-
CENTRES
Progammes & Centres
Location
শীতকাল এগিয়ে আসা এবং এলপিআর ও ডিপিআর–এর গণভোটের সঙ্গে সঙ্গে ক্রেমলিন ডনবাস শিল্প অঞ্চলে তার উপস্থিতি সুরক্ষিত করার প্রচেষ্টাকে দ্বিগুণ করতে পারে।
ইউক্রেনের পাল্টা আক্রমণ এবং মস্কোর প্রতিক্রিয়া
ইউক্রেনে রুশ বাহিনীর বিপর্যয়ের ক্রমবর্ধমান তালিকায় যুক্ত হল ইউক্রেনের নোভা কাখোভকা শহরের কাছে নিপরো নদীর ওপরে সামরিক হার্ডঅয়্যার ও সৈন্য বহনকারী একটি রাশিয়ান বার্জ ধ্বংস হওয়ার খবর। ঘটনাটি সেই দিনই ঘটেছিল যেদিন একজন ইউক্রেনীয় কর্মকর্তা দাবি করেছিলেন যে রুশ বাহিনী খেরসন অঞ্চলে পাল্টা আক্রমণের কারণে নদীতে আটকা পড়ে গিয়েছিল, এবং আরও দক্ষিণে সরে যেতে বাধ্য হয়েছিল। দক্ষিণের ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর যৌথ প্রেস সেন্টারের প্রধান নাতালিয়া হামেনিউকের বক্তব্য, “আমরা (ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী) নিপরো জুড়ে পারাপারের স্থান ও পরিবহণ পথগুলিতে যে ধারাবাহিক গুলিবর্ষণ করে চলেছি তা তাদের (রুশ বাহিনী) বুঝিয়ে দিয়েছে যে তারা এই প্রতিরক্ষা ব্যবস্থা এবং দক্ষিণ (নদীর) তীরের খেরসন অঞ্চলের এই অংশে অবস্থিত ইউনিটগুলির মধ্যে চিঁড়েচ্যাপ্টা হয়ে গিয়েছে।” চিত্র ১ দক্ষিণে ইউক্রেনীয় পাল্টা আক্রমণের ফলস্বরূপ ৬ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২২–এর মধ্যে তীব্র লড়াইয়ের সাক্ষী অঞ্চলগুলির বৃদ্ধি দেখায়।
সেপ্টেম্বরের শুরু থেকে খারকিভ অঞ্চলে অনেক দখল–করা এলাকা হারানোর ফলে উত্তর–পূর্বে রুশ বাহিনী আরও খারাপ অবস্থায় রয়েছে বলে মনে হচ্ছে। রুশ সামরিক বাহিনীর উল্লেখযোগ্য অভিযানগত বিপত্তি ঘটিয়ে ইউক্রেনীয় বাহিনী ইজিয়ুম শহর সহ একটি বিশাল এলাকা পুনরুদ্ধার করেছে (চিত্র ২ দেখুন)। এই অঞ্চলে ইউক্রেনীয় সাফল্য তার ছোট দক্ষিণী আক্রমণের ফল, যা রুশ বাহিনীকে ডোনেটস্ক ও দক্ষিণ অক্ষে পুনরায় সেনা মোতায়েন করতে বাধ্য করেছে। এর ফলে উত্তর–পূর্বে দুর্বলতা তৈরি হয়েছে যা ইউক্রেনীয় যোদ্ধারা কাজে লাগাতে পারবে।
ক্রেমলিন–সমর্থিত কমান্ডার আলেকজান্ডার খোদাকভস্কি ইউক্রেনীয় কৌশলগত মাস্টারস্ট্রোক সম্পর্কে বলেছেন, ‘‘একটি আকর্ষণীয় কৌশল: তারা এক দিকে (খেরসন অঞ্চল) সাফল্য অর্জন করেছে, আমাদের এমন একটি অবস্থায় নিয়ে এসেছে যেখানে আমরা এই দিকে আর কোনও আক্রমণের কথা ভাবছি না, শুধু ফ্রন্টলাইন স্থিতিশীল করতে চাইছি, এবং বাড়তি আক্রমণের ক্ষমতা তারা (ইউক্রেনীয়রা) অন্য সেক্টরে (খারকিভ অঞ্চল) স্থানান্তরিত করছে।” পূর্ব ইউক্রেনের স্বঘোষিত ডোনেটস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর)–এর প্রাক্তন রাজনৈতিক নেতা যোগ করেছেন: ‘‘একটি উন্নত পরিবহণ পরিকাঠামো তাদের ক্ষমতায়িত করছে সীমিত শক্তি নিয়েও নানা রকম অভিযান চালাতে, এবং তার ফলে পরিকল্পনা অনুযায়ী যে জায়গায় জড়ো হওয়া প্রয়োজন তা সম্ভব হচ্ছে। আর পরিকল্পনা এবং তার বাস্তবায়নের সাফল্য হল একটি কৌশলগত উদ্যোগের পরিণতি।”
খারকিভ অঞ্চল থেকে দ্রুত সেনা প্রত্যাহার করার পরে রুশ বাহিনী ডনবাসে তাদের প্রতিরক্ষা লাইনগুলিকে মজবুত করে শিকড় গেড়ে বসে সময় নেওয়ার চেষ্টা করতে পারে। এটি শুধু রুশ বাহিনীকে পুনরায় জোগান আনা ও সংগঠিত হওয়ার সুযোগই দেবে না, বরং চলতি সংঘাতকে আবারও একটি দীর্ঘস্থায়ী ক্ষয়কারী যুদ্ধে পরিণত করবে।
অধিকন্তু, রুশ–সমর্থিত স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) ও ডিপিআর–এর গণভোট ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার দুর্গগুলিতে দ্রুত পরিকল্পিত গভীর অনুপ্রবেশের চেষ্টা করার জন্য উস্কে দিতে পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। রসদের যোগান এবং প্রান্তগুলি সুরক্ষিত না করে এই ধরনের আক্রমণ তাদের বিপদের কারণ হতে পারে।
রুশ–সমর্থিত স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) ও ডিপিআর–এর গণভোটের ঘোষণাগুলি ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার দুর্গগুলিতে দ্রুত পরিকল্পিত গভীর অনুপ্রবেশের চেষ্টা করার জন্য উস্কে দিতে পরিকল্পনা করা হয়ে থাকতে পারে।
ইউক্রেনের জন্য, সৌভাগ্যবশত, তার বাহিনী তাদের অগ্রগতি সুরক্ষিত করতে চাইছে বলে মনে হচ্ছে, এবং তা এমন একটা সময় যখন রুশ বাহিনী তার শক্তি পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ শানাচ্ছে, এবং সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। যাই হোক, ইউক্রেন আশঙ্কা প্রকাশ করেছে যে রাশিয়া এই শীতে কিয়েভের বিরুদ্ধে লড়াইয়ের মোড় ঘোরাতে তার শক্তিব্যবস্থার উপর আক্রমণ বাড়িয়ে দেবে।
গণভোটের মাধ্যমে মস্কোর বর্তমান দখলকৃত কিছু অঞ্চল আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার খুব বাস্তব সম্ভাবনা তৈরি হয়েই ছিল। এরপর তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, এবং নতুন সংযুক্ত রুশ অঞ্চলগুলি ইউক্রেনীয় বাহিনী পুনরুদ্ধারের চেষ্টা করলে তার বিরুদ্ধে গণ–অভিযানের জন্য একটি অজুহাত প্রদান করবে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের উপপ্রধান ভাদিম স্কিবিটসকি অবশ্য যুক্তি দিয়েছিলেন যে গণসংহতিকরণের অর্থ হবে এ কথা ‘স্বীকার করা যে রাশিয়া তার ঘোষণা করা সমস্ত লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়নি, যে (রুশ প্রেসিডেন্ট) পুতিনের তথাকথিত ‘বিশেষ অভিযান’ সফল হয়নি, এবং সত্যিকারের যুদ্ধ হচ্ছে’, এবং এর সম্ভাব্য সামরিক প্রভাব সম্পর্কে ইউক্রেনীয় কৌশলগত বৃত্তে অন্তত কিছুটা ভয়মিশ্রিত উদ্বেগ রয়েছে।
প্রাক্তন রুশ প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলে রেখেছেন যে গণভোটের ফলাফল স্থায়ী হবে এবং মস্কোকে, যে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগারের অধিকারী, আইন দ্বারা যা সে রুশ ভূখণ্ড হিসাবে বিবেচনা করবে তা রক্ষা করার জন্য সম্পূর্ণ অবকাশ দেবে৷ ‘‘রুশ ভূখণ্ড দখল করার চেষ্টা একটি অপরাধ যা আত্মরক্ষার সমস্ত শক্তি ব্যবহার করার অনুমতি দেয়,’’ তিনি একটি টেলিগ্রাম পোস্টে বলেছিলেন, এবং তারপর যোগ করেছিলেন, ‘‘এই কারণেই কিয়েভ এবং পশ্চিম এই গণভোটগুলিকে এত ভয় পায়।’’ তিনি আরও বলেছিলেন রাশিয়ার কোনও ভবিষ্যৎ নেতা সাংবিধানিকভাবে এই ফলাফল উলটে দিতে সক্ষম হবেন না।
যদিও ইউক্রেনের সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের সাফল্যগুলি মূলত কিয়েভের সামরিক পরিকল্পনা, দক্ষ রসদ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সামরিক সহায়তার কৌশলগত দক্ষতার কারণে এসেছে, তবে সরবরাহ লাইনে দুর্বলতা সৃষ্টি না–করে এবং নতুন পুনরুদ্ধার করা অঞ্চলগুলিকে রুশ পাল্টা আক্রমণের জন্য উন্মুক্ত না–করে আক্রমণের ভরবেগ বজায় রাখা কঠিন হবে। শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাজটি আরও কঠিন হয়ে উঠবে, এবং উভয় পক্ষের যুদ্ধ পরিকল্পনাকারীদের সামরিক দুঃসাহসিকতা দেখানোর চেয়ে কর্মীদের বেঁচে থাকাকে অগ্রাধিকার দিতে বাধ্য করবে।
‘‘রুশ ভূখণ্ড দখল করার চেষ্টা একটি অপরাধ যা আত্মরক্ষার সমস্ত শক্তি ব্যবহার করার অনুমতি দেয়,’’ তিনি একটি টেলিগ্রাম পোস্টে বলেছিলেন, এবং তারপর যোগ করেছিলেন, ‘‘এই কারণেই কিয়েভ এবং পশ্চিম এই গণভোটগুলিকে এত ভয় পায়।’’
অন্যদিকে, শীতের আগে ডনবাসের একটি উল্লেখযোগ্য অংশ পুনরুদ্ধার করতে ব্যর্থতা ইউক্রেনের জন্য উপলব্ধ কঠিন বিকল্পগুলির অনুসরণ আরও দুর্গম করে তুলতে পারে। ইউরোপীয় ও অন্য সমর্থনকারী দেশগুলিতে রুশ জ্বালানি সরবরাহ হ্রাসের ফলে যদি যুদ্ধ প্রচেষ্টার জন্য পশ্চিমী সমর্থন নড়বড়ে হয়ে যায়, তবে তাকে রাশিয়ার কাছে উল্লেখযোগ্য অঞ্চল হস্তান্তর করার জন্য চাপ দেওয়া হতে পারে। অথবা ইউক্রেনকে আবার শীতের পরে দীর্ঘস্থায়ী ক্ষয়কারী যুদ্ধ চালানোর সম্ভাবনার মুখোমুখি হতে হবে, যে সময়ের মধ্যে রুশরা ডনবাসের বেশির ভাগ দখলকৃত অংশে নিজেদের শক্তিশালী করবে এবং এলাকাগুলি আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করা হয়ে যাবে।
যুদ্ধের প্রশ্নে কথিত অভ্যন্তরীণ বৈরিতা এবং বন্ধু ভারত ও চিনের সোচ্চার সমালোচনার কারণে রুশ কৌশলগত পরিকল্পনাকারীদের পন্থা পরিবর্তনের তেমন সুযোগ নেই বলে কিছু পশ্চিমী পর্যবেক্ষক দাবি করেছেন। কিন্তু ডনবাস শিল্প অঞ্চলে, যা ইউক্রেনের ‘জোয়াল’ হিসাবে রাশিয়া দেখে থাকে, সেখানে ক্রেমলিন তার উপস্থিতি নিশ্চিত করার প্রচেষ্টাকে দ্বিগুণ করতে পারে। এবং মস্কো তার সামরিক অভিযানকে সমর্থন করার জন্য তার রিজার্ভ পুল থেকে ৩০০,০০০ সেনা নিয়ে আসার কথা ঘোষণা করে দেওয়ার পর মনে হচ্ছে রুশরা দুর্বলতার অবস্থান থেকে কিয়েভের সঙ্গে আলোচনার জন্য কোনও তাড়াহুড়ো করছে না।
মতামত লেখকের নিজস্ব।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.