বিশ্ব উষ্ণায়নের ফলে যে দেশগুলি তীব্র ভাবে ঝুঁকির মুখে পড়েছে, ভারত তাদের অন্যতম। প্রশমন এবং অভিযোজন উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রচেষ্টা করা হলেও সেগুলি লিঙ্গ সমতার সমস্যাগুলি বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। অথচ এটা প্রমাণিত যে জলবায়ু পরিবর্তনের অসামঞ্জস্যমূলক বোঝা মেয়ে এবং নারীদের বহন করতে হচ্ছে। জলবায়ু এবং লিঙ্গের মধ্যে জটিল আন্তঃসংযোগ সৃষ্টিকারী জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং অন্য ক্ষেত্রগুলির প্রেক্ষিতে এই ব্যবধান ঘোচানো প্রয়োজন। এই সংক্ষিপ্ত প্রতিবেদনটিতে এই সম্পর্কগুলি খতিয়ে দেখা হয়েছে এবং লিঙ্গগত দৃষ্টিভঙ্গি-সহ ভারতের সর্বাত্মক জলবায়ু কর্মসূচির পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরোপণ: ফরহান শেখ, ‘মুভিং জেন্ডার ইক্যুইটি টু দ্য মেনস্ট্রিম অব ক্লাইমেট অ্যাকশন’, ও আর এফ ইস্যু ব্রিফ নং ৫৮২, সেপ্টেম্বর ২০২২, অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন।