২০২২ সালে ২৫ বছর পূর্ণ করার সঙ্গে সঙ্গে দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কোঅপারেশন (বিমস্টেক) এক নতুন দিগন্তের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। বিগত মাসগুলি বিমস্টেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যখন সংগঠনটির সুস্পষ্ট লক্ষ্যমাত্রার রূপরেখা নির্ধারণে মার্চ মাসের পঞ্চম শীর্ষ সম্মেলনে একটি সনদ গ্রহণ করা হয়। শীর্ষ সম্মেলনটিতে বিমস্টেক তার ১৪টি বিবিধ আন্তঃসহযোগিতার ক্ষেত্রকে নিরাপত্তা-সহ সাতটি প্রধান ক্ষেত্রে অন্তর্ভুক্ত করে। এক দিকে যখন জ্বালানি সম্পদ সংক্রান্ত প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ চরম আকার ধারণ করছে, হাইড্রোকার্বন সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সুনিশ্চিত করতে বিমস্টেককে তার উদ্যোগে গতিশীলতা বৃদ্ধি করতে হবে। এর পাশাপাশি সংগঠনটিকে আন্তর্জাতিক অপরাধ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ তীব্রতর হতে থাকা প্রাকৃতিক বিপর্যয়গুলির মতো আশঙ্কা থেকে সংশ্লিষ্ট সামুদ্রিক ক্ষেত্রটিকে সুরক্ষা জোগানোর বিষয়টির উপরেও নজর দিতে হবে। এই সংক্ষিপ্ত প্রতিবেদনটিতে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিমস্টেকের কর্মসূচি এবং অদূর ভবিষ্যতে সংগঠনটির অগ্রাধিকারগুলি পর্যালোচনা করা হয়েছে।
নির্দেশিকা: সোহিনী বসু, অনসূয়া বসু রায় চৌধুরী এবং হর্ষ ভি পন্থ, ‘বিমস্টেক অন দ্য কাস্প: রিজিওনাল সিকিউরিটি ইন ফোকাস’, ও আর এফ ইস্যু ব্রিফ নম্বর ৫৬৩, জুলাই ২০২২, অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন