Published on May 11, 2023 Updated 0 Hours ago

প্রধান বৈশ্বিক মুদ্রা হিসাবে ডলারের আধিপত্য অব্যাহত থাকলেও রাশিয়া এবং চিন তার প্রভাব খর্ব করতে পারে

রাশিয়া এবং চিন কি ডলারকে সিংহাসনচ্যুত করতে পারবে?

আর্থিক ক্ষেত্রে সারা বিশ্ব তাকে বর্জন করার পর রাশিয়াকে কিছু কৌশলগত অভিযোজন করতে হয়েছে। দেশটির উপর পশ্চিমী নিষেধাজ্ঞার প্রভাব  বিপর্যয়কর হয়েছে এবং ক্রেমলিন দ্রুত তার বিকল্প খুঁজতে বাধ্য হয়। এই ঘটনার আলোকে চিন রাশিয়ার এক গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে এবং তার মুদ্রা ইউয়ান আরও বিশিষ্ট ভূমিকা পালন করছে। সূত্রের খবর, রাশিয়ায় ইউয়ান বাণিজ্যের নিরিখে মার্কিন ডলারকে (ইউএসডি) ছাড়িয়ে গিয়েছে। মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞার সূত্রপাতকারী ইউক্রেন সংঘাতের এক বছর পরে তা অর্জন করা সম্ভব হয়েছে। রাশিয়া এবং চিন যেহেতু জোট বাঁধছে,তাই অন্য কী কী পরিবর্তন ঘটবে এবং সেগুলি কীভাবে ভবিষ্যৎকে রূপ দান করে, তা দেখার বিষয়।

পরিবর্তন স্পষ্ট এবং রুশ বাজার সেই সাক্ষ্য বহন করছে। প্রথম বারের মতো মাসিক লেনদেনের পরিমাণে ইউয়ান ডলারকে অতিক্রম করার কারণে ফেব্রুয়ারি মাসে একটি বিরল মুহূর্তের সূচনা ঘটে।

পরিবর্তন স্পষ্ট এবং রুশ বাজার সেই সাক্ষ্য বহন করছে। প্রথম বারের মতো মাসিক লেনদেনের পরিমাণে ইউয়ান ডলারকে অতিক্রম করার কারণে ফেব্রুয়ারি মাসে একটি বিরল মুহূর্তের সূচনা ঘটে। দুই মুদ্রার মধ্যে ব্যবধান বৃদ্ধি পাওয়ার দরুন মার্চ মাস পর্যন্ত এই গতি অব্যাহত ছিল, যা ইউয়ানের ক্রমবর্ধমান আধিপত্যকেই তুলে ধরে। একদা রুশ বাজারে ইউয়ানের বাণিজ্যিক পরিমাণ যতটা নগণ্য ছিল, সেই কথা বিবেচনা করলে এই ফলাফল নিঃসন্দেহে চিত্তাকর্ষক।

বছর এগোনোর সঙ্গে সঙ্গে রুশ আর্থিক ব্যবস্থার মধ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। অতিরিক্ত নিষেধাজ্ঞাগুলি ক্রেমলিনের দ্বারা ‘বন্ধুত্বহীন’ বলে বিবেচিত দেশগুলির মুদ্রায় আন্তঃসীমান্ত লেনদেন করার ক্ষমতায় থাকা কয়েকটি অবশিষ্ট ব্যাঙ্কের উপর প্রভাব ফেলেছিল। এরকম একটি ব্যাঙ্ক হল রাইফেইসেন ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল এজি, যার রুশ শাখা দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক অর্থ প্রদান সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু ঋণদাতা ইউরোপীয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের নজরদারির অধীনে থাকার ফলে তাদের উপর চাপ বাড়তেই থাকে। এই ঘটনাগুলি ক্রেমলিন এবং রুশ সংস্থাগুলিকে তাদের বৈদেশিক বাণিজ্য লেনদেনকে সেই সকল দেশের মুদ্রায় করতে বাধ্য করে, যারা এখনও নিষেধাজ্ঞা জারি করেনি।

ঐক্যবদ্ধ জোট

রাশিয়া এবং চিনের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি উভয় দেশই বিশ্ব মঞ্চে তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে চাইছে। সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক… তাদের জোট বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে।

রাশিয়া এবং পশ্চিমী দেশগুলির মধ্যে সম্পর্ক ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে চিন রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে উঠে এসেছে এবং দেশটি রাশিয়াকে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। বিশেষ করে ইউরেশীয় অঞ্চলে এবং রাশিয়াকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে মনে করায় চিন তার বৈশ্বিক নাগাল সম্প্রসারণে আগ্রহী। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক মস্কো সফর এবং সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি এই অংশীদারিত্বকে আরও উন্নত করতে পারে। উভয় দেশই পশ্চিমী অর্থনীতির উপর তাদের নির্ভরতা কমাতে চাওয়ায় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হতে চলেছে। পরিকাঠামো উন্নয়ন এবং মেগা প্রকল্পগুলিতে রাশিয়ার আগ্রহ সংশ্লিষ্ট পরিসরে চিনের দক্ষতা দ্বারা উপকৃত হতে পারে।

পশ্চিমী নিষেধাজ্ঞার ফলস্বরূপ রাশিয়া তার বৈদেশিক বাণিজ্য লেনদেন ডলার ও ইউরো থেকে অ-নিয়ন্ত্রিত দেশগুলির মুদ্রায় সরিয়ে নিয়ে গিয়েছে।

জ্বালানি হল সহযোগিতার আর একটি উল্লেখযোগ্য ক্ষেত্র, যেখানে রাশিয়া তেল ও গ্যাসের শীর্ষ রফতানিকারক এবং চিন বিশ্বে এই সম্পদগুলির বৃহত্তম আমদানিকারক। প্রযুক্তিও এমন একটি অপরিহার্য পরিসর, যেখানে উভয় দেশই বিশ্ব অর্থনীতিতে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখার জন্য গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করে। রাশিয়া এবং চিনের মধ্যে জোটের সম্ভাব্য সুদূরপ্রসারী ভূ-রাজনৈতিক ফলাফল হতে পারে এবং এটি এমন এক জটিল সম্পর্ক যেখানে উভয় দেশই অভিন্ন লক্ষ্যে নিজ নিজ স্বার্থ পূরণের চেষ্টা চালাবে।

পশ্চিমী নিষেধাজ্ঞার ফলস্বরূপ রাশিয়া তার বৈদেশিক বাণিজ্য লেনদেন ডলার ও ইউরো থেকে অ-নিয়ন্ত্রিত দেশগুলির মুদ্রায় সরিয়ে নিয়ে গিয়েছে। এটি করার মাধ্যমে ক্রেমলিন এবং রুশ সংস্থাগুলি পশ্চিমের আর্থিক ব্যবস্থার উপর তাদের নির্ভরতা কমানো এবং তাদের বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম চালানোর জন্য নতুন পথ খুঁজে পাবে বলে আশাবাদী। কৌশলগত এই পরিবর্তন বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় তার প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য রাশিয়ার সংকল্পকেই দর্শায়। এটি বৈশ্বিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ক্রমবর্ধমান গুরুত্বকেও তুলে ধরে। কারণ দেশগুলি নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে আনতে এবং তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার চেষ্টায় ব্রতী।

কাঠামোগত পরিবর্তন

রাশিয়ার অর্থমন্ত্রকেও পরিবর্তনের হাওয়া সুস্পষ্ট। এই বছরের শুরুর দিকে দেশটি তার বাণিজ্যিক লেনদেনের জন্য ডলার থেকে ইউয়ানের ব্যবহারে সরে আসে। এমনকি দেশটি জাতীয় সম্পদ তহবিলের জন্য একটি নতুন কাঠামো তৈরি করে, যেখানে ইউয়ানের জন্য তার সম্পদের ৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ব্যাঙ্ক অফ রাশিয়া এই ঘটনাপ্রবাহে যোগ দেয় এবং দেশটির জনগণ ও ব্যবসায়িক সংস্থাগুলিকে তাদের সম্পদকে রুবল বা ‘বন্ধুত্বপূর্ণ’ বলে বিবেচিত অন্যান্য মুদ্রায় স্থানান্তর করার বিষয়ে অনুরোধ করেছিল। এটি তাদের তহবিল অবরুদ্ধ বা হিমায়িত হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করবে৷ বিশ্ব যখন ভূ-রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন মনে করা হচ্ছে যে, পরিবর্তনের পথে হেঁটে রাশিয়াও তার অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার বিকল্পের সন্ধান চালাচ্ছে।

যাই হোক, ডলার এখনও রুশ বাজারে রাজত্ব করছে। সমস্ত পরিবর্তন সত্ত্বেও এটিই এখনও পর্যন্ত সর্বাধিক ব্যবহৃত মুদ্রা, যা শুধুমাত্র সাময়িকভাবেই ইউয়ানের কাছে তার স্থান খুইয়েছিল। এ সব কিছুই ডলারের স্থায়ী আধিপত্যকেই দর্শায়, যা বছরের পর বছর ধরে রাশিয়ার আর্থিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে পৃথিবীর বিবর্তনের সঙ্গে সঙ্গে কত দিন সে তার সিংহাসন ধরে রাখতে পারে, তা নিয়ে সন্দেহ রয়েই যায়।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.