ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের বিশৃঙ্খলা ও অন্তহীন কাহিনির মধ্যে যুদ্ধের প্রকৃতিতে বেশ কয়েকটি পরিবর্তন ঘটছে। একদিকে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কামান ও সাঁজোয়া গাড়ির ব্যবহারের সঙ্গে প্রচলিত যুদ্ধের প্রাসঙ্গিকতা ফিরিয়ে এনেছে, এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত লক্ষ্যভিত্তিক আক্রমণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানবহীন উড়ন্ত যানের মতো প্রযুক্তির অভূতপূর্ব ব্যবহারের সাক্ষী হয়েছে। পরিখা ও শহুরে যুদ্ধগুলি মাটিতে পদাতিকদের গুরুত্বের উপর জোর দিয়েছে, যেখানে যোদ্ধার সংখ্যা এখনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে যারা প্রযুক্তি ভালভাবে গ্রহণ করেছে তাদের সকলের হাতে অপ্রতিসম ক্ষমতা এসে গিয়েছে। ড্রোন, নির্ভুল-নির্দেশিত যুদ্ধাস্ত্র, এবং উন্নত নজরদারি প্রযুক্তির ব্যবহার ইজরায়েলের মতো ছোট সামরিক বাহিনী এবং হামাসের মতো অ-রাষ্ট্রীয় খেলোয়াড়দের তাদের নিজস্ব স্তরের চেয়ে বেশি শক্তিশালীদের উপর আঘাত হানার ক্ষমতা দিয়েছে। গাজায় হামাস ও ইউক্রেন তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে সংখ্যাগত অসুবিধা দূর করতে প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতা প্রদর্শন করেছে। উভয় যুদ্ধ অঞ্চলই এখন যুদ্ধের নতুন ও পুরনো কার্যগত ও কৌশলগত পরিকল্পনার পরীক্ষাভূমি হয়ে উঠেছে, এবং যুদ্ধের ভবিষ্যতের আভাস দিচ্ছে।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি হল যুদ্ধক্ষেত্রের স্বচ্ছতা ও প্রযুক্তির সর্বব্যাপিতা। ড্রোন ও অন্যান্য প্রযুক্তির বিস্তার বাস্তব সময়ে, এবং জিপিএস যথাযথতার সঙ্গে, বাহিনীকে সমগ্র যুদ্ধক্ষেত্রের প্রায় স্বচ্ছ দৃষ্টিভঙ্গি প্রদান করছে। সাঁজোয়া ও বিমান বাহিনীর জন্য সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ এবং শত্রু অবস্থান আক্রমণ করার জন্য এটি অমূল্য। ইজরায়েল এআই-ভিত্তিক অ্যালগরিদমিক টার্গেটিং প্রোগ্রামগুলি ব্যবহার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, যা প্রাণঘাতী ক্ষমতা ও নির্ভুল আক্রমণ বাড়িয়েছে, এবং যুদ্ধে মানুষ বনাম মেশিনের প্রভাব নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি হল যুদ্ধক্ষেত্রের স্বচ্ছতা ও প্রযুক্তির সর্বব্যাপিতা। ড্রোন ও অন্যান্য প্রযুক্তির বিস্তার বাস্তব সময়ে এবং জিপিএস যথায়থতার সঙ্গে বাহিনীকে সমগ্র যুদ্ধক্ষেত্রের প্রায় স্বচ্ছ দৃষ্টিভঙ্গি প্রদান করছে।
ইউক্রেন রাশিয়ার সঙ্গে তার সংঘাতে প্রযুক্তি ব্যবহারের অনুরূপ ধরন অনুসরণ করেছে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভের জন্য ইউক্রেনের জয়ের সমীকরণটি পরিষ্কার: "ইউক্রেনীয়দের সাহস + প্রযুক্তি = ইউক্রেনের ভবিষ্যতের বিজয়ের চাবিকাঠি।" সুরক্ষিত অ্যাপ ব্যবহার করে অন্যান্য ইউনিট ও সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত ক্যামেরা-সজ্জিত স্কাউটদের এবং সেন্সরগুলিকে যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং তার ফলে যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা তথ্য তাৎক্ষণিকভাবে লক্ষ্যে পরিণত হয়। নিক্ষিপ্ত মিসাইলগুলিকে শনাক্ত করতে ড্রোন খুবই কার্যকর হয়েছে, বিশেষ করে বায়রাকটার টিবি২ ও শাহেদ ১৩৬ লয়টারিং মিউনিশন (ওরফে "কামিকাজে ড্রোন")। এছাড়াও রাশিয়ার সংখ্যাগতভাবে বৃহত্তর নৌবাহিনীকে মোকাবিলা করার জন্য উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, জাহাজগুলিকে ধ্বংস করে উভচর অভিযানকে পঙ্গু করে দেওয়া, ফ্ল্যাগশিপ মস্কভাকে ডুবিয়ে দেওয়ার জন্য নির্ভুল হানা, বৈচিত্র্যময় আক্রমণ — এ সবই নৌ যুদ্ধের পরিবর্তনশীল প্রকৃতিকে তুলে ধরে, এবং চিন, ন্যাটো ও মিত্র বাহিনীকে সজাগ করে।
ড্রোন থেকে প্রায় নিখুঁত তথ্য ও নির্ভুল-নির্দেশিত যুদ্ধাস্ত্র সংমিশ্রণের অর্থ হল "একটি গুলি, একটি হত্যা" এখন সম্ভব, যেখানে অতীতে লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য হাজার হাজার আনগাইডেড আর্টিলারি রাউন্ডের প্রয়োজন হত। ৭ অক্টোবরের ঘটনার পর হামাসের বিরুদ্ধে প্রতিরক্ষা সমর্থন করতে এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র স্মার্ট, সুনির্দিষ্ট প্রভাবসম্পন্ন, খরচ কার্যকর (স্পাইস) গাইডেন্স কিট সহ ইজরায়েলের কাছে নির্ভুল-নির্দেশিত অস্ত্রের উল্লেখযোগ্য বিক্রয় অনুমোদন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার সেনাবাহিনীর দুটি আয়রন ডোম ব্যাটারি ইজরায়েলে স্থানান্তর করার পরিকল্পনাও ঘোষণা করেছে, এবং তামির ইন্টারসেপ্টর, ছোট ব্যাসের বোমা, জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন ও ১৫৫ মিমি আর্টিলারি শেল সরবরাহ করেছে। একইভাবে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ২৭৫ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে, যার মধ্যে ১৫৫ মিমি আর্টিলারি শেল, প্রিসিশন এরিয়াল মিউনিশন এবং স্থল যানবাহন অন্তর্ভুক্ত থাকবে।
ড্রোন থেকে প্রায় নিখুঁত তথ্য ও নির্ভুল-নির্দেশিত যুদ্ধাস্ত্র সংমিশ্রণের অর্থ হল "একটি গুলি, একটি হত্যা" এখন সম্ভব, যেখানে অতীতে লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য হাজার হাজার আনগাইডেড আর্টিলারি রাউন্ডের প্রয়োজন হত
উভয় দ্বন্দ্ব যুদ্ধক্ষেত্রে প্রচলিত ও অপ্রচলিত অস্ত্রের মিলন প্রত্যক্ষ করেছে, যার ফলে সস্তা যুদ্ধ সম্ভব হয়েছে। রাশিয়ার কমব্যাট ড্রোনগুলিকে ধ্বংস করতে ইউক্রেনে সেন্সরগুলির একটি বিস্তৃত নেটওয়ার্ক ভারী মেশিনগানের জন্য ডেটা ফিড করে৷ ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতে হামাসের মতো ফিলিস্তিনি গোষ্ঠীগুলি ক্রমবর্ধমানভাবে তুলনামূলকভাবে সস্তা বাণিজ্যিক ড্রোন ব্যবহার করেছে, যার দাম মাত্র ২,০০০-৩,০০০ মার্কিন ডলার। এগুলি ড্রোন ও বিমান শিল্পে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও গাজার আকাশসীমার উপর ইজরায়েলের নিয়ন্ত্রণের জন্য অপ্রতিসম হুমকি তৈরি করেছে।
স্বল্প-পরিসরের পর্যবেক্ষণ ড্রোন এবং এমনকি সূক্ষ্ম যুদ্ধাস্ত্র সহ সামরিক-গ্রেডের ড্রোনগুলিও হিমার্স-এর মতো ঐতিহ্যবাহী অস্ত্র ব্যবস্থার তুলনায় সস্তা। এটি যুদ্ধকে সস্তা করে তোলে, কারণ উচ্চ-প্রযুক্তির অর্থ সর্বদা উচ্চ ব্যয় নয়। ইউক্রেনের সবচেয়ে আকর্ষণীয় উন্নয়নগুলির মধ্যে একটি হল ড্রোনের সর্বব্যাপিতা, যেখানে উভয় পক্ষই প্রাথমিকভাবে তুর্কি বায়রাক্টার টিবি২-এর মতো বড় ড্রোনের পক্ষে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা বিমান-বিরোধী প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটের কারণে চিনা ডিজেআই ম্যাভিক্সের দিকে সরে যায়, সেগুলি সস্তা, ছোট, এবং লক্ষ্যবস্তু করা কঠিন।
যাই হোক, এই দ্বন্দ্বগুলি আধুনিক যুদ্ধের অপচয়মূলক প্রকৃতিকেও তুলে ধরেছে, যার কোনও শেষ নেই, এবং উভয় জায়গাতেই যুদ্ধের খরচের পরিমাণ বেড়েই চলেছে। বেসরকারি এবং বেশিরভাগ ক্ষেত্রেই অসামরিক প্রযুক্তি কোম্পানিগুলি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে সিস্টেম ও পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেমন ইন্টারনেট সংযোগ (স্টারলিঙ্ক/স্পেসএক্স), ক্লাউড কম্পিউটিং ও সাইবার (অ্যামাজন, মাইক্রোসফ্ট, গুগল), ড্রোন (ডিজেআই) ও লেগাসি সিস্টেম উন্নত করতে সফটওয়্যার। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ক্ষেত্রে, ইজরায়েলি প্রতিরক্ষা শিল্পকে কয়েক বছর ধরে রাষ্ট্রীয় ও বেসরকারি সহযোগিতা এবং প্রতিরক্ষা প্রযুক্তির গবেষণার দ্বারা দৃঢ়ভাবে সমর্থন করা হয়েছে।
একটি নির্মেদ ও প্রযুক্তিগতভাবে উচ্চতর সেনাবাহিনীর সম্ভাবনা, যেমন চিনের মতো দেশগুলির দ্বারা কল্পনা করা হয়েছিল, পরীক্ষা করা হয়েছে। ইউক্রেন বা ইজরায়েল-হামাস, উভয় সংঘর্ষই প্রস্তাব করে যে কর্মী ও সম্পদের পরিমাণ ও গুণমান গুরুত্বপূর্ণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বাধ্যতামূলক যোগদান ও ক্ষয়প্রাপ্ত বাহিনীকে পুনরায় পূরণ করার জন্য একটি আইনে স্বাক্ষর করতে হয়েছিল, আর রাশিয়ানরা তাদের সংখ্যাগত সুবিধা সত্ত্বেও ইউক্রেনের উচ্চতর প্রযুক্তি এবং ন্যাটো মিত্রদের সমর্থনের বিরুদ্ধে পিছিয়ে পড়ছে। শুধু উচ্চতর প্রযুক্তি বা বাধ্যতামূলক যোগদান যথেষ্ট নয়, দীর্ঘস্থায়ী সংঘর্ষে সুপ্রশিক্ষিত ও বৃহৎ অত্যাধুনিক বাহিনীর অব্যাহত প্রাসঙ্গিকতা গুরুত্বপূর্ণ।
একটি নির্মেদ ও প্রযুক্তিগতভাবে উচ্চতর সেনাবাহিনীর সম্ভাবনা, যেমন চিনের মতো দেশগুলির দ্বারা কল্পনা করা হয়েছিল, পরীক্ষা করা হয়েছে। ইউক্রেন বা ইজরায়েল-হামাস, উভয় সংঘর্ষই প্রস্তাব করে যে কর্মী ও সম্পদের পরিমাণ ও গুণমান গুরুত্বপূর্ণ।
যদিও তাৎপর্যপূর্ণ, তবে এই উন্নয়নগুলি এখনও সামরিক বিষয়ে একটি পূর্ণাঙ্গ বিপ্লব আনতে পারে না। যাই হোক, কৃত্রিম বুদ্ধিমত্তার একীকরণ সম্ভাব্যভাবে এই যুদ্ধক্ষেত্রের উপাদানগুলিকে সুপারচার্জ করতে পারে। ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে এআই-এর দায়িত্বশীল ব্যবহার এবং স্বায়ত্তশাসনের নির্দেশিকা প্রকাশ করার সঙ্গেসঙ্গে ইউক্রেন ও ইজরায়েল সামরিক পরিসরে এআই বিপ্লবের জন্য সম্ভাব্য পরীক্ষার ক্ষেত্র হিসাবে আবির্ভূত হচ্ছে, কারণ ইজরায়েল এই ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণকারী প্রাসঙ্গিক চুক্তিতে স্বাক্ষর করেনি।
যদিও ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত আধুনিক যুদ্ধের প্রকৃতিতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখায়, তারা নতুন প্রযুক্তি ও ঐতিহ্যগত সামরিক সক্ষমতার মধ্যে জটিল আন্তঃক্রিয়াকেও প্রকাশ করে। পরিমাণের এখনও নিজস্ব একটি গুণ রয়েছে, যা বৃহৎ, সু-প্রশিক্ষিত বাহিনীর প্রয়োজন এবং প্রচলিত আর্টিলারি ও সাঁজোয়াগুলির অব্যাহত প্রাসঙ্গিকতার দ্বারা প্রমাণিত। পুরনো ও নতুন যুদ্ধের উপাদানের মিলন এমন একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি অনুসরণের গুরুত্ব তুলে ধরে যা উভয় পরিসরের শক্তিকেই কাজে লাগায়। তাছাড়া, এআই সিস্টেমকে যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি অর্পণ করার প্রভাব গভীর নৈতিক উদ্বেগ উত্থাপন করে, যার সমাধান অবশ্যই করা উচিত।
অঙ্কিত কে হলেন নয়াদিল্লি-ভিত্তিক যুদ্ধ ও কৌশলের সংযোগ সম্পর্কিত বিশেষজ্ঞ।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.