Author : Samir Saran

Published on Mar 07, 2023 Updated 1 Days ago
টি২০ ইন্ডিয়া ইনসেপশন কনফারেন্স | বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা

স্পটলাইট: দীপক মিশ্র, সভাপতি, টাস্ক ফোর্স ৫ এবং পরিচালক ও প্রধান নির্বাহী, আইসিআরআইইআর, ভারত

বক্তা:

ডেনিস জে স্নোয়ার, প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, গ্লোবাল সলিউশনস ইনিশিয়েটিভ, জার্মানি
বামবাং পি এস ব্রডজোনেগোরো, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়, ইন্দোনেশিয়া
ফুকুনারি কিমুরা, প্রধান অর্থনীতিবিদ, ইআরআইএ, জাপান
ভেরা হেলেনা থরস্টেনসেন, প্রধান, সেন্টার ফর গ্লোবাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট স্টাডিজ, এফজিভি, ব্রাজিল
গুলবিন শাহিনবেয়োগ্লু, কেন্দ্র পরিচালক, ইকনমিক ডেটা অ্যানালিসিস সেন্টার, টিইপিএভি, তুরস্ক

সভাপতি: ইয়োস রিজাল দামুরি, নির্বাহী পরিচালক, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস), ইন্দোনেশিয়া

চাহিদা–সরবরাহের অমিল, জ্বালানি ও খাদ্যের দাম সহ পণ্যমূল্যের বৃদ্ধি বেশ কয়েকটি জি২০ দেশে মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে দিয়েছে। জি২০ কীভাবে এই ঝুঁকি প্রশমনে একটি ব্যবস্থাগত পদ্ধতি গ্রহণ করতে সামষ্টিক অর্থনৈতিক দুর্বলতা ও ভূ–রাজনৈতিক প্রভাব সহ বড় বৈশ্বিক ঝুঁকিগুলির পর্যবেক্ষণ চালিয়ে যেতে পারে? মুদ্রাগত ও আর্থিক তাড়নার অস্বাভাবিক স্তরের পরিপ্রেক্ষিতে জি২০ কীভাবে পদ্ধতিগত কাঠামোগত রূপান্তর (সবুজ ও ডিজিটাল সহ) ঘটাতে এগিয়ে আসতে পারে, ঝুঁকিবর্ধক বৈষম্য হ্রাস করতে পারে, এবং ভবিষ্যতের অর্থনৈতিক ধাক্কাগুলির জন্য সরবরাহ–শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বাড়াতে পারে?

দীপক মিশ্র বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর পূর্ণাঙ্গ অধিবেশনের মঞ্চটি প্রস্তুত করেন। তিনি উল্লেখ করেন যে ভারতের জি২০ প্রেসিডেন্সি এসেছে গোষ্ঠীটির যথেষ্ট বাহ্যিক সংশয়বাদের সময়ে, কারণ বিশ্ব অর্থনীতি খারাপ অবস্থায় রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন যে বৈশ্বিক বৃদ্ধির হার সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এবং সময়ের সঙ্গেসঙ্গে মন্দা আরও প্রকট হয়ে উঠেছে। সেই অনুযায়ী অনেক দেশ নজিরবিহীন আর্থিক ও রাজস্বনীতি গ্রহণ করেছে, যার ফলে সরকারি ক্ষেত্রের ঋণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উদীয়মান অর্থনীতিগুলিতে ঋণ বৃদ্ধির হার অনেক বেশি।

জি২০ প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন যে জি২০ কি অনবধানতাবশত অত্যধিক সমলয়ের দিকে চালিত করেছে? আধুনিক মুদ্রানীতি কি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রভাবের জন্য দায়ী? জাতীয় পণ্যমূল্য স্থিতিশীলতা তহবিলগুলির ক্ষেত্রে আরও ভাল সমন্বয় ও স্বচ্ছতার সুযোগ আছে কি? মধ্য আয়ের দেশগুলিকে কি ঋণের সাধারণ কাঠামোতে অন্তর্ভুক্ত করা উচিত এবং সেখানে কি জি২০–জুড়ে নিরাপত্তা জাল, যেমন জি২০ সোয়াপ লাইন, থাকা উচিত?

এরপর ইয়োস রিজাল দামুরি বর্তমানে বিশ্ব যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তার বর্ণনা দেন এবং বৈশ্বিক পুনরুদ্ধার কর্মসূচিতে এর প্রভাবের বিষয়টি তুলে ধরেন। তিনি ডেনিস জে স্নোয়ারকে জিজ্ঞাসা করেন যে সদস্য দেশগুলির মধ্যে বৈচিত্র্যপূর্ণ ভিন্নতার সেতুবন্ধন করতে ভারতের প্রেসিডেন্সি কী করতে পারে, যার উত্তরে তিনি বলেন যে ভারতীয় জি২০ প্রেসিডেন্সির অনন্য সুযোগ রয়েছে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে, প্রচলিত আর্থিক ও রাজস্ব নীতি থেকে ‘অভিযোজন নীতি’‌তে সরে যাওয়ার ক্ষেত্রে, এবং এই ধারণাটি প্রচার করার ক্ষেত্রে যে আমাদের একটি বৈশ্বিক সম্প্রদায় হিসাবে একজোট হওয়া দরকার।

বামবাং পি এস ব্রডজোনেগোরো অস্থির স্বাভাবিকীকরণের পরিণতি কমাতে জি২০ কী করতে পারে, এবং ভারতের প্রেসিডেন্সি আরও ভাল প্রস্থান কৌশল নিয়ে আসতে পারে কি না সে সম্পর্কে কথা বলেন। তিনি বলেন যে বিশ্বব্যাপী আর্থিক সংকট থেকে পুনরুজ্জীবন অতিমারি থেকে পুনরুদ্ধারের থেকে পৃথক, বিশেষ করে চাহিদার ক্ষেত্রে। তিনি বলেন জি২০ সদস্যদের উৎপাদন ও অর্থনীতির সরবরাহের দিকটিরও মোকাবিলা করা উচিত, এবং সরবরাহ শৃঙ্খলের ব্যাঘাত ও কর্মীদের সীমাবদ্ধতা সমস্যা–সহ সরবরাহের দিকের বাধাগুলি কীভাবে অতিক্রম করা যায় তা–ও দেখতে হবে।

গুলবিন শাহিনবেয়োগ্লু ঋণের যন্ত্রণা এবং সে বিষয়ে জি২০ যে সম্ভাব্য সমাধান দিতে পারে তা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে উন্নত অর্থনীতিতে মুদ্রা ও রাজস্ব নীতির পদক্ষেপগুলির দা‌য়িত্বশীল হওয়া উচিত, এবং রাজস্ব নীতি ব্যবস্থাগুলির ইতিমধ্যেই উচ্চ মূ্ল্যস্ফীতির চাপকে আরও বাড়িয়ে তোলা উচিত নয়। তিনি বলেছিলেন যে রাজস্ব ব্যয় অগ্রাধিকারগুলি পুনরায় নির্দিষ্ট করা যেতে পারে, এবং গৃহীত ব্যবস্থাগুলির অরক্ষিত অর্থনীতিগুলির জন্য আর্থিক জায়গা তৈরি করা উচিত। ঋণের জন্য জি২০ সাধারণ কাঠামোটির পুনর্নবীকরণ, আরও স্বচ্ছ করা এবং মধ্য আয়ের দেশগুলিতে এর প্রসারণ প্রয়োজন।

ফুকুনারি কিমুরা বৈশ্বিক সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থনৈতিক বিযুক্তিকরণ সম্পর্কে প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন বাণিজ্য ও উন্নয়ন এবং একটি নিয়মভিত্তিক বাণিজ্য ব্যবস্থা। তিনি নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের পরিবর্তিত প্রকৃতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সেগুলির প্রভাবের বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেছেন যে বিশ্ব সরবরাহ শৃঙ্খলের আংশিক বিযুক্তিকরণ প্রত্যক্ষ করবে, কিন্তু সম্পূর্ণ বিযুক্তিকরণ নয়।

ভেরা থরস্টেনসেন জি২০ আন্তর্জাতিক বাণিজ্য ও শাসন সমস্যার সমাধান দিতে পারে কি না সে বিষয়ে কথা বলেছেন। তিনি নতুন ক্ষেত্রে ভর্তুকি ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার বিষয়েও কথা বলেন। সেই সময় তিনি বলেন যে উন্নয়নশীল দেশগুলির নতুন বাণিজ্য ব্যবস্থা গঠনে মূল ভূমিকা পালন করা উচিত। থরস্টেনসেন এ কথাও বলেন যে একাধিক–পাক্ষিক উদ্যোগগুলি যেমন গুরুত্বপূর্ণ, নির্দেশিকা তৈরি করে চুক্তিগুলির রূপান্তরও তেমনই গুরুত্বপূর্ণ।

তাঁদের সমাপনী বক্তব্যে বক্তারা জি২০ প্রক্রিয়ায় থিঙ্ক২০ (টি২০)–র ভূমিকা এবং কীভাবে একে আরও কার্যকর করা যায় তা তুলে ধরেন। বামবাং বলেন যে টি২০–র উচিত সরকারকে স্থিতিশীলতা এবং ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়ার কথা মনে করিয়ে দেওয়া। স্নোয়ার বলেছেন টি২০-র জি২০–কে বৈশ্বিকভাবে সমস্যা সমাধানের পরামর্শ দেওয়া উচিত, জাতীয়ভাবে নয়। কিমুরা উল্লেখ করেন যে টি২০ ও জি২০–র উচিত জি৭–কে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করা এবং সক্রিয় বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা। গুলবিন বলেন টি২০–র উদ্ভাবন ফোরাম হিসাবে কাজ করা এবং অবদান রাখার জন্য স্বাধীনভাবে চিন্তা করা উচিত। থরস্টেনসেন বলেন টি২০ সীমাবদ্ধ নয়, এবং বাণিজ্য বিযুক্তিকরণের পরামর্শ দেওয়া উচিত নয়। দামুরি আলোচনা শেষ করেন এই বলে যে জি২০–কে আমাদের প্রয়োজন, এবং প্রক্রিয়াটিকে আরও অর্থবহ করার দায়িত্ব আমাদের।

এখানে  সম্পূর্ণ অধিবেশন দেখুন।


এই ইভেন্ট রিপোর্টটি তৈরি করেছেন উর্বি টেম্বে, সহযোগী ফেলো, ওআরএফ।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.

Author

Samir Saran

Samir Saran

Samir Saran is the President of the Observer Research Foundation (ORF), India’s premier think tank, headquartered in New Delhi with affiliates in North America and ...

Read More +