Published on Mar 23, 2023 Updated 0 Hours ago

আমাদের অবশ্যই সুনিশ্চিত করতে হবে যাতে নির্বাচনী গণতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিপ্রস্তর এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলোকবর্তিকা হয়ে থাকে

প্রথমে ওয়াশিংটন, তারপর ব্রাসিলিয়া; এবার কী?

এই প্রতিবেদনটি রাইসিনা এডিট ২০২৩ সিরিজের অংশ


নির্বাচনী গণতন্ত্র বর্তমানে আক্রমণের মুখে, যা আমেরিকার দু’টি বৃহত্তম দেশে পরিলক্ষিত হয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের (ইউএস) ক্যাপিটল ভবনে ঝড় এবং ব্রাজিলে সাম্প্রতিকতম হামলা — যেখানে দাঙ্গাবাজরা একসঙ্গে তিনটি সরকারি প্রাসাদে আক্রমণ করেছিল — আজকের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হিংসা ও সন্ত্রাসবাদের সামগ্রিক প্রভাবকেই দর্শায়।

সংক্ষিপ্তভাবে এই প্রসঙ্গকে ফিরে দেখলে বলা যায়, নির্বাচনী গণতন্ত্র হল এমন এক ব্যবস্থা, যেখানে নাগরিকদের হাতে তাদের নেতা নির্বাচন এবং তাদের নিজস্ব সমাজ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। আধুনিক রাজনীতির স্তম্ভ হিসেবে এর সর্বাঙ্গীন স্বীকৃতি থাকা সত্ত্বেও এটি বর্তমানে বেশ কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন, যা এর স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতাকেই বিপন্ন করে তুলেছে।

বিশ্বের সর্বশেষ অগণতান্ত্রিক অভিজ্ঞতার জন্য একটি অস্থায়ী কার্যকারণ শৃঙ্খল রাজনৈতিক পরিসরে সাম্প্রতিক একটি সংযোজন দ্বারা সংশ্লেষিত হতে পারে এবং তা হল জাগরণ। ‘জাগরণ’ বলতে সাধারণত সামাজিক ন্যায়বিচারের সমস্যাগুলির তীব্র সচেতনতা, সক্রিয়তা এবং জন-আলোচনার মাধ্যমে তাদের মনোযোগ আকর্ষণ করার ইচ্ছাকেই বোঝায়। এই আন্দোলনটি বিদ্যমান ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ করে এবং বর্ণবাদ, লিঙ্গবাদ ও হোমোফোবিয়ার মতো বিষয়গুলিকে সম্বোধন করে আরও ন্যায়সঙ্গত সমাজ তৈরি করতে চায়।

বিশ্বের সর্বশেষ অগণতান্ত্রিক অভিজ্ঞতার জন্য একটি অস্থায়ী কার্যকারণ শৃঙ্খল রাজনৈতিক পরিসরে সাম্প্রতিক একটি সংযোজন দ্বারা সংশ্লেষিত হতে পারে এবং তা হল জাগরণ।

প্রতীকবাদ এবং পরিচয়ের রাজনীতিতে উচ্চ বাজির কথা উল্লেখ না করে জাগরুক আলোচনা প্রায়শই ‘রাজনৈতিক ভাবে সঠিক’ অভিব্যক্তির ব্যাপক ব্যবহারের সঙ্গে সংযুক্ত। নিউটনের গতির তৃতীয় সূত্রের কথা মনে করলে দেখা যাবে, প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যখন জাগরণ গতি পেতে শুরু করে এবং পাশ্চাত্য ও তার ঊর্ধ্বে উঠে সকলের হৃদয় ও মন জয় করে নেয়, তখন চরম দক্ষিণপন্থী অবস্থানগুলি এর প্রতি তীব্র প্রতিক্রিয়া জানায় এবং দ্রুত এটির বিরুদ্ধে লড়াই করার জন্য সংগঠিত হওয়ার পাশাপাশি রাজনৈতিক বিরোধগুলিকে ঐতিহ্যগত প্রতিষ্ঠান ছাড়াই অন্যত্র নিয়ে যায়। গত এক দশক ধরে সামাজিক মেরুকরণ বেড়ে যাওয়ায় এই ধরনের সংমিশ্রণ হয়তো আমাদের বর্তমান পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে।

দুর্নীতি সবসময়ই রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে থেকেছে। কিন্তু এই সময় এটি দৃশ্যত এক নতুন উচ্চতা অর্জন করেছে। ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র এবং বলসোনারোর ব্রাজিল… উভয় ক্ষেত্রেই উচ্চপদস্থ কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করেছেন। সরকারি পদে তাদের সন্দেহজনক নিয়োগের কথা স্পষ্ট না হলেও আমলাদের যা করণীয় নয়, তা করার জন্য তাঁদের উপর চাপ সৃষ্টি করা, এমনকি নির্বাচনের সময়ে ভোটারদের দমন করা  ভোটাধিকার বঞ্চনা করার মতো ঘটনাগুলি সুস্পষ্ট।

২০১৬ সালের হোয়াইট হাউসে প্রতিযোগিতায় রাশিয়ার তর্কসাপেক্ষ ভূমিকা-সহ বিদেশি শক্তিগুলি নির্বাচনে সরাসরি হস্তক্ষেপের জন্য অভিযুক্ত হয়েছে। ব্রাজিলের বলসোনারো সম্পর্কে অভিনবত্বটি ছিল নির্বাচনী স্বনাশকতা, যার অর্থ দক্ষিণ আমেরিকার প্রেসিডেন্ট তাঁর কার্যকালের দ্বিতীয়ার্ধে ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে অভিযোগ তোলেন এবং এমনভাবে সেই দাবি করেন যাতে তিনি ভোটে হেরে গেলে বলতে পারেন যে, নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। এবং এটিই ২০২২ সালের অক্টোবরে ঘটেছিল — তিনি পরাজিত হলেও কখনও তা স্বীকার করেননি।

ব্রাজিলের বলসোনারো সম্পর্কে অভিনবত্বটি ছিল নির্বাচনী স্বনাশকতা, যার অর্থ দক্ষিণ আমেরিকার প্রেসিডেন্ট তাঁর কার্যকালের দ্বিতীয়ার্ধে ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে অভিযোগ তোলেন এবং এমনভাবে সেই দাবি করেন যাতে তিনি ভোটে হেরে গেলে বলতে পারেন যে, নির্বাচনে জালিয়াতি করা হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য বিপুল পরিমাণ অর্থ বিতরণ করা হয়েছে, বিশেষ করে ব্রাজিলে, যেখানে প্রধান ব্যবসায়ীরা এহেন অগণতান্ত্রিক আচরণ ও দেশের প্রাক্তন প্রেসিডেন্টের কেলেঙ্কারি থেকে নজর সরিয়ে রেখেছেন, যতদিন পর্যন্ত তাঁরা দৃঢ় বেসামরিক-সামরিক জোট, যার উপর বলসোনারো নির্ভর করেছিলেন, তা থেকে তুলনামূলকভাবে মুনাফা চালিয়ে যেতে পারেন।

এই জটিলতর পরিস্থিতি আরও জোরালো হয় যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল উভয় দেশের গণমাধ্যমগুলি ব্যাপক হারে ভুল তথ্যের প্রচার চালায়। এই বৃহৎ সংযোগমূলক প্রতিষ্ঠানগুলি ‘স্বাধীন’ সাংবাদিকতা সূত্রের সঙ্গে মিশে একটি সম্পূর্ণ নতুন তথ্য-বাস্তুতন্ত্র নির্মাণ করে, যা উৎস এবং বিশ্বস্ত তথ্যের উপর ভিত্তি করে নয়, বরং আদর্শগত পাঠের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।

সর্বোপরি অর্থনৈতিক বৈষম্যের প্রশ্ন রয়েছে, যা ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, যারা পরিচ্ছন্নতা সংক্রান্ত সঙ্কটের নিরিখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, একই ভাবে কোভিড অতিমারির ফলে তীব্রতর হয়েছে। সরকারের প্রতি অসন্তোষ এবং অবিশ্বাস তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে এটি নির্বাচনী গণতন্ত্রের বর্তমান অবস্থাকে আরও আপসের মুখে ঠেলে দেয়। সম্পদের অসম বণ্টন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় অসম প্রবেশাধিকার বা অন্যান্য ধরনের অর্থনৈতিক দুরবস্থার ফলে গণতন্ত্র জনপ্রিয় আলোচনার সহজ শিকারে পরিণত হয়।

ওয়াশিংটন এবং ব্রাজিলে সাম্প্রতিক সহিংস বিক্ষোভ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য সামনের পথ এবং নাগরিকদের সুরক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখতে আইন প্রয়োগকারীর ক্ষমতা সম্পর্কে গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই ঘটনাগুলি  সমসাময়িক বহুত্ববাদী সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের অধিকার রক্ষায় সশস্ত্র বাহিনী, পুলিশ এবং বিচারবিভাগের মতো শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানগুলির গুরুত্বকে তুলে ধরে।

সম্পদের অসম বণ্টন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় অসম প্রবেশাধিকার বা অন্যান্য ধরনের অর্থনৈতিক দুরবস্থার ফলে গণতন্ত্র জনপ্রিয় আলোচনার সহজ শিকারে পরিণত হয়।

সত্যি কথা বললে, ভয়ঙ্কর গণতন্ত্রবিরোধী পর্বগুলি স্পষ্টতই পশ্চিম গোলার্ধে সীমাবদ্ধ নয়। নির্বাচনী গণতন্ত্রের উপর একটি সংগঠিত আক্রমণের পরবর্তী ঘটনা ইউরোপ (হাঙ্গেরি?), এশিয়া (মায়ানমার?) বা আফ্রিকায় ঘটতে পারে। রাজনৈতিক দলগুলির সংঘর্ষ চরমপন্থার দিকে নিয়ে যেতে পারে এবং অনেক দেশে অভূতপূর্ব অস্থিরতার সৃষ্টি করতে পারে। এটিকে নিয়ন্ত্রণ না করা গেলে এই তরঙ্গ এমন বিধ্বংসী রূপ ধারণ করতে পারে, যা শেষ পর্যন্ত আমাদের গণতন্ত্রের ধারণায় আমূল পরিবর্তন এনে দেবে।

এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য, গণতান্ত্রিক সমাজগুলির তাদের প্রতিষ্ঠানগুলিকে সশক্ত করতে, তাদের নির্বাচনের অখণ্ডতা রক্ষা করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়ার প্রচার চালাতে কাজ করা জরুরি। নির্ভরযোগ্য তথ্যের লভ্যতা বাড়ানো, রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং বিভিন্ন অংশীদারের মধ্যে আলাপ-আলোচনা ও সহযোগিতার প্রচার, রাজনৈতিক নেতাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করা, অর্থনৈতিক সমস্যার মূল কারণগুলিকে মোকাবিলা করা এবং প্রযুক্তিগত সাক্ষরতায় বিনিয়োগ করার মতো একাধিক বাস্তব পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে এটি অর্জন করা যেতে পারে।

রাজনৈতিক দলগুলির সংঘর্ষ চরমপন্থার দিকে নিয়ে যেতে পারে এবং অনেক দেশে অভূতপূর্ব অস্থিরতার সৃষ্টি করতে পারে।

এই সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করার মাধ্যমে আমাদের অবশ্যই সুনিশ্চিত করতে হবে যাতে নির্বাচনী গণতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিপ্রস্তর এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলোকবর্তিকা হয়ে থাকে। তাই সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলির জন্য সজাগ থাকা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা ও সশক্ত করার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা গুরুত্বপূর্ণ, যতক্ষণ সেগুলির সক্রিয়তা ও প্রাসঙ্গিকতা বর্তমান।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.