এই নিবন্ধটি রাইসিনা এডিট ২০২৩ সিরিজের অংশ।
আমাদের মস্তিষ্কের গভীর নিউক্লিয়াস থেকে ডোপামিন এবং নোরাড্রেনালিন-সমৃদ্ধ ফাইবার মস্তিষ্কের যে কেন্দ্রগুলি শারীরবৃত্তীয় ভারসাম্য নিয়ন্ত্রণ করে, সেখানে প্রবেশ করে। মানসিক আচরণের সঙ্গে সম্পর্কিত জীবের প্রয়োজনীয়তাগুলি এই অবস্থানের নিরিখেই বিশ্লেষণ করা হয়। মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’ আমাদের ক্রিয়াগুলি নির্ধারণ করে এবং সেগুলি চাহিদার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আনন্দ দ্বারা সমৃদ্ধ। আমাদের চাহিদা পূরণে কার্যকর ব্যবহারগুলির তাই পুনরাবৃত্তি ঘটে। এটি সহজ —যত বার আমরা সুস্থতার মুহূর্তগুলি অনুভব করি, আমাদের মস্তিষ্ক সেই উদ্দীপনাকে সশক্ত করে তোলে, তত বার আমাদের এটি পুনরাবৃত্তি করতে প্ররোচনা জোগায়।
এই জটিল ব্যবস্থার অন্তর্নিহিত কারণ শুধুমাত্র আসক্তিই নয়, এর অন্তর্ভুক্ত রয়েছে সবচেয়ে সাধারণ আচরণও – আমরা রোদে দীর্ঘক্ষণ হাঁটার পরে তৃষ্ণা নিবারণ করি; সারাদিন কঠিন পরিশ্রমের পরে কিছু কিনে আমরা নিজেদের পুরস্কৃত করি। লড়াই করার পরবর্তী সময়ে (এমনকি তাপ প্রবাহের বিরুদ্ধেও) অথবা ভয়ের সম্মুখীন হলে (এমনকি ক্লান্তির অপ্রীতিকর অভিজ্ঞতা দ্বারা সৃষ্ট) একটি বস্তুও পুরস্কার হয়ে উঠতে পারে। তাই মন্দার সময় নিম্নমানের পণ্যের মতো মনোবল বৃদ্ধিতে সাহায্যকারী বেশ কিছু নির্দিষ্ট পণ্যের বিক্রয় বৃদ্ধি লক্ষ করা যায়।
একটি সমাজ যে সমস্ত ধরনের ঐতিহাসিক আঘাতকে প্রাত্যহিক জীবনের প্রান্তে ঠেলে দেয় এবং যখন সেগুলি অস্তিত্বের উপর প্রভাব বিস্তারকারী হিংসাত্মক ঘটনার সম্মুখীন হয়, তখন সেই যন্ত্রণাকে পুরস্কৃত করার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়।
৯/১১-র হামলার পর নামী ব্র্যান্ডের প্রাক্তন সভাপতি লিওনার্দ লডার ঘোষণা করেছিলেন যে, দুর্ঘটনাটির ফলে বিশেষ ব্র্যান্ডটির প্রসাধনী, বিশেষ করে লিপস্টিকের বিক্রি একলাফে অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেই সময়ে প্রচলিত অভিব্যক্তিটি ব্যবহার করে, বিশ্লেষকরা লিপস্টিক এফেক্ট -কে গভীর অর্থনৈতিক সঙ্কট এবং ক্রমহ্রাসমান ব্যয় ক্ষমতার সময়ে সাশ্রয়ী মূল্যের বিলাসবহুল পণ্য – উদাহরণস্বরূপ একটি লিপস্টিক – কেনার প্রবণতা হিসাবে সংজ্ঞায়িত করেন। কারণটি নিঃসন্দেহে মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থার অনুরূপ; হতাশার সময় বা পরে নানা ত্যাগের মাঝেও একজন নিজেকে পুরস্কৃত করে। তাই লিপস্টিক সূচক অর্থনৈতিক মন্দার একটি সূচক এবং তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়াগুলি একটি সিসমোগ্রাফ হিসাবে কাজ করতে পারে।
একটি সমাজ যে সমস্ত ধরনের ঐতিহাসিক আঘাতকে প্রাত্যহিক জীবনের প্রান্তে ঠেলে দেয় এবং যখন সেগুলি অস্তিত্বের উপর প্রভাব বিস্তারকারী হিংসাত্মক ঘটনার সম্মুখীন হয়, তখন সেই যন্ত্রণাকে পুরস্কৃত করার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। এমনটি ১৯২৯ সালের ব্ল্যাক টিউসডে-র পরবর্তী সময়ে, কঠিনতর ২০০৮ সালের পূর্বলক্ষণ হিসেবে ২০০০ সালে এবং ২০২০ সালে প্রত্যক্ষ করা গিয়েছিল। মানবতা ক্রমশ বিবর্তিত হয় এবং দুঃখ-কষ্টের ক্ষতিপূরণ এবং আনন্দের উদ্রেক করার জন্য নিযুক্ত বস্তু নির্বাচনের ক্ষেত্রেও তার বিকাশ লক্ষ্যণীয়। বর্তমানে মেটাভার্স-এর একটি নতুন ব্যবহারিক ক্ষেত্রে একটি সূচক কার্যকারিতা-সহ ছোট উপাদানমূলক বিলাসিতার মতো লিপস্টিক একটি নন-ফাঞ্জিবল টোকেন-এর (এনএফটি) সঙ্গে যুক্ত একটি ভার্চুয়াল পণ্য দ্বারা প্রতিস্থাপিত হয়৷
ভোক্তাদের জন্য ভার্চুয়াল পণ্যগুলি প্রায়শই এমন একটি বস্তুর মালিক হওয়ার সুযোগের প্রতিনিধিত্ব করে, যার অন্যথায় বাস্তবে লভ্যতা বেশ কঠিন। এটি এমন এক দর্শন, যা মস্তিষ্কের পুরস্কার প্রদান ব্যবস্থাকে আরও উদ্দীপিত করে – এক টুকরো জমি, একটি গাড়ি এবং এমনকি ক্লিমৎ-এর ‘দ্য কিস’ কেন নয়? এই ভিত্তির উপর দাঁড়িয়ে মেটাভার্সে শিল্প সম্পর্কে প্রায়শই উত্থাপিত প্রশ্নের উত্তরগুলি অনুমেয়: শেল পেন্টিংকে কেন টোকেনাইজ করা হবে? শিল্পের একটি ভৌত কাজের জন্য কেন কেউ এনএফটি-কে পছন্দ করবেন? ক্রিপ্টো শিল্প সংগ্রহ করার কারণ কী?
২০২১ সালের মার্চ মাসের মধ্যে শিল্প এনএফটিগুলি বাজারের শীর্ষে পৌঁছেছিল, যা ২০২২ সালের জানুয়ারি মাসে ওপেনসি-তে ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার ট্রেডিং ভলিউমে পৌঁছয়।
লিপস্টিক প্রভাবই এর যথাযোগ্য উত্তর। কিছু ব্যতিক্রম থাকলেও এগুলি ক্রয়যোগ্য বিলাসবহুল পণ্য- শুধুমাত্র সৃজনশীলতার সমন্বয়ে গঠিত হলেও আমরা যা কিনি, তা বস্তুগততার ক্ষতির জন্য- যেগুলি একটি সঙ্কটের সময় বা তার পরে আমাদের পুরস্কৃত করে।
শিল্প: আশ্রয় থেকে সান্ত্বনা
অতিমারির ফলে গত শতাব্দীতে বিশ্ব সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছিল। এই আলোকে মেটাভার্সে শিল্প জগতের পরিসংখ্যান বিশেষ ভাবে আকর্ষণীয়। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২০ সালের জুলাই মাসের মধ্যে মোট এনএফটি বিনিময় পরিমাণের ১৮ শতাংশ এই ক্ষেত্র থেকে হয়েছে; ২০২০ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে এর পরিমাণ ছিল ৭১ শতাংশ। ২০২১ সালের মার্চ মাসের মধ্যে শিল্প এনএফটিগুলি বাজারের শীর্ষে পৌঁছেছিল, যা ২০২২ সালের জানুয়ারি মাসে ওপেনসি-তে ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার ট্রেডিং ভলিউমে পৌঁছয়।
এই প্রেক্ষিতে ক্রিপ্টোকারেন্সির প্রবণতা ও তাদের পতন সত্ত্বেও যে দু’টি উল্লেখযোগ্য তথ্য উঠে আসে, সেগুলি হল ইউক্রেনের যুদ্ধের সময়ে সর্বাধিক বিখ্যাত সংগ্রহের মূল্য হ্রাস পরিলক্ষিত হলেও শিল্প এনএফটিগুলির বিক্রি ক্রমশ বেড়েই চলেছে। এর থেকে যে সিদ্ধান্তে পৌঁছনো যায়, তা হল ঐতিহাসিক ভাবে অন্তর্নিহিত মূল্যের একটি বিভাগ হিসাবে শিল্প বিবেচিত এবং অর্থনৈতিক-আর্থিক সঙ্কটের ফলাফলের উপরে তা নির্ভরশীল নয়। এনএফটি-এর সঙ্গে নিজেকে সংযুক্ত রাখার মাধ্যমে, একটি ‘নিরাপদ আশ্রয়স্থল’-এর তকমা হারিয়ে একটি ‘সান্ত্বনা’ পণ্যে পরিণত হয়।
পুরস্কার হিসেবে এর লভ্যতা, অনন্যতা এবং বর্জন
কোনও পণ্য ক্রয় করার মাধ্যমে যদি ক্ষমতার ধারণাকে সম্পত্তির মালিকানার সঙ্গে যুক্ত করা হয়, তা হলে সঙ্কট মোকাবিলা করার জন্য কৃতজ্ঞতা বোধ এবং লিপস্টিক প্রভাবের নেপথ্যে থাকা পুরস্কার প্রদানকারী ব্যবস্থার অনুঘটকটি আরও শক্তিশালী হয়।
সর্বভুক এবং অপরিণামদর্শী ভোক্তাদের বিশ্বে গুণগত তথ্যের ক্ষতির জন্য পরিমাণগত তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
একটি ‘লিপস্টিক’-এর বিপরীতে শিল্প-সম্পর্কিত এনএফটি কেনার অর্থ হল অদ্ভুত অভাব বজায় রাখার মাধ্যমে সহজে লব্ধ বিলাসবহুল পণ্যের মালিক হওয়ার সুযোগগুলি অনন্য, অপরিবর্তনীয় এবং সেগুলি বৃহত্তর পরিপূর্ণতা তৈরি করে। একটি মাত্র ক্লিকের মাধ্যমে যে কেউ অবিলম্বে শিল্প সংগ্রহের অধীনস্থ সন্তোষজনক প্রক্রিয়াটি তৎক্ষণাৎ ব্যবহার করতে পারে। অনন্য পণ্যের মালিক হওয়া, এর বিক্রয় থেকে লাভ অর্জন করা যায় কি না তা বিবেচনা করে এবং অন্যদের কাছ থেকে এটি গোপন করে রাখা যাবে কি না, সেই সিদ্ধান্ত বর্জনের মাধ্যমে অর্জন করা যেতে পারে। তাই ক্ষমতার সুখকর মরীচিকা আরও স্পষ্ট হয়ে ওঠে।
পণ্যদ্রব্যে শিল্পের ‘টোকেনাইজেশন’
এনএফটি নিঃসন্দেহে শিল্পের বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটি সুযোগ, শিল্প বাজারের ঐতিহ্যগত বাধা অতিক্রম করে একটি সৃজনশীল উৎপাদনের জন্য শিল্পীদের কার্যকর হাতিয়ার হিসেবেই নয়, বরং এর নিলামকারীদের মধ্যস্থতাকারী ছাড়াই ক্ষেত্রটিতে নিওফাইট সংগ্রাহকদের জন্য প্রবেশের একটি নতুন সম্ভাবনা প্রদর্শন করে। যদিও এগুলির নেপথ্যে গুরুতর পরিণতি রয়েছে। শিল্প আর প্রশংসা করার মতো শুধুমাত্র সাংস্কৃতিক পণ্য নয়, বরং সেটি ক্রয়যোগ্য পণ্যও বটে।
সর্বভুক এবং অপরিণামদর্শী ভোক্তাদের বিশ্বে গুণগত তথ্যের ক্ষতির জন্য পরিমাণগত তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সাংস্কৃতিক শিল্পে তার পুনর্নবীকরণ অনেকটাই ছদ্মবেশস্বরূপ। বর্তমান শিল্পে একাধিক শিল্প এনএফটিগুলি দৃঢ় অনুপ্রেরণা এবং শৈল্পিকভাবে সঠিক ধারণা থেকে বঞ্চিত। সে জন্যই সেগুলি শুধুমাত্র সংগ্রহযোগ্য পণ্যে পর্যবসিত হয়েছে। বর্ধিত পুরস্কার শক্তির পাশাপাশি ‘লিপস্টিক’-এ রূপান্তরিত শিল্পকর্মগুলি এখন আর অর্থনৈতিক সঙ্কটের নয়, বরং একটি নান্দনিক সঙ্কটের লক্ষণ হয়ে উঠেছে।
এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে পেছনে ফেরা: ভবিষ্যতে পুরনো পেশা
যান্ত্রিক উৎপাদন কৌশল দ্বারা বিকৃত এনএফটি সম্পর্কিত কাজের শৈল্পিক মূল্য প্রায়শই পণ্যায়নের শিকার হয়। সুতরাং এটি এই সম্ভাব্য সমাধানের উপর জরুরি আলোকপাত করে যে, শিল্প এবং মেটাভার্সের সমন্বয়ের অনন্য সুবিধাগুলিকে একপাশে সরিয়ে না রেখে এটি সাংস্কৃতিক পণ্যগুলির মূল সুরকেই রক্ষা করে।
নিলামকারীকে অবশ্যই নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং শুধুমাত্র কাজের বোঝাপড়া নয়, তার স্রষ্টার কাজ এবং সাংস্কৃতিক প্রেক্ষিত বোঝার ক্ষেত্রেও ধারণা রাখতে হবে। এর পাশাপাশি নতুন ভার্চুয়াল মহাবিশ্বের পাঠোদ্ধারের বিশেষজ্ঞ হতে হবে।
শিল্পকর্মের মানের স্তরের গ্যারান্টি দেওয়ার সম্ভাবনা শুধুমাত্র পূর্বে অপসারিত মধ্যস্থতাকারীদের অর্থাৎ নিলামকারীদের ক্ষেত্রে পুনঃপ্রবর্তনের মাধ্যমেই উঠে আসে। তারাই একমাত্র যারা ভার্চুয়াল জগতে শিল্পের গুণমানকে ঐতিহ্যগত জগতে তাদের কর্তৃত্বের মাধ্যমে অনুমোদন করতে এবং বাজারের নিম্ন মানের সম্পৃক্ততার সমাধান করতে পারে। নিলামকারীকে অবশ্যই নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং শুধুমাত্র কাজের বোঝাপড়া নয়, তার স্রষ্টার কাজ এবং সাংস্কৃতিক প্রেক্ষিত বোঝার ক্ষেত্রেও ধারণা রাখতে হবে। এর পাশাপাশি নতুন ভার্চুয়াল মহাবিশ্বের পাঠোদ্ধারে বিশেষজ্ঞ হতে হবে। তাদের অবশ্যই মেটাভার্সের গতিবিধি সম্পর্কে জানতে হবে এবং তার প্রযুক্তির সঙ্গেও পরিচিত হতে হবে। আরও সঠিকভাবে অর্থনৈতিক মাত্রায় দক্ষতা বিকাশে সক্ষম হতে হবে।
এ ক্ষেত্রে ইতিমধ্যে উল্লেখযোগ্য অসংখ্য বাস্তবতা বিদ্যমান। অন্যগুলির মধ্যে, রিজনড আর্ট বা যুক্তিযুক্ত শিল্প, যা নিলামযোগ্য বিষয়বস্তু এবং আভাঁ গার্দ প্রদর্শনী-সহ ডিজিটাল শিল্পীদের কাজের পরিমাণ বাড়াবে। আর্টেক ল্যাবের সঙ্গে ইউরোপীয় প্রকল্পগুলির সামঞ্জস্য বজায় রেখে এটি শিল্পী, নিলামকারী এবং উত্সাহীদের জন্য একটি শিক্ষামূলক পরিসরকেও তুলে ধরে। এ ছাড়াও বোসন প্রোটোকল রয়েছে, যা ট্যাম গ্রাইনের ক্যালিবার কিউরেটরদের গুণমানসম্পন্ন শিল্প প্রদর্শনী তৈরি করতে সক্ষম করে, যেখানে ডিজিটাল এবং বাস্তব সমন্বিত হয়।
লিপস্টিক প্রভাবে ফিরে এলে এ কথা বলা যায়, আমাদের উপর প্রভাব বিস্তারকারী সব কিছুই আসলে আমাদের সংজ্ঞায়িত করে; এমনকি একটি ‘লিপস্টিক’ও – একটি অ্যালগরিদমের মতোই – আমাদের মন্দা সম্পর্কে অবগত করতে পারে। মেটাভার্সের মতো আর একটি পরিসর থাকা – যেখানে বাস্তবতার গতিশীলতাকে পুনরুত্পাদন করা নিশ্চিতভাবেই অনন্য সুযোগ হলেও – এটি একটি গুরু দায়িত্বও বটে। বিশেষ করে যখন আমাদের সঙ্কটকে পুনর্নির্মাণের জন্য অর্পিত বস্তুটি শিল্পে পরিণত হয়। শিল্পের পবিত্রতাকে অক্ষুণ্ণ রেখে তার উদ্ভাবনকে স্বীকৃতি দেওয়া উভয় বিশ্বে একটি অপরিহার্য বাস্তব হয়ে ওঠা জরুরি।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.