Published on Jun 28, 2022 Updated 0 Hours ago
নো-চায়না ৫জি–এর জন্য কানাডার পরিকল্পনাটি প্রত্যাখ্যানের একটি ভূ-অর্থনৈতিক প্রতিধ্বনি

এই নিবন্ধ একটি সিরিজের অংশ, যার নাম ‘‌রাইজ অফ চায়না টেক: এনগেজমেন্ট বাই ইনট্রুশন৷


একটু দেরিতে হলেও কানাডা তার ৫জি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কগুলি থেকে চিনা  সংস্থা হুয়াওয়ে ও  জেড টি ই–কে নিষিদ্ধ করেছে, কিন্তু তার নাগরিকদের গোপনীয়তা এবং যোগাযোগের নিরাপত্তার ক্ষেত্রে সিদ্ধান্তটি সঠিক দিশায় এগিয়েছে। ১৯ মে ২০২২–এর একটি নীতিসংক্রান্ত বিবৃতিতে জাস্টিন ট্রুডো প্রশাসন তাদের উদ্দেশ্যগুলি স্পষ্ট করে দিয়েছিল: ‘‌‘‌কানাডা সরকার আজ ঘোষণা করছে তারা কানাডার টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারীদের ৫জি নেটওয়ার্কগুলিতে হুয়াওয়ে ও  জেড টি ই পণ্য এবং পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করতে চায়।’‌’‌ তারপর ২৮ জুন ২০২৪ এবং ৩১ ডিসেম্বর ২০২৭-এর মধ্যে হুয়াওয়ে এবং জেড টি ই থেকে কেনা যথাক্রমে বিদ্যমান ৫জি ও ৪জি সরঞ্জামগুলির ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে; এবং ১ সেপ্টেম্বর ২০২২-এর মধ্যে টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারীরা নতুন ৪জি বা ৫জি সরঞ্জাম সংগ্রহ করা বন্ধ করবে। কারণটি স্পষ্ট: ‘’কানাডা সরকারের গুরুতর উদ্বেগ রয়েছে হুয়াওয়ে এবং জেড টি ই–এর মতো সরবরাহকারীদের সম্পর্কে, যারা কানাডার আইনের সঙ্গে সংঘাতমূলক বা কানাডার স্বার্থের পক্ষে ক্ষতিকর হতে পারে এমন উপায়ে বিদেশি সরকারের বিচারবহির্ভূত নির্দেশ মেনে চলতে বাধ্য হতে পারে।’‌’‌

এই ‘‌বিচারবহির্ভূত নির্দেশ’‌ হল চিনের জুন ২০১৭–র জাতীয় গোয়েন্দা আইনের চারটি ধারা (৭, ৯, ১২ ও ১৪), যার অধীনে চিনা ব্যক্তি ও সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হয়েছে যাতে তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, ‘‌সহায়তা করে’‌ এবং সম্পর্ক তৈরিতে অবদান রাখে। এরকম হামেশাই ঘটে থাকে, যেমন পোল্যান্ডে গুপ্তচরবৃত্তির জন্য ২০১৯ সালের জানুয়ারিতে একজন হুয়াওয়ে কর্মচারীকে গ্রেফতার করা হয়েছিল। তাই এটা স্পষ্ট যে, কোনও চিনা সংস্থাকে কোনও দেশের অতি–গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়, যে কথা এখানে ডিসেম্বর ২০১৯–এর এই নিবন্ধে বলা হয়েছিল। চিনা সংস্থাগুলো যে নিরাপত্তা ঝুঁকি নিয়ে এসেছে, তা নিশ্চিত করেছে যে একের পর এক দেশ ৫জি রোলআউটের সময় তাদের বাইরে রাখবে, যেমনটা করেছে ২০১৮ সালের আগস্টে অস্ট্রেলিয়া, ২০১৯ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র (কার্যকর ভাবে), ২০২০ সালের জুলাইয়ে ব্রিটেন, ২০২০ সালের অক্টোবরে সুইডেন ইতালি বুলগেরিয়া উত্তর মেসিডোনিয়া এবং  চেক প্রজাতন্ত্র (কার্যকর ভাবে),  এবং ২০২১ সালের মে মাসে ভারত (কার্যকর ভাবে) ।

কানাডা সরকারের গুরুতর উদ্বেগ রয়েছে হুয়াওয়ে এবং জেড টি ই–এর মতো সরবরাহকারীদের সম্পর্কে, যারা কানাডার আইনের সঙ্গে সংঘাতমূলক বা কানাডার স্বার্থের পক্ষে ক্ষতিকর হতে পারে এমন উপায়ে বিদেশি সরকারের বিচারবহির্ভূত নির্দেশ মেনে চলতে বাধ্য হতে পারে।

আত্মনির্ভর ভারত–এর অংশ হিসেবে, এবং চলতি রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব যে ভাবে দ্রুত দেখিয়ে দিল যে প্রতিটি দেশকে তার নিজের ক্ষমতায় লড়তে হবে তার পরিপ্রেক্ষিতে, নয়াদিল্লি সফল ভাবে আইআইটি মাদ্রাজের একটি পরীক্ষামূলক ক্ষেত্রে তৈরি মেড ইন ইন্ডিয়া ৫জি পরীক্ষা করেছে৷ এটি প্রথমে রাষ্ট্রীয় মালিকানাধীন বিএসএনএল–এ ব্যবহার করা হবে, তারপরে এটি বেসরকারি অপারেটরদের কাছে অফার করা হবে, এবং সম্ভবত, তারপরে বাকি বিশ্বের কাছে। একই ভাবে, দক্ষিণ কোরিয়ার স্যামসাং ২০২৮ সালের মধ্যে ৬জি-এর প্রাথমিক বাণিজ্যিকীকরণ এবং ২০৩০ সালের মধ্যে ব্যাপক বাণিজ্যিকীকরণ করতে পারবে বলে আশা করছে। রাতারাতি, সবচেয়ে সস্তা দামে অত্যাধুনিক ৫জি সরঞ্জাম সরবরাহে নেতৃত্বদানকারী হিসেবে হুয়াওয়ে–র যে সুবিধা ছিল তা ভোঁতা হয়ে গেছে। আর এর কারণ হল একজন অপ্রয়োজনীয় ভাবে নির্মম এবং অত্যধিক আক্রমণাত্মক শি জিনপিং—যিনি চিনের সব কিছুর চেয়ারম্যান—বাস্তবের চেয়ে বড় অতিরঞ্জিত আখ্যানকে বিশ্বাস করেন। তার ফলাফল: প্রত্যাখ্যানের ভূ-অর্থনৈতিক প্রতিধ্বনি, যা গণতন্ত্রের অতি–গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে চিনা সংস্থাগুলির ঢুকে পড়া রোধ করে। আর এসব চলতেই থাকবে।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.