Published on Jul 29, 2025 Updated 0 Hours ago

চিনের গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলে আধিপত্য অস্ত্রায়ণ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের একটি ক্রমবর্ধমান কারণ।

গুরুত্বপূর্ণ খনিজ চুক্তির অর্থনৈতিক যুক্তি দুর্বল হলেও এটি ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও সম্পৃক্ততাকে ন্যায্যতা দিয়েছে

শিল্প প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি এবং সামরিক প্রয়োগের উন্নয়নে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বিশ্বব্যাপী চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে। কোভিড-১৯ অতিমারির পর থেকে সরবরাহ শৃঙ্খল নিরাপত্তা দেশগুলির জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছেতাই দেশগুলি এই খনিজ পদার্থগুলিতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য নতুন বাজারের দিকে ঝুঁকছে। এর মধ্যে অন্যতম হল ইউরোপের বৃহত্তম দেশ ইউক্রেন, যেখানে ২০,০০০-এরও বেশি খনিজ মজু এবং বিশ্বের গুরুত্বপূর্ণ খনিজ মজুতের পাঁচ শতাংশ রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ পদার্থের প্রতি যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে এবং ৩০ এপ্রিল বহু প্রতীক্ষিত খনিজ পদার্থ চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তিতে দুই দেশের মধ্যে একটি বিনিয়োগ অংশীদারিত্ব তহবিলের কথা বলা হয়েছে, যার একটি অংশ ইউক্রেনের পুনর্গঠনের জন্য ব্যবহার করা হবে। এটি ইউক্রেনে খনিজ পদার্থ উত্তোলনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকারমূলক অধিকার প্রদান করেএকই সঙ্গে এটি খনিজ পদার্থ উত্তোলন প্রক্রিয়া নিয়ন্ত্রণে পূর্ববর্তী খসড়ার তুলনায় ইউক্রেনকে বৃহত্তর ক্ষমতা প্রদান করে।

সুস্পষ্ট নিরাপত্তা গ্যারান্টির অভাব থাকা সত্ত্বেও চুক্তিটি কিয়েভের জন্য একটি সঞ্জীবনীসম, যা অব্যাহত মার্কিন সহায়তা নিশ্চিত করে। কিন্তু চুক্তিটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তির যৌক্তিকতা সম্ভাব্যতা নিয়ে মূল প্রশ্নগুলি রয়েই গিয়েছে।

ইউক্রেনের খনিজ পদার্থের ভাণ্ডারে নিওডিয়ামিয়াম, ইট্রিয়াম, সেরিয়াম ল্যান্থানামের মতো বিরল ধরনের পদার্থও রয়েছে, যা বৈদ্যুতিক যানবাহন, ইলেকট্রনিক উপাদান, লেজার নির্দেশিকা ব্যবস্থা, উপগ্রহ এবং বায়ু টারবাইন উৎপাদনে গুরুত্বপূর্ণ।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মানচিত্র

ইউক্রেনে ১১৬ ধরনের খনিজ পদার্থের মজু রয়েছে, যার মূল্য ১৪ ট্রিলিয়ন ডলার। দেশটিতে টাইটানিয়াম (মহাকাশ, প্রতিরক্ষা এবং রাসায়নিক শিল্পে ব্যবহৃত), ম্যাঙ্গানিজ (ইস্পাত উৎপাদনে ব্যবহৃত একটি সংকর ধাতু), লিথিয়াম গ্রাফাইট (ব্যাটারি দূষণহীন প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ উপাদান), ইউরেনিয়াম, জিরকোনিয়াম বেরিলিয়াম (পারমাণবিক চুল্লি অস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ), কয়লা লৌহ আকরিকের বিশাল মজুত রয়েছে। ইউক্রেনের খনিজ পদার্থের ভাণ্ডারে নিওডিয়ামিয়াম, ইট্রিয়াম, সেরিয়াম ল্যান্থানামের মতো বিরল ধরনের পদার্থও রয়েছে, যা বৈদ্যুতিক যানবাহন, ইলেকট্রনিক উপাদান, লেজার নির্দেশিকা ব্যবস্থা, উপগ্রহ এবং বায়ু টারবাইন উৎপাদনে গুরুত্বপূর্ণ।

ইউক্রেনের বেশির ভাগ খনিজ সম্পদ দুটি অঞ্চলে কেন্দ্রীভূত। প্রথমটি হল ইউক্রেনীয় শিল্ড, একটি ভূতাত্ত্বিক কাঠামো যা দেশের মধ্য এবং উত্তরাঞ্চলকে আচ্ছাদিত করে এবং দ্বিতীয়টি হল ডিনিপ্রো-ডোনেটস ডিপ্রেশন, যা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের অভিন্ন সীমান্তের কাছাকাছি অবস্থিত। ইউক্রেনের সম্ভাব্য খনিজ সম্পদের প্রায় ২০ শতাংশ এখন রুশ সশস্ত্র বাহিনীর দখলকৃত এলাকায় রয়েছে।

খনিজের সমস্ত ভাণ্ডার নিয়ে ভাল ভাবে গবেষণা হয়নি বা সেগুলি বিকশিত হয়নি। তবে ইউক্রেনের বিদ্যমান শক্তিশালী খনি শিল্পের কারণে এগুলির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। রাশিয়ার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণের আগের বছর ধাতু খনি শিল্প ইউক্রেনের জিডিপিতে ১০ শতাংশ অবদান রেখেছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি প্ল্যান্টের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে, বিশেষ করে উচ্চ প্রযুক্তি খাতে।

চুক্তির মূল চালিকাশক্তি

চিনের গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলে আধিপত্য অস্ত্রায়ণ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের একটি ক্রমবর্ধমান কারণ। বেজিং তার সার্বভৌম স্বার্থের পরিপন্থী যে কোনও পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করার জন্য আপস্ট্রিম (নিষ্কাশন প্রযুক্তি), মিডস্ট্রিম (প্রক্রিয়াকরণ পরিশোধন) এবং ডাউনস্ট্রিম (উৎপাদনে এর ব্যবহার) ক্ষেত্রে  তুলনামূলক সুবিধা অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলিতে চিনের ক্রমবর্ধমান যুদ্ধবাজ মনোভাব এবং দ্বৈত-ব্যবহার প্রযুক্তির বিস্তার নিয়ে উদ্বেগের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চিনের প্রযুক্তিগত উন্নয়নকে বাধা দেওয়ার জন্য রফতানি নিয়ন্ত্রণ বিধি আরোপ করেছে। এর প্রতিক্রিয়ায় বেজিং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ বিরল পদার্থের ফতানি সীমিত নিষিদ্ধ করেছে।

বর্তমান চুক্তিটি ইউক্রেনীয় স্বার্থের অনুকূল। যেমন ইউক্রেনের ভূগর্ভস্থ ভূখণ্ডের মালিকানার উপর জোর দেওয়া এবং কোনও প্রকল্প আটকানোর জন্য ইউক্রেনকে অধিকার প্রদান

এ ভাবে ওয়াশিংটন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের জন্য নতুন নির্ভরযোগ্য উৎস খুঁজছে এবং মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা অনুযায়ী, ইউক্রেনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫০টি খনিজ পদার্থের মধ্যে ২২টির ভাণ্ডার রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি যে প্রাথমিক চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন, তা ইউক্রেনীয় স্বার্থের বিরুদ্ধে ছিল। সেই চুক্তিতে মার্কিন নিরাপত্তা গ্যারান্টির অভাব ছিল এবং বাইডেন প্রশাসনের অধীনে প্রাপ্ত সামরিক সহায়তার জন্য ইউক্রেনের উপর ঋণের বোঝা ছিল। বর্তমান চুক্তিটি ইউক্রেনীয় স্বার্থের অনুকূল। যেমন ইউক্রেনের ভূগর্ভস্থ ভূখণ্ডের মালিকানার উপর জোর দেওয়া এবং কোনও প্রকল্প আটকানোর জন্য ইউক্রেনকে অধিকার প্রদানসর্বোপরি, এই চুক্তি মার্কিন ব্যবসাগুলিকে ইউরোপীয় বিনিয়োগকারীদের উপর ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিশেষাধিকার প্রদান করে না, যা ইউক্রেনের ইইউ সদস্যপদ পাওয়ার বিষয়টিকে বাধাগ্রস্ত করতে পারে। পরিশেষে, ইউক্রেনের কাছে কোনও ঋণের বাধ্যবাধকতা নেই এবং তহবিলের একটি অংশ দেশের পুনর্গঠনের জন্য ব্যবহার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

চুক্তির সম্ভাব্যতা

ইউক্রেনীয় ভাণ্ডারে সুবিশাল সম্ভাবনা থাকলেও উপাদানগুলির অভিহিত মূল্য চূড়ান্ত পণ্যগুলিতে পৌঁছনোর জন্য প্রয়োজনীয় উল্লেখযোগ্য বিনিয়োগ এবং প্রয়োজনীয় সময়কে ধারণ করে না। খনিজগুলির বাণিজ্যিক কার্যকারিতা নির্ধারণে সময় ব্যয় হওয়া সত্ত্বেও এই ধরনের পদার্থের অনুসন্ধান থেকে উত্তোলন পর্যন্ত গড় সময় লাগবে ১৬ বছর। রুশ আক্রমণের ফলে ক্ষতি, নিষ্ক্রিয় প্ল্যান্টগুলির জরাজীর্ণতা এবং ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় বিদ্যুৎ অস্থিতিশীলতার কারণে সংঘাত শেষ হওয়ার পরেও শিল্পের দ্রুত লাভ অর্জনের ক্ষমতা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। এর অর্থ হল, চুক্তিটি থেকে উভয় দেশ স্বল্প থেকে মধ্যমেয়াদে তেমন কোনও লাভ করতে পারবে না। উত্তোলন বাদ দিলে ইউক্রেনের খনিজ পরিশোধন ক্ষমতা নেই, যা প্রকৃত খনিজ স্বাধীনতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সময়ে চিনের পরেই নির্ভরশীল থাকবে।

রুশ আক্রমণের ফলে ক্ষতি, নিষ্ক্রিয় প্ল্যান্টগুলির জরাজীর্ণতা এবং ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় বিদ্যুৎ অস্থিতিশীলতার কারণে সংঘাত শেষ হওয়ার পরেও শিল্পের দ্রুত লাভ অর্জনের ক্ষমতা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে

সর্বোপরি, বর্তমানে আলোচিত কিছু খনিজ মূল্যায়ন ইউএসএসআর সরকারের অধীনে পরিচালিত হয়েছিল, যা তথ্যের অপ্রচলিততা নিয়ে প্রশ্ন তুলেছে। আর কটি গুরুত্বপূর্ণ বিষয় হল দোনেৎস্ক, লুগানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ায় গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের এক্তিয়ার ব্যবস্থাপনা, যেখানে ৩৫০ বিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধ আলোচনা ব্যর্থ হওয়ার পর, রাশিয়া পূর্ব ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রকে খনিজ অনুসন্ধান চুক্তির প্রস্তাব দিয়েছে, যা এই অঞ্চলের ভবিষ্যতের উপর ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে। তা ছাড়া, বিনিয়োগের জন্য ব্যবসা করা কঠিন হবে কারণ এই অঞ্চলের অস্থিরতার কারণে বেসরকারি সংস্থাগুলি নিরুৎসাহিত হবে। সুতরাং, এই চুক্তির একটি দুর্বল অর্থনৈতিক যুক্তি রয়েছেতবে এটি দেশীয় ভোটারদের কাছে ইউক্রেনে আরও মার্কিন সম্পৃক্ততাকে ন্যায্যতা দেয়। এর পাশাপাশিই নিরাপত্তার নিশ্চয়তার অভাবে ভুগতে থাকা ইউক্রেনের কাছে অব্যাহত মার্কিন সাহায্য, খনিজ উত্তোলনে মার্কিন সম্পৃক্ততা এবং ইউক্রেনের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে মার্কিন সম্পৃক্ততার জন্য আরও বেশি পরিমাণে মার্কিন উপস্থিতি সম্ভবত যুদ্ধ-পরবর্তী ইউক্রেনে স্থিতিশীলতার নিশ্চয়তা প্রদান করে

 


এই প্রতিবেদনটি সর্বপ্রথম প্রকাশিত হয় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.

Author

Rajoli Siddharth Jayaprakash

Rajoli Siddharth Jayaprakash

Rajoli Siddharth Jayaprakash is a Junior Fellow with the ORF Strategic Studies programme, focusing on Russia’s foreign policy and economy, and India-Russia relations. Siddharth is a ...

Read More +