Expert Speak Raisina Debates
Published on Sep 08, 2022 Updated 3 Days ago

প্রশিক্ষণের পাশাপাশি ভারতীয় সশস্ত্র বাহিনীর নেটকেন্দ্রিক মিশনের জন্য ক্ষুদ্র উপগ্রহপুঞ্জের প্রয়োজন।

একটি ক্ষুদ্র উপগ্রহপুঞ্জ নির্মাণে ভারতের প্রয়াস
একটি ক্ষুদ্র উপগ্রহপুঞ্জ নির্মাণে ভারতের প্রয়াস

ভারতীয় সেনাবাহিনীর (আইএ) একটি ক্ষুদ্র স্যাটেলাইটের প্রয়াস কোর অফ সিগন্যালস-এর (সিওএস) আধিকারিকদের পাশাপাশি মিলিটারি কলেজ অফ টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং (এমসিটিই)-এ আইএ এবং ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) ও ভারতীয় নৌবাহিনীর (আইএন) মতো অন্য দু’টি সশস্ত্র ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকদের প্রশিক্ষণের জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পিপলস রিপাবলিক অব চায়নার (পিআরসি) এসএমস্যাট সুপার কনস্টেলেশন গুয়োংয়ের সমতুল্য একটি নির্দিষ্ট স্যাটেলাইটপুঞ্জ (এসএমস্যাট) তৈরি করতে মোদী সরকারের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হবে। এর পাশাপাশি ‘…স্যাটেলাইট নকশা, কমিউনিকেশনস পে লোড নকশা, উৎপাদন, একত্রিতকরণ এবং স্যাটেলাইটের বৈতিক ও যান্ত্রিক ব্যবস্থাগুলির পরীক্ষা’র মতো ক্ষেত্রে একটি এসএমস্যাট ব্যবহার করার মাধ্যমে সিওএস অফিসারদের অবিরাম প্রশিক্ষণ দেওয়ার আইএ-র প্রশংসনীয় চেষ্টা সত্ত্বেও বিশেষত আইএ এবং আইএন ও আইএএফ-এর প্রয়োজন এমন কিছুর, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গ্লোবাল ইনফরমেশন গ্রিডের (জিআইজি) সমতুল্য হবে। ট্রান্সফরমেশনাল স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের (টিস্যাট) পাশাপাশি জিআইজি লিও-র এসএমস্যাট -সহ ভূ-সমলয় কক্ষপথে (জিওস্টেশনারি অরবিটে, জিও) স্যাটেলাইটগুলিকে সংযুক্ত করে এবং সুরক্ষিত স্যাটেলাইট সংযোগ সুনিশ্চিত করে, যা আবার টেরিস্ট্রিয়াল নোডের সঙ্গে সংযুক্ত থাকে। টিস্যাট হল পূর্ববর্তী স্যাটেলাইট আর্কিটেকচার সিস্টেম থেকে সরে এসে এক নতুন পদক্ষেপ যার মধ্যে আছে ‘…সুইচিং প্রযুক্তির শঙ্কর মিশ্রণ (আরএফ সার্কিট, অপটিক্যাল সার্কিট এবং প্যাকেট সুইচিং’। এটি আমেরিকানদের অগ্রগতির এক উদাহরণ যা টিস্যাটের সূচনার আগে বিদ্যমান একচেটিয়া সার্কিটভিত্তিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার বিপরীত পথে হেঁটে ইন্টারফেস এবং সামরিক মিশনের বিস্তৃত পরিসরের জন্য সমর্থন জোগায়। মার্কিন সামরিক বাহিনীর পূর্ববর্তী স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার তুলনায় একটি জিআইজি-টিস্যাট ক্ষমতা অর্জনের বিভিন্ন সুবিধা রয়েছে। আগের ব্যবস্থায় যেখানে একাধিক মিশনকে একটি নির্দিষ্ট বা পৃথক স্যাটেলাইট সমর্থন জোগায় এবং যা একটি নেটওয়ার্ক বা সমন্বিত ক্ষমতা ছিল, সেখানে টিস্যাট একই সঙ্গে একাধিক মিশনের প্রতিনিধিত্ব করে। জিআইজি-টিস্যাট ব্যবস্থার মতো নেটওয়ার্ককেন্দ্রিক কার্যকলাপগুলির দক্ষ এবং কার্যকর পরিচালনার জন্য একটি বিশেষ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা তৈরিতে এসএমস্যাট মুখ্য ভূমিকা পালন করবে।

ট্রান্সফরমেশনাল স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের (টিস্যাট) পাশাপাশি জিআইজি লিও-র এসএমস্যাট-সহ ভূ-সমলয় কক্ষপথে (জিওস্টেশনারি অরবিটে, জিও) স্যাটেলাইটগুলিকে সংযুক্ত করে এবং সুরক্ষিত স্যাটেলাইট সংযোগ সুনিশ্চিত করে, যা আবার টেরিস্ট্রিয়াল নোডের সঙ্গে সংযুক্ত থাকে।

যদিও সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশনস-এর (আইটিএআর) ফলে পিআরসি (চিন) সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। তবে আইটিএআর চিনাদের এসএমস্যাট-সহ গুয়োং লিও সুপার স্যাটেলাইট কনস্টেলেশন গড়ে তোলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করা থেকে বিরত করতে পারেনি। গুয়োং স্যাটেলাইট কনস্টেলেশনটি সম্ভবত লিওতে স্থাপিত একটি ১৩,০০০-শক্তিশালী স্যাটেলাইট নেটওয়ার্ক হয়ে উঠতে পারে। যদিও গুয়োং একটি সুসংহত এবং কার্যকর লিও নেটওয়ার্ক হয়ে উঠতে সময় নেবে যা লিও থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সংযোগ ব্যবস্থার চাহিদা পূরণ করবে। জিআইজি-টিস্যাট দ্বারা সমর্থিত সত্যিকারের নেটকেন্দ্রিক বাহিনী তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্র পিআরসি-র তুলনায় বেশ এগিয়ে থাকলেও পিআরসি ভারতের তুলনায় একই পরিপ্রেক্ষিতে বেশ কিছুটা এগিয়ে থেকে শুরু করতে পারবে। কারণ তারা এখন স্পেস গ্রাউন্ড ইন্টিগ্রেটেড ইনফরমেশন নেটওয়ার্কের (এসজিআইআইএন) সূচনা করেছে। এসজিআইআইএন হল পিআরসি-র ১৩তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে একটি উল্লেখযোগ্য প্রকৌশলী উদ্যোগ। যদিও পিআরসি-র স্পেস-টু-গ্রাউন্ড নেটওয়ার্কের জন্য যথেষ্ট প্রতিকূলতা সামনে রয়েছে। কারণ এটি বৈচিত্র্যময় মহাকাশযানের একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করতে, আন্ত-স্যাটেলাইট সংযোগের মন্থরতা হার হ্রাস করতে, স্যাটেলাইট-টু-গ্রাউন্ড লিঙ্ক এবং স্যাটেলাইট এবং ট্রান্সমিশন লিঙ্কের নোডগুলির মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত করতে বাধার সম্মুখীন হয়।

এ ছাড়াও চিনের এসএমস্যাট উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। চায়না অ্যাকাডেমি অফ স্পেস টেকনোলজি (কাস্ট) উত্তর চিনের তিয়ানজিন উৎপাদন কেন্দ্রে বছরে ২০০টি এসএমস্যাট উৎপাদন করতে সক্ষম। এর চেয়ে এক ধাপ এগিয়ে পিআরসি-র অগ্রগণ্য ক্ষেপণাস্ত্র নির্মাণকারী সংস্থা চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশনের (সিএএসআইসি) বিপুল উত্পাদনশীলতার ফলস্বরূপ বছরে আরও ২৪০টি এসএমস্যাট উত্পাদন করা সম্ভব। এর ফলস্বরূপ পিআরসি এমন একটি স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপন করতে সক্ষম হবে, যা জিওস্টেশনারি স্যাটেলাইটকে লিও-ভিত্তিক সংযুক্ত করে অদূর ভবিষ্যতে না হলেও, নিশ্চিত ভাবেই মাঝারি থেকে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারতের যে কোনও উদ্যোগকে উল্লেখযোগ্য ভাবে ছাপিয়ে যেতে সক্ষম। প্রকৃতপক্ষে এসজিআইআইএন-এর অংশ রূপে চিনের প্রধান লক্ষ্য হল সব কক্ষপথে বিদ্যমান স্যাটেলাইটগুলির সঙ্গে ভূখণ্ডের কেন্দ্রগুলির মধ্যে সংযোগ স্থাপন করা। একমাত্র এই উপায়েই পিআরসি-র কৌশলবিদরা পিএলএ-র সমস্ত পরিষেবা শাখাগুলির নেটওয়ার্ক কেন্দ্রিক কার্যকলাপ বহাল রাখতে পারবে।

এর চেয়ে এক ধাপ এগিয়ে পিআরসি-র অগ্রগণ্য ক্ষেপণাস্ত্র নির্মাণকারী সংস্থা চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশনের (সিএএসআইসি) বিপুল উত্পাদনশীলতার ফলস্বরূপ বছরে আরও ২৪০টি এসএমস্যাট উত্পাদন করা সম্ভব।

অন্য দিকে ভারত ইলেকট্রনিক ইন্টেলিজেন্স (ইএলআইএনটি), কমিউনিকেশনস ইন্টেলিজেন্স (সিওএমএমআইএনটি) এবং স্পেস-ভিত্তিক ট্র্যাকিংয়ের মতো ক্ষেত্রগুলিতে বেঙ্গালুরুতে ডিফেন্স স্পেস এজেন্সি (ডিএসএ) প্রতিষ্ঠার মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবুও এই অগ্রগতি একটি এসজিআইআইএন বা জিআইজি-টিস্যাট ধরনের নেটকেন্দ্রিক সক্ষমতা বিকাশের প্রয়োজনীয়তার জন্য যথেষ্ট নয়। ভারতের স্পেস স্টার্ট-আপ এবং মিডিয়াম-স্কেল ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজগুলি (এমএসএমই) শক্তিশালী হয়েছে, যা তাদের বিভিন্ন ওজনের এসএমস্যাট নির্মাণ ক্ষমতা প্রদান করেছে, যেমনটা সারণি ১-এ তুলে ধরা হল।

সারণি ১

স্যাটেলাইটের ধরন ওজন
মিনি স্যাটেলাইট ১০০-১৮০ কিলোগ্রাম
মাইক্রো স্যাটেলাইট ১০-১০০ কিলোগ্রাম
ন্যানো স্যাটেলাইট ১-১০ কিলোগ্রাম
পিকো স্যাটেলাইট ০.০১-১ কিলোগ্রাম
ফেমটো স্যাটেলাইট ০.০০১-.০.০১ কিলোগ্রাম

বিশেষ করে এসএমস্যাট বিভাগে স্যাটেলাইটগুলির নির্মাণ এবং উৎক্ষেপণ খরচ ভারতে  আজও অনেকটাই কম, যা ভারতের এসএমস্যাট দক্ষতাকে কাজে লাগাতে সমষ্টিগত ভাবে নিবেদিত কৌশলের ধারণা তৈরি করার জন্য প্রতিরক্ষা মন্ত্রক এবং সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে একটি প্রণোদনার কাজ করবে। এটিকে এগিয়ে নিয়ে যেতে এসজিআইআইএন-এর মতো সক্ষমতা অর্জনের একটি সর্বাত্মক উদ্যোগ দরকার যা নেটওয়ার্ক-কেন্দ্রিক কর্মসূচি পরিচালনা করার জন্য ভারতীয় সামরিক বাহিনীর তিনটি শাখার ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করবে। এসজিআইআইএন-এর মতো একটি ব্যবস্থা গড়ে তোলার জন্য শুধু মাত্র এসএমস্যাটই একমাত্র মহাকাশযান নয় এবং এসএমস্যাটের প্রাথমিক কক্ষপথ লিও-ই একমাত্র উপায় নয়, বরং বিবিধ কক্ষপথে থাকা মাঝারি থেকে ভারী স্যাটেলাইটগুলিও সমান কার্যকরী। এই প্রচেষ্টার জন্য বৃহত্তর বাজেট বরাদ্দের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপেরও প্রয়োজন। অন্যথায় সামরিক বাহিনী তাদের অপরিহার্য অথচ কঠিন লক্ষ্য অর্জনে অসমর্থ হবে।

মতামত লেখকের নিজস্ব।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.