Published on Jul 27, 2023 Updated 0 Hours ago
বসুধৈব কুটুম্বকম – সমসাময়িক কৌশলগত বাস্তবতার নিরিখে ভারতের প্রাচীন চিন্তাধারার প্রাসঙ্গিকতা
বসুধৈব কুটুম্বকম – সমসাময়িক কৌশলগত বাস্তবতার নিরিখে ভারতের প্রাচীন চিন্তাধারার প্রাসঙ্গিকতা

২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ দ্বারা ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস  হিসাবে স্বীকৃতি দেওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা – ভারতের নেতৃত্বাধীন এই প্রস্তাবে বহুসংখ্যক পৃষ্ঠপোষক দেশও সমর্থন জানায়। এই পরিপ্রেক্ষিতে আমাদের ধারণার প্রাচীন সম্পদগুলিকে সক্রিয় করে তোলা এবং প্রতিটি পরিসরে একটি ভারতীয় আখ্যান নির্মাণে তাদের ব্যবহারিক এবং কৌশলগত ব্যবহারের সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য মাথায় রেখেই ২০১৯ সালের জানুয়ারি মাসে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (ভিআইএফ), ইন্ডিয়ান কাউন্সিল অব ফিলজফিক্যাল রিসার্চ (আইসিপিআর) এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর (আইসিসিআর) সহযোগিতায় ‘বসুধৈব কুটুম্বকম: সমসাময়িক কৌশলগত বাস্তবতার নিরিখে ভারতের প্রাচীন চিন্তাধারার প্রাসঙ্গিকতা’ বিষয়ে একটি দুই দিন ব্যাপী জাতীয় সেমিনারের আয়োজন করে। এই সেমিনারের আলোচনাগুলি সংশ্লিষ্ট সম্পাদিত গ্রন্থের আকারে প্রকাশ করা হল, যার মধ্যে রয়েছে ভারতীয় সভ্যতার অবদানের বিভিন্ন দিক এবং আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি এবং ভারতের কূটনৈতিক ক্ষমতার প্রক্ষেপণে সেগুলির প্রাসঙ্গিকতা সম্পর্কে বিশিষ্ট পণ্ডিত, কূটনীতিক এবং কৌশলগত চিন্তাবিদদের রচনা। এটি দর্শন, ইতিহাস, রাজনৈতিক চিন্তাভাবনা, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি এবং ভারতের কৌশলগত সংস্কৃতির পাঠকদের আগ্রহী করে তুলবে।


এই ভাষ্যটি প্রথম বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এ প্রকাশিত হয়েছিল।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.