় করে, প্রক্রিয়া করে এবং স্থানান্তর করে। দ্বিতীয়ত, সার্ভারের সারিগুলি উত্তপ্ত হয়ে ওঠে।
ডেটা সেন্টারগুলিকে ঠান্ডা রাখার জন্য জল ও শক্তির প্রয়োজন হয়, যা জলবায়ু পরিবর্তনের তীব্রতার সঙ্গেসঙ্গে ক্রমবর্ধমান খরা–প্রবণ ও জল–অপ্রতুল অঞ্চলগুলির উপর চাপ সৃষ্টি করে।
আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার–কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স (এএসএইচআরএই) অনুসারে ডেটা সেন্টারের জন্য আদর্শ অপারেটিং তাপমাত্রার পরিসর হল ৬৫° ফারেনহিট থেকে ৮০° ফারেনহিট (মোটামুটি ১৮° সেন্টিগ্রেড থেকে ২৭° সেন্টিগ্রেড)। ডেটা সেন্টারগুলিকে আপেক্ষিক আর্দ্রতার মতো অন্য কারণগুলির প্রেক্ষিতেও জলবায়ু নিয়ন্ত্রিত হতে হয়। এ থেকে বোঝা যায় ডেটা সেন্টারগুলি প্রচুর পরিমাণে বিদ্যুৎ ও জল ব্যবহার করে। ২০২০ – র একটি নিবন্ধে ডেটা সেন্টারের কাজের চাপের দ্রুত বৃদ্ধির বিষয়ে মন্তব্য করা হয়েছে: মাত্র আট বছরের ব্যবধানে (২০১০–১৮) ডেটা সেন্টারের ডব্লিউ আইপি ট্র্যাফিক দশগুণ বেড়েছে, যা বিশ্বব্যাপী বিদ্যুতের ১ শতাংশের জন্য দায়ী, এবং তাইল্যান্ডের মোট বিদ্যুৎ উপভোগের চেয়ে বেশি। যদিও সেই সময়ের মধ্যে শক্তির তীব্রতা উন্নত হয়েছিল, এই বৃদ্ধি বিশ্বব্যাপী শক্তির ব্যবহারে ২৫ শতাংশ বৃদ্ধির জন্য দায়ী। তা ছাড়া, ডেটা সেন্টারগুলিকে ঠান্ডা রাখার জন্য জল ও শক্তির প্রয়োজন হয়, যা জলবায়ু পরিবর্তনের তীব্রতার সঙ্গেসঙ্গে ক্রমবর্ধমান খরা–প্রবণ ও জল–অপ্রতুল অঞ্চলগুলির উপর চাপ সৃষ্টি করে। এখন, দেখা যাচ্ছে যে উন্নত শক্তি দক্ষতা সত্ত্বেও বিশ্বের ডেটা সেন্টারের জন্য ক্ষুধা মেটানোর মতো যথেষ্ট শক্তি নেই। সিবিআরই–র গ্লোবাল ডেটা সেন্টার ট্রেন্ডস ২০২৩ রিপোর্ট বলছে এআই, স্ট্রিমিং, স্বয়ংচালিত গাড়ি এবং অন্যান্য নতুন ও উদীয়মান প্রযুক্তি প্রয়োগগুলির দ্রুত বৃদ্ধির পর ডেটা সেন্টারগুলিতে এখন রেকর্ড–কম শূন্য পদের হার দেখা যাচ্ছে।
বর্তমানে, উত্তর আমেরিকা বিশ্বের অধিকাংশ ডেটা সেন্টারের ক্ষমতার জন্য দায়ী, [১] তবে অনুমানগুলি ইঙ্গিত করে যে এশিয়া প্যাসিফিক ডেটা সেন্টারের বাজার ২০২০–২৪ সালের মধ্যে ১২.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, আর শুধুমাত্র দক্ষিণ–পূর্ব এশিয়া ১২.৯ শতাংশ বৃদ্ধি পাবে। এর পরে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ) ১১.১ শতাংশ এবং উত্তর আমেরিকা ৬.৪ শতাংশে রয়েছে।
ডেটা সার্বভৌমত্ব বিধিগুলি এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডেটা সেন্টারের চাহিদার কিছু বৃদ্ধিকে উৎসাহিত করছে, বিশেষ করে সিঙ্গাপুর ও টোকিওর মতো প্রতিষ্ঠিত ডেটা হাবের বাইরে৷
তামায় নির্মিত ডেটা সার্বভৌমত্ব
ডেটা সার্বভৌমত্ব বিধিগুলি এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডেটা সেন্টারের চাহিদার কিছু বৃদ্ধিকে উৎসাহিত করছে, বিশেষ করে সিঙ্গাপুর ও টোকিওর মতো প্রতিষ্ঠিত ডেটা হাবের বাইরে৷ এর মধ্যে রয়েছে ডেটা স্থানীয়করণ আদেশ। এর কিছু ক্ষেত্রগত (ভারতের রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলার DPSS.CO.OD.No 2785/06.08.005/2017-18) এবং কিছু সংবেদনশীল ডেটা সম্পর্কিত নির্দিষ্ট উপ–শ্রেণি (যেমন ভিয়েতনামের সাইবার নিরাপত্তা আইনের আওতায় টেলিকম পরিষেবা সরবরাহকারী ডেটা)।
জাতীয় ডেটা সেন্টার নীতিগুলি কয়েকটি সাধারণ স্তম্ভের উপর দৃষ্টি নিবদ্ধ করে: ই–সরকারি পরিষেবাগুলির দৃঢ়তা এবং নির্ভরযোগ্যতা; সরকারি তথ্য সংগ্রহে নিরাপত্তা ও আস্থা; এবং উদ্ভাবনকে জোরদার করতে ও অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য ক্ষমতা এবং ভাগ করা সম্পদ তৈরি করা। অনেক উন্নয়নশীল দেশ ডেটা সেন্টার পরিকল্পনা বাস্তবায়ন করেছে বা চিন্তাভাবনা করছে, হয় স্বতন্ত্র নীতি হিসাবে বা ডিজিটাল পরিকাঠামোর জন্য বৃহত্তর প্রণোদনা প্যাকেজের অংশ হিসাবে।
দেশ |
ডেটা কেন্দ্র নীতি ও কৌশল |
ভারত |
মেঘরাজ: ক্লাউড কম্পিউটিং উদ্যোগ; ডেটা সেন্টার নীতি ২০২০ |
ভিয়েতনাম |
জাতীয় ডেটা সেন্টার প্রকল্প |
চিন |
ইস্টার্ন ডেটা, ওয়েস্টার্ন কম্পিউটিং প্ল্যান (东数西算) ২০২০ জাতীয় সমন্বিত বিগ ডেটা সেন্টার কোলাবোরেটিভ ইনোভেশন সিস্টেমের কম্পিউটিং পাওয়ার হাবের জন্য বাস্তবায়ন পরিকল্পনা (২০২১) নতুন ডেটা সেন্টারের উন্নয়নের জন্য তিন বছরের কর্ম পরিকল্পনা (২০২১–২০২৩) |
ব্রাজিল |
ডেটা কেন্দ্রগুলিকে আকর্ষণ করার জন্য পাবলিক পলিসি বাস্তবায়নের জন্য খসড়া কৌশল |
মালয়েশিয়া |
ডিজিটাল ইকোসিস্টেম অ্যাক্সিলারেশন স্কিম (ডিইএসএসি) ২০২২ |
মরক্কো |
ডিজিটাল উন্নয়নের জন্য জাতীয় কৌশল ২০২৩ |
তুর্কিয়ে |
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণ এবং বৈদ্যুতিন যোগাযোগ ক্ষেত্রে গোপনীয়তার সুরক্ষা সম্পর্কিত প্রবিধান |
|
যদিও কিছু কৌশলে ডেটা কেন্দ্রগুলির জন্য প্রতিযোগিতামূলক ভর্তুকি দেওয়ার প্রস্তাবের সঙ্গে বিদ্যুৎ ও জলের অবিচ্ছিন্ন সরবরাহের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে, খুব কম ক্ষেত্রেই সম্ভাব্য সম্পদের চাপ মোকাবিলার কৌশলগুলি বা কীভাবে দ্রুত জলবায়ু পরিবর্তন অপারেটিং পরিবেশকে প্রভাবিত করবে তা অনুসন্ধান করা হয়েছে।
চিত্র ১: চিনে বর্তমান এবং প্রস্তাবিত ডেটা সেন্টার ক্লাস্টার।
সূত্র: চায়না ব্রিফিং
২০২৩ ছিল রেকর্ডে থাকা উষ্ণতম বছর, যা বিশ্ব অর্থনীতিতে ছাপ ফেলেছে এমন চরম আবহাওয়ার ঘটনাগুলির একটি সিরিজ দ্বারা চিহ্নিত। চিনে বন্যার কারণে দেশটির শস্য উৎপাদন ২–৫ শতাংশ কমে গেছে। এদিকে, উরুগুয়েতে রাজধানী মন্টেভিডিওতে পানীয় জলের অভাব–সহ দক্ষিণ আমেরিকার রেকর্ডে সবচেয়ে খারাপ খরা হয়েছিল।
চিনের ইস্টার্ন ডেটা, ওয়েস্টার্ন কম্পিউটিং প্ল্যানের লক্ষ্য হল চাহিদা–সমৃদ্ধ পূর্বাঞ্চলের জন্য শক্তি–দক্ষ ডেটা সেন্টার ক্লাস্টার তৈরি করা। প্রস্তাবিত নতুনগুলি–সহ চিনের ডেটা সেন্টার ক্লাস্টারগুলি তার বিভিন্ন নদীর ধারে অবস্থিত। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের বন্যা অনুমানগুলির হিসাব অনুযায়ী এই ডেটা ক্লাস্টারগুলির অনেকগুলি আগামী দশকেও বৈশ্বিক তাপমাত্রা ১.৫°–২° বৃদ্ধির ট্র্যাকে অব্যাহত থাকলে মারাত্মক বন্যার সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিত্র ২: চিনে বন্যার ঝুঁকি [আরসিপি ৮.৫ দৃশ্যের অধীনে বৈশ্বিক উষ্ণায়ন ১.৫∘ (a, c, e) এবং ২ ∘ সেন্টিগ্রেড (b, d)–এর ক্ষেত্রে সম্ভাব্য গুরুতর (a–b), মাঝারি (c–d) ও মৃদু (e–f) বন্যার সম্ভাবনা: সূত্র]
রাষ্ট্রপুঞ্জের মতে, গ্লোবাল সাউথের উন্নয়নশীল দেশগুলি খরার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। উদাহরণস্বরূপ, ভারতের খরাপ্রবণ অঞ্চলগুলি ১৯৯৭ সালের থেকে ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের বেশিরভাগ ডেটা সেন্টার পরিকাঠামো মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, পুনে ও চেন্নাইয়ের মতো খরাপ্রবণ বা বন্যা–ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে।
অনেক গ্লোবাল সাউথ দেশে আগামী দশকগুলিতে অনলাইনে আসবে বলে নির্ধারিত বেশিরভাগ ডেটা সেন্টার পরিকাঠামো তাই সীমিত–সম্পদ এলাকায় এবং মারাত্মক বন্যা, তাপ ও খরার ঝুঁকিতে থাকা অঞ্চলগুলিতে কাজ করবে।
সুপারিশ
ডেটা কৌশলগুলি স্বীকার করে যে এক্তিয়ার গুরুত্বপূর্ণ হলেও ডেটা সার্বভৌমত্বের একমাত্র পূর্বশর্ত নয়। সেই অনুসারে অনেক উন্নয়নশীল অর্থনীতি নিয়মবিধির পরিপূরক হিসাবে নিয়ে আসে ডেটা সেন্টার পরিকাঠামোর জন্য সমর্থন। তবুও, এই নীতি ও কৌশলগুলি বর্তমান চাহিদার উপর খুব বেশি রকমের মনোযোগ দেয়। ডেটা সার্বভৌমত্বের রাজনীতিকে অবশ্যই ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের বাস্তবতার মুখোমুখি হতে হবে।
দিগন্তে প্রতিবন্ধকতার প্রেক্ষিতে সবুজতর ডেটা কেন্দ্রের জন্য গবেষণা চালানো প্রয়োজনীয় প্রতিক্রিয়ার একটি ছোট অংশ। হাবগুলিতে কি ডেটা সেন্টারের চাহিদা এবং সেখানে বসবাসকারী মানুষের মৌলিক চাহিদাগুলি বজায় রাখার জন্য পর্যাপ্ত জল থাকবে? অনেক ডেটা সেন্টার আপেক্ষিক আর্দ্রতা ও তাপমাত্রাকে আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার–কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স (এএসএইচআরএই)–এর সুপারিশের চেয়ে বেশি রক্ষণশীল স্তরে রাখে, এবং মেটা–র একটি গবেষণা অনুসারে, এই পরামিতিগুলির কিছুটা এদিক–ওদিক করে ডেটা সেন্টার ৮০ শতাংশ বেশি জল–দক্ষতা অর্জন করতে পারে। মাইক্রোসফট জলের নিচে একটি ডেটা সেন্টার পরিচালনার জন্য দুই বছর ধরে পরীক্ষা চালিয়ে প্রতিশ্রুতিসম্পন্ন ফলাফল পেয়েছে। সমাধানের উভয় সেটেরই নিজস্ব সমস্যা রয়েছে: দক্ষতা বৃদ্ধি শুধুমাত্র ডেটা সেন্টারের নিছক চাহিদা পূরণ করতে পারে, অন্যদিকে জলের নিচের ডেটা সেন্টারগুলি রক্ষণাবেক্ষণ ও প্রতিবন্ধকতার দুর্বলতার জন্য অনন্য চ্যালেঞ্জের মুখে পড়ে, হয় প্রাকৃতিক অথবা বন্ধু নয় এমন রাষ্ট্র এবং অ–রাষ্ট্রীয় শক্তি দ্বারা সংগঠিত।
ডিপিআই পূর্ববর্তী বিভাগে উল্লিখিত জাতীয় ডেটা সেন্টার নীতির প্রথম স্তম্ভ স্থাপিত করে ই–গভর্নমেন্ট পরিষেবাগুলিকে দৃঢ় ও নির্ভরযোগ্য করে তুলে ডেটা অপ্রয়োজনীয়তা হ্রাস করতে সাহায্য করতে পারে।
ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চলতি বৈশ্বিক কথোপকথনে স্থিতিশীলতার বিবেচনা যুক্ত করারও সুযোগ রয়েছে। ডিপিআই পূর্ববর্তী বিভাগে উল্লিখিত জাতীয় ডেটা সেন্টার নীতির প্রথম স্তম্ভ স্থাপিত করে ই–গভর্নমেন্ট পরিষেবাগুলিকে দৃঢ় ও নির্ভরযোগ্য করে তুলে ডেটা অপ্রয়োজনীয়তা হ্রাস করতে সাহায্য করতে পারে। যেমন, ভারতীয় জি২০ প্রেসিডেন্সি একটি গ্লোবাল ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার রিপোজিটরি চালু করেছে, যেটি একটি উন্মুক্ত সংস্থান যা জি২০ সদস্য ও পর্যবেক্ষকদের টেকসইভাবে তাদের নিজস্ব ডিপিআই তৈরি ও স্থাপন করতে সহায়তা করে। ব্রাজিলের প্রেসিডেন্সির সময় ‘একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি স্থিতিশীল গ্রহ নির্মাণ’ নীতির অধীনে জি২০ ডিপিআই, স্থায়িত্ব ও ডেটা সার্বভৌমত্বকে সংযুক্ত করতে পারে।
পরিশেষে, সংস্থা ও সরকারগুলিকে অবশ্যই পরিবেশগত কারণগুলির থেকে উদ্ভূত ঝুঁকিগুলির সম্ভাবনা কমাতে ‘ঐতিহ্যগত’ ডেটা সেন্টার হাবের বাইরে অন্যত্র ডেটা সেন্টারের জন্য বিনিয়োগ করতে হবে। জাতীয় সরকারি প্রণোদনা, যেমন ভর্তুকিগুলি, ডেটা সেন্টারগুলিকে অপ্রচলিত কেন্দ্রগুলিতে আকর্ষণ করার একটি হাতিয়ার হতে পারে। এই নতুন হাবগুলিকে স্থিতিশীল করার জন্য এই অনুশীলনটিকে অবশ্যই জলের চাহিদার অনুমান এবং চরম আবহাওয়ার ঘটনাগুলির পরিপূরক হতে হবে।
একটি দেশের ডিজিটাল উন্নয়নের জন্য অত্যাবশ্যক ডেটা কেন্দ্রগুলিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবের পরিপ্রেক্ষিতে ডেটা সার্বভৌমত্বকে শক্তিশালী করার জন্য নতুন উদ্যোগগুলির উপরেও এর গভীর প্রভাব পড়বে। তাই, ডেটা সেন্টার কৌশলগুলির একটি অপারেটিং পরিবেশের উপর প্রভাবগুলি বিবেচনা করা গুরুত্বপূর্ণ, কারণ তা আগামী দশকগুলিতে অনেক অন্য রকম হবে।
তৃষা রায় আটলান্টিক কাউন্সিলের জিওটেক সেন্টারের একজন রেসিডেন্ট ফেলো
[১] উত্তর ভার্জিনিয়া বিশ্বের একক বৃহত্তম ডেটা সেন্টার বাজার।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.
Trisha Ray is an associate director and resident fellow at the Atlantic Council’s GeoTech Center. Her research interests lie in geopolitical and security trends in ...
Read More +