Author : Krishna Vohra

Published on Oct 07, 2025 Updated 0 Hours ago

গ্রহের দ্রুত উত্তাপের জন্য পরবর্তী প্রজন্মের শীতল প্রযুক্তির প্রয়োজন শক্তি দক্ষতার বাইরে গিয়ে সত্যিকার অর্থে টেকসই হওয়া, এবং একই সঙ্গে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনসম্প্রদায়গুলিকে অতিরিক্ত তাপের সংস্পর্শ থেকে রক্ষা করা।

শক্তি দক্ষতা পেরিয়ে: টেকসই শীতলীকরণের উদ্ভাবনকে শক্তিশালী করা

বছরের পর বছর ধরে, ক্রমবর্ধমান তাপমাত্রার রেকর্ড ভাঙার সাথে সাথে বৈশ্বিক উষ্ণতা তীব্রতর হচ্ছে। ২০২৫ সালের শুরুর দিকটি এই সীমা আরও বাড়িয়ে দিয়েছে। তাপের এই অবিরাম বৃদ্ধি এয়ার কন্ডিশনিং (এসি) ইউনিটের মতো শীতলীকরণ ব্যবস্থার প্রয়োজনীয়তা বাড়িয়েছে, যা বর্তমানে বিশ্বব্যাপী বিদ্যুৎ ব্যবহারের ১০ শতাংশেরও বেশি এবং বর্তমান গতিপথে ২০৫০ সালের মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া: ভারতে কৌশলগতভাবে শক্তি দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা বাস্তবায়িত করা হচ্ছে, যা প্রতি ইউনিটে যথেষ্ট শক্তি সাশ্রয় প্রদান করে। অতি সম্প্রতি, এসির তাপমাত্রা ২০° থেকে ২৮° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা একই নীতি অনুসরণ করে বলে মনে হচ্ছে। তবে, এই পদ্ধতিতে শক্তি দক্ষতা সর্বাধিক করার এই প্রচেষ্টা, বিপরীতভাবে, অতিরিক্ত তাপের সময় দীর্ঘস্থায়ী ব্যবহারের কারণ হতে পারে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া: ভারতে কৌশলগতভাবে শক্তি দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা বাস্তবায়িত করা হচ্ছে, যা প্রতি ইউনিটে যথেষ্ট শক্তি সাশ্রয় প্রদান করে।


ক্রমবর্ধমান তাপমাত্রার মধ্যে স্বাস্থ্যের জন্য সাশ্রয়ী মূল্যের শীতলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এসি — যা মূলত ধনী ব্যক্তিরা ব্যবহার করেন — সমস্যা 
সৃষ্টি করে এবং (সাময়িকভাবে) তা কমায়। তাপের সংস্পর্শে এখন আগের চেয়ে জীবনের ঝুঁকি বেশি। শুধুমাত্র নয়াদিল্লিতে, রাজধানীর গ্রীষ্মকালে তাপপ্রবাহ প্রায়শই শত শত মৃত্যুর দিকে চালিত করে, যা শহুরে তাপদ্বীপের প্রভাবের কারণে আরও খারাপ হয়। যদিও সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে এসির ব্যবহার সবচেয়ে বেশি, জনসংখ্যার একটি বড় অংশ যাদের এসির সুযোগ নেই তারা তাপের সংস্পর্শে আসার প্রতিকূল প্রভাব দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তার উপর, নতুন এসি ইউনিটগুলি যথেষ্ট সঞ্চয় প্রদান করে এবং আরও সাশ্রয়ী মূল্যের হয়ে উঠে তাদের বর্ধিত ব্যবহার সামগ্রিক নির্গমনের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। এটি একটি স্ব-স্থায়ী চক্র তৈরি করে, যার জন্য হস্তক্ষেপের প্রয়োজন হয়।

Beyond Energy Efficiency Powering Innovation In Sustainable Cooling

সূত্র:
আইইএ, ২০২২ থেকে প্রাপ্ত তথ্য।

টেকসই শীতলীকরণের পরবর্তী প্রজন্ম

নীতিনির্ধারকেরা শক্তিসাশ্রয়ী এসি-তে স্থানান্তরকে উৎসাহিত করার সাথে সাথে, এ কথাও স্বীকার করতে হবে যে এটি ওজোন-হ্রাসকারী রেফ্রিজারেন্টের দীর্ঘমেয়াদি বিশ্ব উষ্ণায়নের প্রভাবকে মোটেই পরিবর্তন করবে না। শীতলীকরণ ব্যবস্থার ভবিষ্যৎকে হাইড্রোফ্লুরোকার্বন (এইচএফসি) ও ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে এমন নির্গমন থেকে মুক্ত হতে হবে। পরোক্ষ শীতলীকরণ স্বল্পমেয়াদে আরও টেকসই সমাধান, কারণ শীতলীকরণ প্রযুক্তির বিশেষজ্ঞরা কার্যকর, টেকসই এবং প্রাপ্তিযোগ্য বিকল্পগুলির সন্ধান চালিয়ে যাচ্ছেন।
 
এইচএফসি-র উপর নির্ভরশীল বাষ্প সংকোচন (ভিসি) ব্যবস্থার সর্বব্যাপিতা — সিওটু-‌এর চেয়ে হাজার হাজার গুণ বেশি বৈশ্বিক উষ্ণায়ন সম্ভাবনা (জিডব্লিউপি)-‌সহ শক্তিশালী গ্রিনহাউস গ্যাস — বিকল্প প্রযুক্তির দিকে গবেষণাকে চালিত করেছে। কিগালি সংশোধনীর ত্বরান্বিত এইচএফসি ফেজ-ডাউন পরিকল্পনা, যা এখন ১৫৫টি দেশ দ্বারা অনুমোদিত, ২০৫০ সালের মধ্যে পূর্বাভাসিত নির্গমনের ৬০ থেকে ৯৬ শতাংশ রোধ করতে পারে। আর-‌২৯০-‌এর মতো
জলবায়ু-বান্ধব রেফ্রিজারেন্ট ব্যবহার করলে ওজোন-ক্ষয়কারী সম্ভাবনা (ওডিপি) শূন্যে নেমে আসতে পারে, এবং (জিড্বলিউপি) হ্রাস পেতে পারে। তবে, পর্যাপ্ত অর্থায়ন এবং প্রণোদনা না থাকলে বেশিরভাগ নতুন প্রযুক্তি অত্যন্ত ব্যয়-সংবেদনশীল বাজারে সাধ্যের বাইরে থেকে যাওয়ার ঝুঁকি নিয়ে আসে।


পরোক্ষ শীতলীকরণ স্বল্পমেয়াদে আরও টেকসই সমাধান, কারণ শীতলীকরণ প্রযুক্তির বিশেষজ্ঞরা কার্যকর, টেকসই এবং প্রাপ্তিযোগ্য বিকল্পগুলির সন্ধান চালিয়ে যাচ্ছেন।



সলিড-স্টেট ইলাস্টোক্যালোরিক কুলিং, বা থার্মোইলেকট্রিক কুলিং, ন্যূনতম জিডব্লিউপি-‌সহ একটি যুগান্তকারী প্রযুক্তি হিসাবে উপস্থাপিত হয়েছে। তার উপর, এটি রেফ্রিজারেন্টগুলিকে সম্পূর্ণরূপে নির্মূল করার সময় উল্লেখযোগ্য দক্ষতাবৃদ্ধি প্রদর্শন করে। এখানে, একটি এন-টাইপ এবং একটি পি-টাইপ সেমিকন্ডাক্টর, যা সোল্ডার করা তামা বা ধাতব আন্তঃসংযোগের মাধ্যমে বৈদ্যুতিকভাবে সিরিজে সংযুক্ত, এমন একটি থার্মোইলেকট্রিক কাপল তৈরি করে যা বৈদ্যুতিক ইনপুট দিয়ে ঠান্ডা করতে সক্ষম। এটি সিবেক বা পেল্টিয়ার প্রভাবের মাধ্যমে তাপমাত্রার পার্থক্যকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে সক্ষম করে (অথবা বিপরীতটি)‌ — দ্বিতীয়টি যখন দুটি ভিন্ন উপকরণের মধ্য দিয়ে বিদ্যুৎ চালানো হয় তখন একদিকে তাপ এবং অন্য দিকে ঠান্ডা হয়। এই প্রযুক্তির আয়তনবৃদ্ধি চ্যালেঞ্জের মুখোমুখি হয় বিসমাথ টেলুরাইড (সেমিকন্ডাক্টরে ব্যবহৃত) এবং তামার মতো গুরুত্বপূর্ণ উপকরণগুলিতে সরবরাহ শৃঙ্খলের দুর্বলতার কারণে, যেখানে ভূ-রাজনৈতিক ঝুঁকি এবং উৎপাদনের কেন্দ্রীভূত চরিত্র স্থিতিশীল এবং ব্যয়-কার্যকর উৎপাদনকে হুমকির মুখে ফেলে।

Beyond Energy Efficiency Powering Innovation In Sustainable Cooling

সূত্র:
অ্যাপ্লায়েড থার্মোইলেকট্রিক সলিউশনস এলএলসি , “হাউ থার্মোইলেকট্রিক কুলিং ওয়ার্কস”

সৌরচালিত
অ্যাবসর্পশন চিলারগুলিও একটি সম্ভাব্য বিকল্প যা জীবাশ্ম-জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করতে পারে এবং শক্তি সাশ্রয় করতে পারে, এবং তা অনির্ভরযোগ্য পাওয়ার গ্রিডযুক্ত অঞ্চলগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, এই সমাধানগুলিকে বৃহদায়তনে করার জন্য উল্লেখযোগ্য বিনিয়োগেরও প্রয়োজন হবে। অতিরিক্তভাবে, তাপের সংস্পর্শে বেশি ঝুঁকিপূর্ণ জনসম্প্রদায়ের জন্য এই প্রযুক্তিগুলির বেশিরভাগই সাশ্রয়ী হতে যথেষ্ট সময় লাগবে।

ভবিষ্যৎ-প্রতিরোধী নীতি

বৃহত্তর জলবায়ু লক্ষ্যের সঙ্গে তাপ অভিযোজনকে একীভূত করার জন্য কার্যকর শাসন এবং ভবিষ্যৎ-চিন্তা নীতি অপরিহার্য হবে। ভারতের সংশোধিত ই-বর্জ্য নিয়ম (২০২৬) বাতিল এসি থেকে রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার বাধ্যতামূলক করে, কিন্তু নিরাপদ প্রক্রিয়াকরণের জন্য প্রয়োগকারী ব্যবস্থার
অভাব রয়েছে। এই লক্ষ্যে ভারত সরকার ছয় বছরেরও বেশি পুরনো এসিগুলিকে পর্যায়ক্রমে বন্ধ করার  জন্য নতুন স্ক্র্যাপেজ নীতি  বিবেচনা করছে। ব্লু স্টার, এলজি ও স্যামসাংয়ের মতো শীর্ষস্থানীয় কর্পোরেশনগুলিকে বিদ্যুৎ মন্ত্রক এই নীতিগুলি প্রণয়নে অবদান রাখতে এবং গ্রীষ্মের মরসুমের জন্য প্রণোদনা তৈরি করতে আমন্ত্রণ জানিয়েছে।


ভারতের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থার অধীনে, এসিগুলিতে ২৮ শতাংশ কর আরোপ করা হত, যা বিলাসবহুল জিনিসপত্রের জন্য সর্বোচ্চ সম্ভাব্য হার, তা সেগুলি স্প্লিট বা উইন্ডো ইউনিট যাই হোক না কেন।



ভারতের কুলিং অ্যাকশন প্ল্যান (আইক্যাপ) চালু হওয়ার পর থেকে ছয় বছরেরও বেশি সময় ধরে শক্তি দক্ষতা বৃদ্ধি এবং রেফ্রিজারেন্টের চাহিদা কমানোর প্রচেষ্টা লক্ষণীয়। যাই হোক,
জেভন’‌স প্যারাডক্সের মতো, যত বেশি মানুষ শক্তি-সাশ্রয়ী এসির দিকে ঝুঁকছেন, তত বেশি গ্রহণ এবং ব্যবহার বৃদ্ধির কারণে নির্গমন প্রকৃত হিসাবে বৃদ্ধি পেতে পারে। এই নীতিটি তাঁদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য যাঁরা একটি পুরনো এসিকে একটি দক্ষ এসি দিয়ে প্রতিস্থাপন করেন, কারণ শক্তি খরচ সাশ্রয়ের কারণে তাঁরা আরও দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করতে উৎসাহিত বোধ করতে পারেন। এদিকে, অনেক শহুরে এবং গ্রামীণ দরিদ্র মানুষের জন্য, যাঁরা অতিরিক্ত তাপের সংস্পর্শে ভোগেন, এসি একটি অপ্রাপ্য ধারণা। ভারতের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থার অধীনে, এসিগুলিতে ২৮ শতাংশ
কর আরোপ করা হত, যা বিলাসবহুল জিনিসপত্রের জন্য সর্বোচ্চ সম্ভাব্য হার, তা সেগুলি স্প্লিট বা উইন্ডো ইউনিট যাই হোক না কেন। সাশ্রয়ী মূল্যের এবং টেকসই শীতলীকরণকে বিলাসিতা থেকে বেশি করে প্রয়োজনীয়তা হিসেবে স্বীকৃতি দেওয়া জলবায়ু-বান্ধব ব্যবস্থায় রূপান্তরের দিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।

কপ২৯-এ ৮০টিরও বেশি দেশ কর্তৃক অনুমোদিত গ্লোবাল কুলিং প্লেজ-‌এর মতো আন্তর্জাতিক কাঠামোগুলি ন্যূনতম শক্তি কর্মক্ষমতা মান (এমইপিএস) এবং  রেফ্রিজারেন্ট ফেজ-ডাউনের জন্য উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। তবে, কপ২৮-এর সময়ও এটি অনুমোদিত হয়েছিল। এই শব্দগুলি যাতে অর্থবহ পদক্ষেপে রূপান্তরিত হয় এবং ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ শীতল সরঞ্জামের জন্য এমইপিএস প্রয়োগ শুরু করা যায় তা নিশ্চিত করার জন্য দেশগুলিকে এই ধরনের বহুপাক্ষিক চ্যানেলের বাইরে একসঙ্গে কাজ করতে হবে।
 
সত্যিকারের টেকসই শীতলীকরণের উদীয়মান প্রযুক্তিগুলি আগামী দশকের মধ্যে  বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখল করতে পারে। তবে, উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে এগুলিকে প্রাপ্তিযোগ্য করে তোলা নীতিনির্ধারক ও বেসরকারি নির্মাতাদের উপর নির্ভর করবে। বর্ধিত সিস্টেম এবং পরিচালন ব্যয়ের কারণে জলবায়ু-বান্ধব রেফ্রিজারেন্ট বা থার্মোইলেকট্রিক শীতলীকরণে রূপান্তর বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। পর্যাপ্ত অর্থ এবং প্রযুক্তিগত জ্ঞান দ্বারা সমর্থিত এই রূপান্তরকে সহজতর করার জন্য সময়োপযোগী পদক্ষেপ জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যার জন্য প্যাসিভ কুলিং সমাধানের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে।
 



কৃষ্ণা ভোরা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সেন্টার ফর ইকোনমি অ্যান্ড গ্রোথ-‌এর গবেষণা সহকারী।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.