Published on Mar 08, 2023 Updated 1 Days ago
থিঙ্ক২০ ইন্ডিয়া ইনসেপশন কনফারেন্স | বিশেষ ভাষণ: সুমন বেরি

নীতি আয়োগ–এর ভাইস চেয়ারম্যান সুমন বেরি নয়াদিল্লিতে থিঙ্ক২০ ইন্ডিয়া ইনসেপশন কনফারেন্স–এ তাঁর ভাষণে বিশ্ব আজ যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে সেগুলির, এবং একটি নতুন বৃদ্ধির মডেলের দাবির কথা, পুনর্ব্যক্ত করেছেন৷ আমরা যে সমস্যাগুলির মুখোমুখি হচ্ছি তা বিশ্বের কাছে ব্যাখ্যা করা এবং একটি নতুন বৃদ্ধির দৃষ্টান্তের উপাদানগুলিকে পুনরায় সংজ্ঞায়িত করার জন্য ভারতের কাছে নেতৃত্ব দেওয়ার সুযোগ ‌ও বাধ্যবাধকতা দুটোই রয়েছে। বর্তমান বিশ্বব্যবস্থার প্রবাহের কারণে অনেক পুরনো নীতি, যেগুলি অনেক দেশের প্রিয় ছিল, সেগুলি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এবং তার ফলে একটি জিরো–সাম গেম (‌যেখানে একজনের লাভ অন্যজনের ক্ষতির সমান, ফলে সামষ্টিকভাবে কোনও সম্পদ সৃষ্টি হয় না)‌ হয়েছে।

তাঁর মতে বিশ্বের সামনে দুটি প্রধান বিঘ্নকারী ও বাধা রয়েছে, যেগুলির সমাধান একটি ‘শক্তিশালী, স্থিতিস্থাপক, ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক’‌ বৃদ্ধির জি২০ প্রদত্ত মৌলিক প্রতিশ্রুতিগুলি পূরণ করার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত, জলবায়ু অতিক্রমণের সামষ্টিক অর্থনীতি, এবং তা ইতিবাচক না নেতিবাচক হবে, তার মূল্যায়ন । দ্বিতীয়ত, ‘বৃহৎ শক্তিগুলি’‌র মধ্যে তাদের নিজেদের লাভের জন্য অর্থনৈতিক পারস্পরিক নির্ভরতাকে অস্ত্রে পরিণত করার ক্রমবর্ধমান প্রবণতা, যার পরিণতিতে বৈশ্বিক অর্থনৈতিক ও শক্তি সম্পর্ক অসম হচ্ছে। এবং সেই কারণেই ভূ–রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলো যাতে ‘‌বিগার দাই নেবার’‌ (‌আমদানি কমিয়ে ও রফতানি বাড়িয়ে দেশীয় অর্থনীতিকে সুরক্ষা দেওয়া)‌ দৃষ্টিভঙ্গি গ্রহণ না–করে, তা নিশ্চিত করা একটি সাধারণ ও সমন্বিত প্রতিক্রিয়া গঠনের জন্য মৌলিক প্রয়োজন।

জনগণের একটি বিস্তৃত গোষ্ঠীর কাছে ভারতের পৌঁছে যাওয়ার প্রশংসা করে, এবং জি২০ প্রেসিডেন্সি চলাকালীন প্রধান অগ্রাধিকারগুলির উপর বিতর্ককে ভারতের উদ্দীপিত করার সক্ষমতাকে উৎসাহিত করে, তিনি আশা প্রকাশ করেছিলেন যে থিঙ্ক–২০–র আলোচনাগুলি শুধু বছরের শেষে নেতাদের মধ্যে বৈঠকের জমি তৈরি করে দেবে না, সেইসঙ্গেই তা প্রদত্ত দায়িত্বের বাইরে আরও বিস্তৃত হবে এমন সম্ভাবনাও আছে। এই চাপের সময়ে নেতৃত্ব নেওয়ার জন্য বিশ্ব যখন ভারতের দিকে তাকিয়ে আছে, সেই সময় ভারত বর্তমান সঙ্কটগুলির সমাধান খুঁজে বের করতে, তা নিয়ে বিতর্ক করতে, এবং একটি নতুন বৃদ্ধির মডেল কেমন হবে তা নিয়ে বিভ্রান্তি দূর করতে থিঙ্ক২০–র দিকে তাকিয়ে আছে বলেও তিনি উল্লেখ করেছেন।

এখানে here  সম্পূর্ণ ভাষণ শুনুন


এই ইভেন্ট রিপোর্টটি শিবম শেখাওয়াত, গবেষণা সহকারী, ওআরএফ, দ্বারা সংকলিত।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.