Published on Dec 27, 2024 Updated 0 Hours ago

ইউক্রেন দ্বারা এটিএসিএমএস ব্যবহার করার জন্য বাইডেনের অনুমোদন সত্ত্বেও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিক সামরিক ভারসাম্য প্রভাবিত হবে না

এটিএসিএমএস: ইউক্রেনের জন্য একটু বেশি দেরি হয়ে গেল?

বাইডেন প্রশাসন তার পশ্চিমী মিত্রদের সমর্থিত দীর্ঘ-পাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করার জন্য কিয়েভের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি মেনে নিয়েছে। ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া ১০,০০০ সৈন্য মোতায়েন করার পটভূমিতে কিয়েভের এটিএসিএমএস ব্যবহার করার জন্য ওয়াশিংটনের অনুমতি এসেছে। সর্বশেষ এটিএসিএমএস হল দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার (কিমি), অর্থাৎ তা রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলি ইতিমধ্যেই এই বছরের এপ্রিলে দেওয়া হয়েছিল, তবে তাদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয় নভেম্বরের শেষে। এটিএসিএমএস-এর একটি মাঝারি-পরিসরের বিকল্প ২০২৩ সালের শেষের দিকে দেওয়া হয়েছিল৷ এই ক্ষেপণাস্ত্রগুলির সরবরাহের উপর বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য বাইডেন প্রশাসনের সিদ্ধান্তটির সময় কিয়েভের অস্ত্রব্যবস্থা ব্যবহারের উপর আরও কয়েকটি বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল৷ এই অস্ত্রব্যবস্থা বা প্ল্যাটফর্মগুলির মধ্যে ছিল এফ-১৬, এম১-অ্যাব্রামস, হাই মোবিলিটি রকেট সিস্টেমস (‌হাইমার্স)‌, এবং প্যাট্রিয়ট মিসাইল। এটিএসিএমএস-‌এর মোতায়েন পূর্বে ইউক্রেনীয় অঞ্চলে সীমাবদ্ধ ছিল। বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএস) ক্রমাগতভাবে অস্ত্রব্যবস্থা সরবরাহের বিরোধিতা করেছে, কারণ যুদ্ধক্ষেত্রে সেগুলির ব্যবহার খুব বেশি রকম উত্তেজনা বৃদ্ধি করবে বলে আশঙ্কা ছিল। প্রকৃতপক্ষে, ইউক্রেনীয়দের যে এক হাত বেঁধে এই যুদ্ধে লড়াই করতে হচ্ছিল, তার প্রধান কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা বৃদ্ধির ভয়। ফলাফলটি ইউক্রেনীয়দের বিপর্যয়ের সম্মুখীন করেছে, এবং রাশিয়াকে ইউক্রেনের অভ্যন্তরে ক্রমবর্ধমানভাবে ভূখণ্ড দখলে সক্ষম করেছে। এটি ইউক্রেনের শহর ও পরিকাঠামোগুলিকে অবিরাম রুশ বোমাবর্ষণের মুখে অরক্ষিত রেখে দিয়েছিল।


বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএস) ক্রমাগতভাবে অস্ত্রব্যবস্থা সরবরাহের বিরোধিতা করেছে, কারণ যুদ্ধক্ষেত্রে সেগুলির ব্যবহার খুব বেশি রকম উত্তেজনা বৃদ্ধি করবে বলে আশঙ্কা ছিল।



এটিএসিএমএস-গুলি বহুকর্মশক্তিসম্পন্ন এবং এদের উৎক্ষেপণ করা যেতে পারে  হাইমার লঞ্চ প্ল্যাটফর্মের মতো বহুমুখী প্ল্যাটফর্ম থেকে, যা একটি স্বতন্ত্র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, এবং এটি বাইডেন প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্তের আগে থেকেই ব্যবহার করা হয়েছিল।
এটিএসিএমএস প্রোজেক্টাইলের মতোই হাইমার লঞ্চ প্ল্যাটফর্মটি অনেক রকম পরিবর্তনযোগ্য। এটিএসিএমএস-এর গতি ও পরিবর্তনযোগ্যতা এবং সেইসঙ্গে যেখান থেকে সেগুলি উৎক্ষেপণ করা হবে সেই হাইমার প্ল্যাটফর্মের পরিবর্তনযোগ্যতা সম্মিলিতভাবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের জন্য এগুলিকে আটকানো এবং লক্ষ্যবস্তু করা খুব কঠিন করে তোলে। এটিএসিএমএস-গুলি কার্যকরভাবে ব্যবহার করা হলে ইউক্রেনীয়দের জন্য বিরাট সুবিধা নিয়ে আসবে, কিয়েভকে রাশিয়ান কমান্ড ও কন্ট্রোল সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান ঘাঁটি, অস্ত্রের ডিপো বা স্টোরেজ সুবিধা, যোগাযোগ সুবিধা এবং বড় সামরিক স্থাপনা ধ্বংস করতে সাহায্য করবে। ইউক্রেন সংলগ্ন দক্ষিণ রাশিয়ার কৃষ্ণ সাগর এলাকা এটিএসিএমএস-গুলি দ্বারা যথেষ্ট বোমা হামলার শিকার হবে। ফলস্বরূপ, এটিএসিএমএস-গুলি শেষ পর্যন্ত কিয়েভ ও মস্কোর মধ্যে আলোচনা শুরু হলে ইউক্রেনীয়দের দর কষাকষির অবস্থান উন্নত এবং শক্তিশালী করবে। বাইডেন প্রশাসন কিয়েভের এটিএসিএমএস-গুলি ব্যবহারের জন্য অগ্রিম অনুমতি দিলেও, তাদের ব্যবহার কুরস্ক অঞ্চলে সীমাবদ্ধ, যেখানে রুশ ও উত্তর কোরীয় সেনাদের একটি বিশাল সম্মিলিত সমাবেশ রয়েছে। তবে, ইউক্রেনীয়রা স্টর্ম শ্যাডোস (ব্রিটিশ) এবং স্ক্যাল্প (ফরাসি) নামক অ্যাংলো-ফরাসি সহযোগিতার অংশ হিসাবে বিকশিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্ষমতা থেকেও উপকৃত হবে। এটিএসিএমএস-এর বিপরীতে, এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির ১৫৫ মাইলের কম পরিসীমা, এবং এগুলিকে একটি বায়ুবাহিত প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা হয়। আমেরিকার উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (নেটো) মিত্রদের দ্বারা নির্মিত হওয়া সত্ত্বেও, ওয়াশিংটন এটিএসিএমএস ব্যবহারের উপর নিজস্ব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরে এগুলির ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ, বৃহত্তম তহবিল হিসাবে ওয়াশিংটনের ভেটোর অর্থ হল যে এমনকি তার ট্রান্স-আটলান্টিক মিত্রদেরও কিয়েভে এমন অস্ত্রব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে নিষেধ করা হয়েছিল যা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা নির্মিত হয়নি। তা সত্ত্বেও, ডেলিভারি এবং ব্যবহারের জন্য অনুমোদনে বিলম্ব সত্ত্বেও, এই ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলি এবং তাদের প্ল্যাটফর্মগুলি প্রচুর ক্ষতি করতে পারে, এবং বর্ধিত রেঞ্জে রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যা মস্কোকে তার সম্পদ যেমন প্লেন, গোলাবারুদ স্টোরেজ সুবিধা এবং রাশিয়ার ভূখণ্ডের গভীরে কমান্ড সেন্টারগুলিকে স্থানান্তর করতে বাধ্য করে। একটি শান্তি মীমাংসার জন্য আলোচনার টেবিলে আসতে মস্কোকে বাধ্য করা এর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য, যার প্রতি আগত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন।

ইউক্রেন সংলগ্ন দক্ষিণ রাশিয়ার কৃষ্ণ সাগর এলাকা এটিএসিএমএস-গুলি দ্বারা যথেষ্ট বোমা হামলার শিকার হবে।



রাশিয়া ভবিষ্যদ্বাণী করে ভয়ঙ্কর হুমকি দিয়ে প্রতিক্রিয়া জানিয়ে রেখেছে যে এটি ইউক্রেনীয়দের দ্বারা ব্যবহৃত পশ্চিমী দূরপাল্লার অস্ত্রক্ষেপণ বরদাস্ত করবে না। যাই হোক, মস্কোর এই হুমকিগুলি মার্কিন নেতৃত্বাধীন নেটো রাষ্ট্রগুলিকে প্রায় তিন বছর ধরে রাশিয়ায় আঘাত করার জন্য
কিয়েভের সীমিত ব্যবহারের লক্ষ্যে সরবরাহ বা অনুমতির অন্তরায় হয়নি। প্রকৃতপক্ষে, ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি পাওয়ার পরপরই রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে আঘাত হানতে এটিএসিএমএস ব্যবহার করেছিল, যা বুঝিয়ে দেয় যে প্রশিক্ষণ এবং স্থাপনার কাজ আগে থেকেই চলছিল। রাশিয়া বরং এর তাৎপর্য ছোট করে দেখছিল।

কৌশলগত পর্যায়ে, সিদ্ধান্তটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের তাৎক্ষণিক সামরিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে না, এবং ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দেওয়ার জন্য কুর্স্ক অঞ্চলে রাশিয়াকে তার আসন্ন আক্রমণ থেকে বিরত করার সম্ভাবনাও নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে এটিএসিএমএস-‌এর মজুদ কম বলে
উদ্বেগের কারণে মার্কিন সিদ্ধান্ত বিলম্বিত হয়ে এমন সময়ে এল যখন খুব বেশি দেরি হয়ে গিয়েছে। ইউক্রেনকে এটিএসিএমএস ব্যবহারের অনুমতি দেওয়ার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তটি রাশিয়ার একটি নতুন পারমাণবিক মতবাদের ঘোষণার সঙ্গে মিলে যায়, যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রতিবন্ধকতা কমিয়ে দিয়েছে এবং পিছু হটবে না বলে সংকেত দিয়েছে।


ট্রাম্প প্রশাসনের প্রাথমিক প্ররোচনা ট্রাম্পের ডিল তৈরির ঝোঁক দিয়ে চালিত হয়ে ইউক্রেন ও রাশিয়া উভয়কেই আলোচনার টেবিলে আনার চেষ্টা করবে।


রাজনৈতিকভাবে, বাইডেন প্রশাসনের এটিএসিএমএস সিদ্ধান্তটি তাঁর প্রশাসনের প্রতিশ্রুতির উপর নির্ভর করে যে এটি ইউক্রেনকে সমর্থন করার জন্য
প্রতিটি ডলার ব্যবহার করবে। তবে, আগামী ট্রাম্প প্রশাসন এইভাবে এগোবে কিনা তা একটি বড় প্রশ্ন হতে পারে। ট্রাম্প প্রশাসনের প্রাথমিক প্ররোচনা ট্রাম্পের ডিল তৈরির ঝোঁক দিয়ে চালিত হয়ে ইউক্রেন ও রাশিয়া উভয়কেই আলোচনার টেবিলে আনার চেষ্টা করবে। ইউক্রেনের আরও আক্রমণ বা রাশিয়ার কঠোর ভঙ্গি ট্রাম্পের সাফল্যের সম্ভাবনাকে জটিল করে তুলতে পারে। এই বিষয়টি ইতিমধ্যেই রিপাবলিকানদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে, যাঁরা মনে করেন যে এটি ট্রাম্পের যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতিকে জটিল করতে পারে, কারণ এটি রাশিয়াকে উত্তেজিত করতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও সংস্থান খরচের কারণ হতে পারে। এদিকে, ট্রাম্প যেহেতু আগামী প্রেসিডেন্ট হিসাবে গোয়েন্দা ব্রিফিং পেতে শুরু করেছেন, এটি দেখতে আকর্ষণীয় হবে যে তিনি মধ্যবর্তী সময়ে বাইডেনের সিদ্ধান্তের উত্তরাধিকারের সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নেন।



বিবেক মিশ্র অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর।

কার্তিক বোমাকান্তি অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের একজন সিনিয়র ফেলো।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.

Authors

Kartik Bommakanti

Kartik Bommakanti

Kartik Bommakanti is a Senior Fellow with the Strategic Studies Programme. Kartik specialises in space military issues and his research is primarily centred on the ...

Read More +
Vivek Mishra

Vivek Mishra

Vivek Mishra is Deputy Director – Strategic Studies Programme at the Observer Research Foundation. His work focuses on US foreign policy, domestic politics in the US, ...

Read More +