-
CENTRES
Progammes & Centres
Location
ভারতে ক্রমবর্ধমান রাজনৈতিক ব্যয় নির্বাচনের বাইরেও অনেক বেশি। প্রার্থীরা এখন সারা বছর দৃশ্যমানতা, সংহতি এবং ডিজিটাল উপস্থিতিতে প্রচুর বিনিয়োগ করেন।
এই গবেষণার মূল বৈশিষ্ট্য হল দলীয় পর্যায়ের ব্যয় পরীক্ষা করার পরিবর্তে রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ব্যয়ের প্রকৃতি নির্ধারণের উপর একচেটিয়া দৃষ্টি নিবদ্ধ করা। সর্বোপরি, গবেষণার পরিধি নির্বাচনের বাইরেও বিস্তৃত হয়ে প্রসারিত ব্যয় চক্রকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ যখন একজন প্রার্থী রাজনীতিতে প্রবেশ করেন, একটি রাজনৈতিক নির্বাচনী পরিসর তৈরি করেন, সেটিকে লালন করেন এবং দলীয় মনোনয়ন নিশ্চিত করার জন্য (অথবা দলীয় প্রাথমিক নির্বাচনে সফল হওয়ার জন্য) খরচ করেন। গবেষণায় বিজয়-পরবর্তী ব্যয়ের গতিশীলতা, বিশেষ করে নির্বাচনী এলাকাব্যাপী ব্যয় বোঝার চেষ্টা করা হয়েছিল। ব্যয়ের আঞ্চলিক তারতম্য এবং নারী, যুব, দলিত, উপজাতি ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর মতো সুবিধাবঞ্চিত অংশের উপর ক্রমবর্ধমান রাজনৈতিক ব্যয়ের অসামঞ্জস্যপূর্ণ প্রভাবের উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল। এই গবেষণার পরিধি ছিল লোকসভা - সংসদের নিম্নকক্ষ এবং রাজ্য বিধানসভা নির্বাচনের প্রতিযোগিতার সঙ্গে সম্পর্কিত ব্যয়ের ধরন বোঝার মধ্যে সীমাবদ্ধ।
ব্যয়ের আঞ্চলিক তারতম্য এবং নারী, যুব, দলিত, উপজাতি ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর মতো সুবিধাবঞ্চিত অংশের উপর ক্রমবর্ধমান রাজনৈতিক ব্যয়ের অসামঞ্জস্যপূর্ণ প্রভাবের উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল।
এই অন্তর্দৃষ্টি সংগ্রহ করার জন্য গবেষণায় বিস্তৃত সরেজমিন পর্যায়ে কাজ করা হয়েছে, যার মধ্যে রয়েছে আধা-কাঠামোগত মূল তথ্যদাতাদের সাক্ষাৎকার এবং ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি)। এই আলোচনায় অংশগ্রহণকারী বিভিন্ন অংশীদার - নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, দলীয় কর্মকর্তা, নির্বাচন কর্তৃপক্ষ, শিক্ষাবিদ, থিঙ্ক ট্যাঙ্ক, অর্থ সংক্রান্ত রাজনীতির উপর নজরদার সাংবাদিক ও অন্যদের অংশগ্রহণ। এই আলোচনা চারটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিচালিত হয়েছিল: উত্তর, দক্ষিণ, পূর্ব এবং মধ্য ভারত। প্রাথমিক উৎস ছাড়াও প্রকাশিত/ গবেষণামূলক নিবন্ধ, বই, উত্তর-সম্পাদকীয়, প্রার্থী এবং দলগুলির দ্বারা জমা দেওয়া নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন ও প্রচারণার অর্থায়ন, রাজনৈতিক অংশগ্রহণ ও ভারতে দলীয় কার্যকারিতা সম্পর্কিত বিদ্যমান গবেষণা অধ্যয়ন-সহ পরোক্ষ তথ্যের একটি উল্লেখযোগ্য অংশ থেকেও অন্তর্দৃষ্টি নেওয়া হয়েছে।
গবেষণার প্রধান ফলাফল
যেহেতু বছরের পর বছর ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও রাজনীতিতে অংশগ্রহণের খরচ দ্রুত বৃদ্ধি পেয়েছে, তাই গবেষণায় বেশ কিছু কাঠামোগত ও পদ্ধতিগত কারণ চিহ্নিত করা হয়েছে, যা এই ব্যয়ের কারণকেই দর্শায়। গবেষণায় কিছু নীতিগত সুপারিশও দেওয়া হয়েছে, যা ক্রমবর্ধমান রাজনৈতিক খরচ কমাতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার ও সামাজিক পরিবর্তনের উপর জোর দেয়।
নিরঞ্জন সাহু অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো।
অম্বর কুমার ঘোষ অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের অ্যাসোসিয়েট ফেলো।
নিবন্ধে প্রকাশিত মতামত লেখক(দের) ব্যক্তিগত।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.
Niranjan Sahoo, PhD, is a Senior Fellow with ORF’s Governance and Politics Initiative. With years of expertise in governance and public policy, he now anchors ...
Read More +
Ambar Kumar Ghosh is an Associate Fellow under the Political Reforms and Governance Initiative at ORF Kolkata. His primary areas of research interest include studying ...
Read More +