Published on Apr 21, 2023 Updated 0 Hours ago
ক্রমবর্ধমান নিরাপত্তা এবং প্রতিরক্ষা পরিসর হিসাবে মহাবিশ্ব: সাইবার ব্যাঘাত সংক্রান্ত কৌশলগত শিক্ষা

এই প্রতিবেদনটি রাইসিনা ফাইলস ২০২৩ সিরিজের অংশ


বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান সংখ্যক রাষ্ট্র সাম্প্রতিক বছরগুলিতে তাদের মূল সুরক্ষা এবং প্রতিরক্ষা নীতি কর্মসূচিগুলির মূলধারায় মহাকাশকে নিয়ে আসছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণের দিন সাইবার আক্রমণের জন্য প্রকাশ্যে রাশিয়াকে দায়ী করা হয়েছিল, যা যোগাযোগ বিপর্যয়ের সৃষ্টি করে, এবং মহাকাশের কৌশলগত সুরক্ষা এবং প্রতিরক্ষার দিকগুলির প্রতি আরও বেশি করে মনোযোগ দিতে বাধ্য করে। এ হেন কার্যকলাপকে দ্রুতই ‘একটি সতর্ককারী’ ঘটনা বলে আখ্যায়িত করা হয়।(১)

আক্রমণটি ভিয়াস্যাট-এর কেএ-এসএটি স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতাকে বিনষ্ট করে, যা শুধুমাত্র ইউক্রেনেই নয়, ইউরোপের অন্যান্য অংশের নাগরিকদের কাছে ইন্টারনেট পরিষেবা সরবরাহে ব্যাঘাত ঘটায়।(২)  ইউক্রেনীয় সেনা-নেতৃত্ব এবং তাদের নিয়ন্ত্রণ ব্যাহত করার আপাত উদ্দেশ্য থাকা সত্ত্বেও বাণিজ্যিক স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্কগুলির বিরুদ্ধে এ হেন আক্রমণের রেশ ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে।

ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ এটি সরকার এবং সামরিক লক্ষ্যগুলিকে প্রভাবিত করার পাশাপাশি নাগরিক লক্ষ্য অর্থাৎ, ইউক্রেনীয় জনসংখ্যা এবং সংঘাতের অঞ্চলের বাইরে ইউরোপের অন্যান্য অংশের মানুষকেও প্রভাবিত করেছিল।(৩) এটি টেলিযোগাযোগ ব্যবস্থাকে প্রভাবিত করেছে, ইন্টারনেটে লভ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং শক্তির পরিকাঠামোকে বিপর্যস্ত করেছে, প্রাথমিকভাবে জার্মানির উইন্ড ফার্ম বা বায়ু খামারগুলির ক্ষেত্রে। সংঘাতের সময় ইউক্রেনের নাগরিক জনসংখ্যাকে নির্ভরযোগ্য তথ্য পেতে দেওয়া হয়নি এবং ইইউ অসামরিক নাগরিকরা সংঘাত অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়া প্রভাবের কারণে প্রভাবিত হন।(৪) ২০২২ সালের মে মাসে এলন মাস্ক টুইট করেছিলেন যে, স্পেসএক্সের স্টারলিঙ্ক স্যাটেলাইটগুলি এখনও পর্যন্ত রুশ হ্যাকিং প্রচেষ্টাকে প্রতিহত করে চলেছে এবং তাদের প্রচেষ্টাও বৃদ্ধি পাচ্ছে।(৫)

শান্তি এবং সংঘাতের সময় মহাকাশভিত্তিক নিরাপদ সংযোগের অন্বেষণ ধারাবাহিকভাবে চলছে এবং জোরদার হচ্ছে

এই ধরনের ঘটনা এবং উস্কানি সত্ত্বেও এ কথা সকলেই জানেন যে, মহাকাশ এবং সাইবার পরিসরগুলির গুরুত্ব ক্রমশ বাড়ছে। প্রকৃত পক্ষে ইউক্রেন আক্রমণের আগে থেকেই মহাকাশের পরিকাঠামোকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে চিহ্নিত করা, তার স্থিতিস্থাপকতা বাড়ানো এবং সংযোগ ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য নানাবিধ প্রচেষ্টা চলেছে। ইউক্রেন যুদ্ধের পূর্ববর্তী সময়ের এ হেন একটি উদাহরণ হল, ইউরোপীয় কমিশনের ২০২০ সালের একটি নির্দেশনার জন্য গুরুত্বপূর্ণ সত্তাগুলির স্থিতিস্থাপকতার উদ্দেশ্যে এমন একটি নির্দেশিকা তৈরি করা যাতে দুর্বলতাগুলি হ্রাস করা যায় এবং ডিজিটাল পরিকাঠামো এবং স্থান-সহ ১০টি চিহ্নিত ক্ষেত্রের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্থা বা পরিকাঠামোর স্থিতিস্থাপকতাকে সশক্ত করা হয়।

বর্তমানে একটি গবেষণা স্পষ্ট দেখিয়েছে যে, কীভাবে প্রতিপক্ষকে মহাকাশ ব্যবহার করতে না দেওয়ার ক্ষমতা আধুনিক যুদ্ধ প্রক্রিয়ার অংশ হয়ে উঠেছে। ইইউ বর্তমানে এ বিষয়ে দু’টি প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করছে: (১) ইউরোপীয় ইউনিয়নের কতগুলি গুরুত্বপূর্ণ পরিকাঠামো মহাকাশ পরিষেবার উপর নির্ভর করে? এবং (২) এই সম্পদ এবং পরিষেবাগুলি কতটা সুরক্ষিত?(৬)  ইইউ-তে এখনও এই প্রশ্নগুলি শুধু যে অমীমাংসিত তাই নয়, যে সব দেশ গত বছরের ঘটনাবলি থেকে ভবিষ্যতের কৌশল নির্ধারণের জন্য শিক্ষা নিতে চায় তাদের সবার জন্যই এগুলি গুরুত্বপূর্ণ। অন্য যেসব সাইবার-সম্পর্কিত কার্যকলাপ নিয়ে  উদ্বেগের কারণ রয়েছে, তার মধ্যে আছে স্যাটেলাইটগুলিকে কক্ষচ্যুত করা, স্থল পরিকাঠামোর সঙ্গে আপস করা এবং স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যাঘাত ঘটানো। জার্মান বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক সম্প্রতি ব্যাখ্যা করেছেন যে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে কর্মকর্তারাও শিখছেন কীভাবে ইউক্রেনের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা ইউক্রেনীয়দের অনলাইনে থাকতে সাহায্য করার জন্য বাণিজ্যিক স্টারলিঙ্ক টার্মিনাল স্থাপন করছে এবং কীভাবে তারা তাদের শক্তি ব্যবস্থায় আক্রমণের মোকাবিলা করেছে।(৭)

অন্যভাবে দেখলে, সাইবার আক্রমণ ঘটলেও সংযোগ বজায় রাখা সুনিশ্চিত করতে আরও স্থিতিস্থাপক পরিকাঠামোর কিছুটা অগ্রগতি হবে। ভিয়াস্যাট আক্রমণের পর গৃহীত বাস্তব পদক্ষেপের কিছু উল্লেখযোগ্য উদাহরণের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি দ্বারা স্যাটেলাইট অপারেটরদের সতর্ক থাকার জন্য একটি পরামর্শ জারি করা, সমস্ত সংস্থাকে রিপোর্ট করার উদ্দেশ্যে তাদের সময়সীমা কম করার জন্য অনুরোধ করা এবং ক্ষতিকারক সাইবার সংক্রান্ত কার্যকলাপের ইঙ্গিত ভাগ করে নেওয়া।(৮) স্যাটেলাইট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ‘সাইবার নিরাপত্তার সর্বোত্তম অনুশীলনের প্রতি প্রতিশ্রুতি’ সংক্রান্ত একটি বিবৃতিও জারি করেছে, যেখানে ‘অপরাধী, সন্ত্রাসী এবং জাতিরাষ্ট্র দ্বারা আক্রমণের বিকাশ’ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি স্যাটেলাইট নেটওয়ার্কগুলির স্থিতিস্থাপকতাকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের জন্য একটি প্রধান উদ্বেগের কারণ বলে গণ্য করা হচ্ছে।(৯) মার্কিন স্পেস ফোর্স সামরিক বাহিনীকে সমর্থন করে এমন বাণিজ্যিক স্যাটকম নেটওয়ার্কগুলিও সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি কর্মসূচি চালু করেছে।(১০)

ইউক্রেনের যুদ্ধের ফলে ত্বরান্বিত হওয়া অন্য উল্লেখযোগ্য উন্নয়নগুলির মধ্যে রয়েছে স্যাটেলাইটের দুর্বলতা সম্পর্কে উচ্চতর সচেতনতার কারণে মহাকাশ শিল্পের সাইবার নিরাপত্তার গুণমানের জন্য আরও জোরালো সওয়াল করার সুযোগ। উদাহরণস্বরূপ বলা যায়, কিছু বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন যে, স্যাটেলাইটের জন্য জার্মান ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি নির্দেশিকা মহাকাশ শিল্পের নিরিখে বৃহত্তর ইউরোপীয় বা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা মানদণ্ডের মডেল হিসেবে কাজ করতে পারে। কারণ এটি বাণিজ্যিক সফটওয়্যার বৃদ্ধি এবং প্রবর্তন করতে সক্ষম।(১১) মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চিন, কানাডা, জার্মানি এবং ইতালির মতো দেশগুলির মহাকাশ সংস্থাগুলির মধ্যে স্পেস ডেটা সিস্টেমের পরামর্শদাতা কমিটির মাধ্যমে অন্যান্য সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে।(১২) স্পেস ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার সাইবার হুমকি সম্পর্কিত তথ্য বিনিময়ের সুবিধাকে সহজতর করে তুলেছে, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সাইবার হুমকি স্যাটেলাইট শিল্পের ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণের সঙ্গেই বিকশিত হয়।(১৩)

আক্রমণের প্রায় এক বছর পর বৈদেশিক বিষয় এবং নিরাপত্তা নীতির জন্য ইইউ-এর উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল মহাকাশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা দিকগুলির প্রেক্ষিতে এই ক্রমবর্ধমান মনোনিবেশের উপর জোর দিতে চাইছেন। তিনি যুক্তি দেন যে, অন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলির মধ্যে (১) মহাকাশের হুমকির সাধারণ বোঝাপড়ার উন্নতি করা, স্থানভিত্তিক ঝুঁকি, হুমকি এবং দুর্বলতাগুলি বিশ্লেষণ করার ক্ষমতা জোরদার করা এবং প্রতিযোগীদের কাউন্টার-স্পেস ক্ষমতা ও উদ্দেশ্যগুলি আরও ভালভাবে বোঝা; এবং (২) মহাকাশ পরিকাঠামো রক্ষা এবং সরবরাহ শৃঙ্খল সুরক্ষা-সহ এটি আরও স্থিতিস্থাপক করে তোলার প্রয়োজন রয়েছে।(১৪)

মহাকাশের কৌশলগত নিরাপত্তা এবং প্রতিরক্ষা দিকগুলির বিশ্বব্যাপী পুনর্মূল্যায়ন: ইউক্রেন আক্রমণের আগে এবং পরের গুরুত্বপূর্ণ দিকগুলি

মহাকাশভিত্তিক নিরাপদ সংযোগ এবং মহাকাশ পরিকাঠামোর স্থিতিস্থাপকতা বাড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতার প্রয়োজন রয়েছে। ক্রমবর্ধমানভাবে রাষ্ট্রগুলি মহাকাশের কৌশলগত সুরক্ষা এবং প্রতিরক্ষার দিকগুলির উপর পুনরায় পরীক্ষা চালাচ্ছে। একগুচ্ছ জাতীয় কৌশল যা এই জাতীয় পুনর্বিবেচনাকে প্রতিফলিত করে সম্প্রতি প্রকাশিত হয়েছে বা তৈরি করা হচ্ছে।

উদাহরণস্বরূপ বলা যায়, মার্কিন সরকার ২০২১ সালের ডিসেম্বর মাসে ‘হোয়াইট হাউস ইউনাইটেড স্টেটস স্পেস প্রায়োরিটিজ ফ্রেমওয়ার্ক’ প্রকাশ করেছে, যেখানে এটি মহাকাশ কার্যক্রমকে দ্রুততর করার বর্তমান ঐতিহাসিক মুহূর্তটির কথা উল্লেখ করা হয়েছে, যার ফলে বিশ্বব্যাপী মহাকাশ পরিচালনার পাশাপাশি  নিরাপদ ও সুরক্ষিত মহাকাশ পরিচালনার জন্য নতুন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।(১৫) দেশটি জাতীয় নিরাপত্তা-সহ তার মহাকাশ ক্ষেত্রগুলিকে শক্তিশালী করতে চায়। এর পাশাপাশি দেশটি স্বীকার করে নিয়েছে যে, পরিসরটি জাতীয় নিরাপত্তার উপর ভিত্তি করে এবং সঙ্কট ও মহাকাশের সক্ষমতা সামরিক বাহিনীকে ক্ষমতা প্রদান করে। মার্কিন যুক্তরাষ্ট্র তাই মহাকাশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা করতে এবং তার মহাকাশ শিল্পভিত্তিতে নিরাপত্তা জোরদার করতে চায়, বিশেষ করে বাণিজ্যিক মহাকাশ শিল্প এবং অন্যান্য বেসরকারি মহাকাশ সংক্রান্ত উদ্যোগী এবং অপারেটরদের সঙ্গে কাজ করার লক্ষ্যে জোর দিয়েছে। আশা করা যায় যে, এটি মহাকাশ ব্যবস্থার সাইবার নিরাপত্তা উন্নত করতে, দক্ষ স্পেকট্রাম লভ্যতা সুনিশ্চিত করতে এবং মহাকাশ শিল্পভিত্তি জুড়ে সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতাকে সশক্ত করতে সাহায্য করবে। মার্কিন যুক্তরাষ্ট্রও তার জাতীয় নিরাপত্তা স্বার্থকে ক্রমবর্ধমান পরিধি এবং মহাকাশ ও কাউন্টারস্পেস হুমকি থেকে রক্ষা করার লক্ষ্যে আসীন। এটিও উল্লেখ করা হয়েছে যে ‘প্রতিযোগী দেশগুলির সামরিক মতবাদ মহাকাশকে আধুনিক যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করে এবং মার্কিন সামরিক কার্যকারিতা হ্রাস করতে ও ভবিষ্যতের যুদ্ধে জয়লাভ করার জন্য একটি উপায় হিসাবে কাউন্টারস্পেস ক্ষমতার ব্যবহারকে দর্শায়।’(১৬) জাতীয় নিরাপত্তা পরিসরে স্থিতিস্থাপকতা বৃদ্ধিজনিত অবস্থানকে তাই কৌশলগত স্থিতিশীলতা অর্জনের অবদান রূপে বর্ণনা করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার অংশের জন্য উচ্চ প্রতিনিধির মাধ্যমে ইউক্রেন আক্রমণের চার দিন আগে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশ করেছিল যে, কীভাবে সাইবার এবং অন্যান্য পরিসরের মতো বাইরের মহাকাশেও ‘প্রতিরক্ষা’র ধ্রুপদি বোঝাপড়ার সংমেল ঘটছে।(১৭) উচ্চ পর্যায়ের আধিকারিকরা ব্যাখ্যা করেছেন যে, মহাকাশকে একটি কৌশলগত পরিসরে পরিণত করার লক্ষ্যে এবং এটি ‘আমাদের ইন্টারনেট, টেলিযোগাযোগ, মানুষ, জাহাজ, বিমান এবং স্থলযানের গতিবিধি-সহ আমাদের দৈনন্দিন কার্যকলাপের এক গুরুত্বপূর্ণ অনুঘটক রূপে স্বীকৃতি’ দিয়ে ইউরোপীয় কমিশন সেই সময়ে প্রতিরক্ষা এবং মহাকাশ নীতি সংক্রান্ত কাজের প্যাকেজ গ্রহণের চেষ্টা চালাচ্ছিল।(১৮) একটি সরকারি মাধ্যমে ইউরোপীয় স্থানভিত্তিক নিরাপদ সংযোগ প্রদানের জন্য নতুন কৌশলগত ইইউ মহাকাশ পরিকাঠামো, অত্যন্ত সুরক্ষিত যোগাযোগ পরিষেবা এবং উচ্চ গতির ব্রডব্যান্ড লভ্যতার পরিষেবা ইন্টারনেটে সর্বজনীন সুবিধা প্রদান এবং ডিজিটাল বিভাজন কমাতে ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টা এ ক্ষেত্রে ইউরোপীয় কৌশলগত স্বায়ত্তশাসনের বর্ধিতকরণকেই অন্তর্ভুক্ত করবে।(১৯) ইইউ-এর কর্মসূচির অংশ হল মহাকাশের নিরাপত্তা ও প্রতিরক্ষা দিকগুলিকে তার কৌশলগত বিন্যাসের সঙ্গে সাযুজ্যপূর্ণ করে পরীক্ষা চালানো, যা নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তির জন্য একটি নতুন পথনির্দেশিকার সঙ্গে সম্পর্কিত এবং গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে তাদের উত্সাহিত করতে ও কৌশলগত নির্ভরতা হ্রাস করতে সহায়ক।(২০)

এ দিকে, ব্রিটেনের প্রথম জাতীয় মহাকাশ কৌশল এবং প্রতিরক্ষা মহাকাশ কৌশল জাতি ও প্রতিরক্ষার জন্য পরিসরের গুরুত্বের উপর জোর দেয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটেনের প্রতিরক্ষা দফতরের সেক্রেটারি অফ স্টেট ব্যাখ্যা করেছিলেন যে, কীভাবে ‘প্রাত্যহিক জীবন মহাকাশের উপর নির্ভরশীল এবং সশস্ত্র বাহিনীর জন্য, মহাকাশ অত্যাবশ্যক, যুদ্ধজয়ী প্রযুক্তির উপর ভিত্তি করে থাকে। মহাকাশ থেকে আমরা গ্লোবাল কমান্ড ও কন্ট্রোল, যোগাযোগ, বুদ্ধিমত্তা, নজরদারি এবং নিরীক্ষণ, নির্ভুল নেভিগেশন এবং আরও অনেক কিছু সরবরাহ করতে পারি। প্রতিপক্ষরা এই নির্ভরতা সম্পর্কে অবগত এবং আমাদের কৌশলগত স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ দুর্বলতাগুলিকে কাজে লাগাতে সক্ষম৷’(২১) মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ব্রিটিশ সরকারও এটিকে প্রতিরক্ষার জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে দর্শিয়েছে, যা মহাকাশ পরিসরে দ্রুত কার্যকর হওয়ার লক্ষ্য রাখে।(২২)

আক্রমণের এক বছর পর থেকে ইইউ-এর উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেলও অতীতে ফিরে গিয়ে ব্যাখ্যা করেছেন যে, ‘শুধুমাত্র পরিবহণ, তথ্যপ্রযুক্তি, টেলিকম বা গবেষণার জন্যই নয়, বরং একই সঙ্গে মূল নিরাপত্তা ও প্রতিরক্ষার সম্পর্কগুলির উপরেও আমাদের জীবন নির্ভরশীল। এর পাশাপাশি আমরা পৃথিবীতে যে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা প্রত্যক্ষ করি, তা মহাকাশে প্রক্ষিপ্ত হয়, যার ফলে ক্রমবর্ধমান হুমকি আমাদের নিরাপত্তাকে প্রভাবিত করে।(২৩) তিনি আরও বলেন যে, সাইবার সংক্রান্ত দিকগুলিকে অবশ্যই অপ্রশমিত ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রূপে বিবেচনা করা উচিত।(২৪) ইউক্রেন যুদ্ধ নিরাপত্তার পরিপ্রেক্ষিতে মহাকাশ সম্পদ এবং পরিষেবার গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরেছে। কারণ উপগ্রহ চিত্র এবং যোগাযোগ ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ও নাগরিকদের জন্য তথ্য ও পরিস্থিতিগত সচেতনতা প্রদানের মাধ্যমে একইভাবে একটি ‘গেম-চেঞ্জার’ বা ‘বাঁক বদলকারী’ ঘটনা হিসেবে উঠে এসেছে।(২৫) অন্যভাবে দেখলে, বোরেলের মতে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ইইউকে ‘মহাকাশ-সহ সুরক্ষা এবং প্রতিরক্ষা বাড়ানোর জন্য অতিরিক্ত প্রেরণা’ জুগিয়েছে এবং এটি বর্তমানে মহাকাশ সুরক্ষা এবং প্রতিরক্ষা সম্পর্কিত একটি নতুন কৌশল নিয়ে কাজ করছে, যা ২০২৩ সালের মার্চ মাসে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।(২৬)

মহাকাশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা দিকগুলির পুনর্মূল্যায়নে ইইউ অবশ্যই একা নয়। ২০২২ সালের মে মাসে ‘সমালোচনামূলক এবং উদীয়মান প্রযুক্তির উপর মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত উদ্যোগ’ সম্মত হওয়ার পরে ২০২৩ সালের জানুয়ারি মাসে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নেতৃত্বে উদ্বোধনী বৈঠকটি তাদের প্রযুক্তি অংশীদারিত্ব আরও গভীর করতে এবং উভয়ের মধ্যে নতুন উদ্যোগ চালু করতে সম্মত হয়েছিল। মহাকাশের মতো সরকার, শিল্প এবং অ্যাকাডেমিয়াও আলাদা আলাদা পরিসর।(২৭) একইভাবে গবেষকরা দেখিয়েছেন যে, কীভাবে এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতাগুলি মহাকাশ পরিসরে ক্রমশই বেড়ে চলেছে, নিরাপত্তা মহাকাশ সক্ষমতার উন্নয়ন এবং ক্ষুদ্রতর নিরাপত্তা সহযোগিতা পরিকাঠামোকে সশক্ত করার পাশাপাশি এ ক্ষেত্রে প্রাথমিকভাবে মহাকাশ এবং কাউন্টারস্পেস দিকগুলি চিনের সাফল্য দ্বারা চালিত বলে মনে করা হয়।(২৮)

ভবিষ্যতের সুদূরপ্রসারী প্রভাবকে প্রশমিত করা: আন্তর্জাতিক ঐকমত্যদায়িত্বশীল রাষ্ট্রীয় আচরণের কাঠামোর বাস্তবায়ন এবং আত্মবিশ্বাস নির্মাণ

রাশিয়ার ইউক্রেনের গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা এবং অসামরিক নাগরিকদের উপর প্রভাব বিস্তারের পর আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং  নিয়মভিত্তিক ব্যবস্থার অবমূল্যায়ন ও সাইবার পরিসরে দায়িত্বশীল রাষ্ট্রীয় আচরণের জন্য সম্মত আদর্শ কাঠামোর প্রতি দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। এই কাঠামোটি ইউএন গ্রুপ অফ গভর্নমেন্টাল এক্সপার্টস-এর সর্বসম্মত রিপোর্টের ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং বর্তমান পুনরাবৃত্তির আগে পূর্ববর্তী ইউএন ওপেন এন্ডেড ওয়ার্কিং (ইউএনওইডব্লিউজি) দ্বারা পুনরায় নিশ্চিত করা হয়েছে। এর জন্য ২০২২ সালের ডিসেম্বর মাসে ইউএনওইডব্লিউজি আন্তঃঅধিবেশনে জার্মানির পক্ষ থেকে দেওয়া বিবৃতিগুলি সুনির্দিষ্ট করে যে, জার্মানি এবং এর অংশীদাররা সাইবার ঘটনাগুলিকে দায়ী করার একটি যৌথ অনুশীলন গ্রহণ করেছে৷ সাম্প্রতিক গুণাবলির মধ্যে রয়েছে জার্মানির গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সাইবার আক্রমণের প্রভাব, যা স্পষ্টতই ইউক্রেনীয় লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে রাশিয়ার সাইবার আক্রমণকে চিহ্নিত করতে সক্ষম।(২৯) ইইউ, ইইউ সদস্য রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন ও নিউজিল্যান্ডের মতো দেশগুলি থেকে রাশিয়ার প্রতি এই ধরনের জন অধিক্ষেপমূলক একাধিক বিবৃতিতে দাবি করা হয়েছে যে, সাইবার পরিসরে এই কার্যকলাপ রাশিয়ার দায়িত্বশীল রাষ্ট্রের আচরণের জন্য আদর্শ কাঠামো লঙ্ঘনের অনুরূপ। যাই হোক, দায়বদ্ধতা এবং নিয়ম বাস্তবায়ন অমীমাংসিতই রয়ে গিয়েছে এবং তা চলমান আলোচনার মুখাপেক্ষী। আন্তর্জাতিক আইন সংক্রান্ত অন্যা অভূতপূর্ব প্রশ্নগুলি সামনে উঠে আসতে শুরু করেছে, তার মধ্যে রয়েছে, ইউক্রেনের কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে এই তদন্তের জন্য অনুরোধ জানানো যে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং অসামরিক নাগরিকদের উপর আক্রমণকারী রুশ গতিশীল সামরিক অভিযানগুলি যুদ্ধাপরাধের আওতায় পড়ে কি না।(৩০)

আদর্শগত কাঠামো এবং আন্তর্জাতিক আইনের এই ধরনের প্রতিবন্ধকতা ছাড়াও, ইউরোপীয় কর্মকর্তারা আরও উল্লেখ করেছেন যে, ভিয়াস্যাট আক্রমণের ফলে তাঁরা শিখেছেন যে, (১) হুমকির পরিসর হিসেবে এই দ্রুত অভিযোজন ঘটছে; (২) এই ধরনের সুদূরপ্রসারী প্রভাবগুলি উদ্বেগজনক। কারণ একটি সংঘাতে সরাসরি জড়িত নয় এমন একটি দেশের এই ঘটনায় জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে; এবং (৩) এই ধরনের সুদূরপ্রসারী পরিস্থিতি আসলে সশস্ত্র আক্রমণ বলতে কী বোঝায় এবং কোথায় সীমা লঙ্ঘন হয়, সেই সংক্রান্ত আন্তর্জাতিক আইনের প্রশ্নগুলিকে নির্ধারণ করার কাজকে কঠিন করে দেবে।(৩১) এই সংঘাতে আলোকিত আর একটি নতুন প্রবণতা, যা সহজাতভাবে অস্থিতিশীল প্রভাব ফেলতে পারে, তা হল সংঘাতে উভয় পক্ষের তথাকথিত ‘হ্যাকটিভিস্টদের’ ক্রমবর্ধমান সম্পৃক্ততা। এই প্রবণতাটি আন্তর্জাতিক এবং জাতীয় আইন কীভাবে এই ঘটনার মোকাবিলা করতে পারে, তা নিয়ে প্রশ্ন উত্থাপন করছে, যেখানে হ্যাকটিভিস্টরা প্রাথমিকভাবে অতীতে নাগরিক সমাজের আন্দোলনেরই অংশ ছিল।(৩২)

উপসংহারে বলা যায়, এই গুরুতর চ্যালেঞ্জগুলি এমন প্রশ্নেরই উদাহরণ প্রদান করে, যেগুলির অদূর ভবিষ্যতে স্থিতিশীলতার প্রচারের জন্য বিশ্বব্যাপী আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই মহাকাশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির সুরক্ষার সাথে সম্পর্কিত এই বাস্তব জীবনের পরিস্থিতি অন্বেষণ শুরু করার উদ্দেশ্যে রাষ্ট্রগুলির মধ্যে ব্যবহারিক সাইবার সহযোগিতা ব্যবস্থা শুরু করা যেতে পারে। বহু বিদ্যমান দ্বিপাক্ষিক, আঞ্চলিক/উপ-আঞ্চলিক এবং বৈশ্বিক সাইবার সহযোগিতা প্রক্রিয়ার মাধ্যমে তা সম্পৃক্ত হতে পারে। উদাহরণের মধ্যে রয়েছে, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এবং সাইবার আস্থা তৈরির ব্যবস্থা নিয়ে আসিয়ান আঞ্চলিক মঞ্চের চলমান কর্মকাণ্ড। সর্বোপরি, ইউএনওইডব্লিউজি-র মধ্যে আস্থা নির্মাণের পদক্ষেপগুলিকে ত্বরান্বিত করার জন্য একটি ‘উন্মুক্ত, অনানুষ্ঠানিক এবং আন্তঃআঞ্চলিক গোষ্ঠী’ ইউএনওইডব্লিউজি-র দ্বিতীয় পুনরাবৃত্তির মাধ্যমেও আহ্বান করা হয়েছে। এই গোষ্ঠীর বিশ্ব স্তরে ভবিষ্যতের প্রচেষ্টায় এই প্রশ্নগুলি পরীক্ষা করার সম্ভাবনা থাকতে পারে।(৩৩) অন্যান্য ব্যবহারিক রাষ্ট্রীয় সহযোগিতার ব্যবস্থা, যা এ বিষয়ে বিবেচনা করা যেতে পারে, তার মধ্যে প্রাসঙ্গিক ঘটনা এবং পরিবর্তনশীল ঝুঁকিগুলি অন্তর্ভুক্ত রয়েছে এবং তা এই পরিসরে নিজেদের উপস্থাপন করে; সংশোধিত আইনি এবং নিয়ন্ত্রক সমাধান সম্পর্কে ভাল অনুশীলন এবং তথ্য ভাগ করে নেয়; এবং প্রাসঙ্গিক বেসরকারি অংশীদারদের সংযুক্ত করতে পারে এমন ব্যস্ততার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে।


পাদটীকা

১) স্যান্ড্রা আরউইন, ‘সাইবার ওয়ারফেয়ার গেটস রিয়েল ফর স্যাটেলাইট অপারেটরস’, স্পেস নিউজ, মার্চ ২০, ২০২২

২) সাইবার পিস ইনস্টিটিউট, ‘কেস স্টাডি ভিয়াস্যাট’, জুন ২০২২, https://cyberconflicts.cyberpeaceinstitute.org/law-and-policy/cases/viasat.

৩) সাইবার পিস ইনস্টিটিউট, ‘কেস স্টাডি ভিয়াস্যাট’

৪) সাইবার পিস ইনস্টিটিউট, ‘কেস স্টাডি ভিয়াস্যাট’

৫) ক্যাথেরিন স্টুপ, ‘জার্মানি অফারস মডেল ফর স্পেস-ইন্ডাস্ট্রি সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ডস’, ওয়াল স্ট্রিট জার্নাল, অগস্ট ১৭, ২০২২

৬) জোসেপ বোরেল, ‘সিকিউরিং দ্য ফিউচার অফ ইউরোপ ইন স্পেস’, জানুয়ারি ২৫, ২০২৩

৭) ফেডেরাল ফরেন অফিস, ‘স্পিচ বাই ফরেন মিনিস্টার আনালেনা বেয়ারবক অ্যাট দ্য কনফারেন্স ‘শেপিং সাইবার সিকিউরিটি’ ইন পটসড্যাম’, সেপ্টেম্বর ২৭, ২০২২

৮) আরউইন, ‘সাইবার ওয়ারফেয়ার গেটস রিয়েল ফর স্যাটেলাইট অপারেটরস’, সিআইএসএ, অ্যালার্ট (এএ২২-০৭৬এ) স্ট্রেন্থনিং সাইবারসিকিউরিটি অব স্যাটকম নেটওয়ার্ক প্রোভাইডারস অ্যান্ড কাস্টমারস, মে ১০, ২০২২

৯) আরউইন, ‘সাইবার ওয়ারফেয়ার গেটস রিয়েল ফর স্যাটেলাইট অপারেটরস’

১০) আরউইন, ‘সাইবার ওয়ারফেয়ার গেটস রিয়েল ফর স্যাটেলাইট অপারেটরস’

১১) স্টুপ, ‘জার্মানি অফারস মডেল ফর স্পেস-ইন্ডাস্ট্রি সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ডস’

১২) স্টুপ, ‘জার্মানি অফারস মডেল ফর স্পেস-ইন্ডাস্ট্রি সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ডস’

১৩) স্টুপ, ‘জার্মানি অফারস মডেল ফর স্পেস-ইন্ডাস্ট্রি সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ডস’

১৪) বোরেল, ‘সিকিউরিং দ্য ফিউচার অফ ইউরোপ ইন স্পেস’

১৫) দ্য হোয়াইট হাউস, ‘ইউনাইটেড স্টেটস স্পেস প্রায়োরিটিজ ফ্রেমওয়ার্ক’, ডিসেম্বর ২০২১

১৬) দ্য হোয়াইট হাউস, ‘ইউনাইটেড স্টেটস স্পেস প্রায়োরিটিজ ফ্রেমওয়ার্ক’

১৭) জোসেপ বোরেল, ‘স্পেস অ্যান্ড ডিফেন্স: প্রোটেক্টিং ইউরোপ অ্যান্ড স্ট্রেন্থনিং আওয়ার ক্যাপাসিটি টু অ্যাক্ট’, ফেব্রুয়ারি ২০, ২০২২

১৮) জোসেপ বোরেল, ‘স্পেস অ্যান্ড ডিফেন্স: প্রোটেক্টিং ইউরোপ অ্যান্ড স্ট্রেন্থনিং আওয়ার ক্যাপাসিটি টু অ্যাক্ট’

১৯) জোসেপ বোরেল, ‘স্পেস অ্যান্ড ডিফেন্স: প্রোটেক্টিং ইউরোপ অ্যান্ড স্ট্রেন্থনিং আওয়ার ক্যাপাসিটি টু অ্যাক্ট’

২০) জোসেপ বোরেল, ‘স্পেস অ্যান্ড ডিফেন্স: প্রোটেক্টিং ইউরোপ অ্যান্ড স্ট্রেন্থনিং আওয়ার ক্যাপাসিটি টু অ্যাক্ট’

২১) ইউকে মিনিস্ট্রি অব ডিফেন্স, ‘পলিসি পেপার: ডিফেন্স স্পেস স্ট্র্যাটেজি: অপারেশনালাইজিং দ্য স্পেস ডোমেন’, ফেব্রুয়ারি ১, ২০২২

২২) ইউকে মিনিস্ট্রি অব ডিফেন্স, ‘পলিসি পেপার: ডিফেন্স স্পেস স্ট্র্যাটেজি: অপারেশনালাইজিং দ্য স্পেস ডোমেন’

২৩) বোরেল, ‘সিকিউরিং দ্য ফিউচার অফ ইউরোপ ইন স্পেস’

২৪) বোরেল, ‘সিকিউরিং দ্য ফিউচার অফ ইউরোপ ইন স্পেস’

২৫) বোরেল, ‘সিকিউরিং দ্য ফিউচার অফ ইউরোপ ইন স্পেস’

২৬) বোরেল, ‘সিকিউরিং দ্য ফিউচার অফ ইউরোপ ইন স্পেস’

২৭) দ্য হোয়াইট হাউস, ‘ফ্যাক্ট শিট: ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইন্ডিয়া এলিভেট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ দি ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি (আইসিইটি)’, জানুয়ারি ৩১, ২০২৩

২৮) কোয়েন্টিন ভেরস্পিয়েরেন, ‘আসিয়ান স্পেস প্রোগ্রামস: নেভিগেটিং রিজিয়োনাল রাইভ্যালরিজ’, জানুয়ারি ১৮, ২০২৩

২৯) ফেডেরাল ফরেন অফিস, ‘স্টেটমেন্টস ডেলিভারড বাই জার্মানি ডিউরিং দি ইন্টার-সেশনাল মিটিং অব দি ওইডব্লিউজি, হেল্ড ইন নিউ ইয়র্ক ফ্রম ০৫ টু ০৯ ডিসেম্বর, ২০২২’, ডিসেম্বর ৫, ২০২২

৩০) দ্য হিল, ‘ইউক্রেন এন্টারস আনচার্টার্ড টেরিটরি উইথ রিকোয়েস্ট টু ইনভেস্টিগেট রাশিয়ান সাইবারঅ্যাটাকস অ্যাজ ওয়ার ক্রাইমস’, জানুয়ারি ২৮, ২০২৩

৩১) জয়েন্ট ইএসআইডব্লিউএ-ওআরএফ রাউন্ডটেবিল, সাইফাই, অক্টোবর ২০২২, হেল্ড আন্ডার চ্যান্থাম হাউস

৩২) জয়েন্ট ইএসআইডব্লিউএ-ওআরএফ রাউন্ডটেবিল

৩৩) ফেডেরাল ফরেন অফিস, ‘স্টেটমেন্টস ডেলিভারড বাই জার্মানি ডিউরিং দি ইন্টার-সেশনাল মিটিং অব দি ওইডব্লিউজি, হেল্ড ইন নিউ ইয়র্ক ফ্রম ০৫ টু ০৯ ডিসেম্বর, ২০২২’, কনসেপ্ট-ওজিডব্লিউজি-ইন্টারসেশনাল-সিবিএমএস, ‘অ্যাডভান্সিং কনফিডেন্স-বিল্ডিং মেজারস অ্যান্ড স্ট্রেন্থনিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন সাইবারস্পেস’, অক্টোবর ২০২২

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.