Published on Aug 18, 2025 Updated 0 Hours ago

স্টার্ট-আপ পর্যায় শেষ। পাইলট প্রকল্পগুলি সম্পন্ন হয়েছে। এখন, বিশ্বের বৃহত্তম পেমেন্ট সিস্টেমকে ভারতের গ্র্যান্ড স্ট্র্যাটেজির অংশ হিসাবে সীমান্ত অতিক্রম করতে হবে।

আয়তন বৃদ্ধির পর, ইউপিআই অবশ্যই ভারতের গ্র্যান্ড স্ট্র্যাটেজিকে শক্তিশালী করবে

প্রযুক্তি, যা ঐতিহ্যগতভাবে পশ্চিমী বিশ্বে উচ্চ অর্থায়নের সহায়ক ছিল, ভারতে গণতন্ত্রীকৃত হয়েছে। অর্থব্যবস্থা, যা উন্নয়নমূলক অর্থনীতির হাতিয়ার হিসাবে বিবেচিত হত, এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির গড় নাগরিকদের মোবাইল ফোনে দৃঢ়ভাবে স্থান করে নিয়েছে। ভারত বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প এবং বিশ্বের বৃহত্তম সামাজিক নিরাপত্তা প্রকল্প থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ লেনদেনকারী অর্থনীতি পর্যন্ত বেশ কয়েকটি উদ্ভাবনের একটি কেস স্টাডি। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এই উপাদানগুলিকে একত্রিত করে।


ইউপিআই বিশ্বের বৃহত্তম পেমেন্ট প্ল্যাটফর্ম হয়ে উঠেছে — ২০২৪ সালে ভিসার ৬৩৯ মিলিয়ন দৈনিক লেনদেনের তুলনায়, ১ জুন ২০২৫ সালে ইউপিআই ৬৪৪ মিলিয়ন এবং ২ জুন ৬৫০ মিলিয়ন লেনদেন রেকর্ড করেছে।



ইউপিআই বিশ্বের বৃহত্তম পেমেন্ট প্ল্যাটফর্ম হয়ে উঠেছে — ২০২৪ সালে ভিসার ৬৩৯ মিলিয়ন দৈনিক লেনদেনের তুলনায়,
 ১ জুন ২০২৫ সালে ইউপিআই ৬৪৪ মিলিয়ন এবং ২ জুন ৬৫০ মিলিয়ন লেনদেন করেছে। তবে লেনদেনের মূল্যের দিক থেকে, ভিসা এখনও শীর্ষে রয়েছে: ১৩.২ ট্রিলিয়ন মার্কিন ডলার। এটি ইউপিআই-‌এর ৩.২ ট্রিলিয়ন মার্কিন ডলারের চেয়ে চারগুণ বেশি। এটি আশ্চর্যজনক নয়, কারণ ভিসা ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ২০১৬ সালে ইউপিআই-এর প্রায় পাঁচ দশক আগে। পরবর্তী দশকে, ইউপিআই-এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি ভারতের মোট আভ্যন্তর উৎপাদন (জিডিপি) বৃদ্ধিতে অবদান রাখে এবং এতে অংশ নেয়, যা বর্তমানে বিশ্বের দ্রুততম। মে ২০১৮ থেকে মে ২০২৫ এর মধ্যে, ইউপিআই পেমেন্ট প্রতি বছর দ্বিগুণ হয়েছে। গুরুত্বপূর্ণ পরিমাণে পৌঁছে যাওয়ার পর, গতি ধীর হতে পারে, তবুও বৃদ্ধি অব্যাহত থাকবে।

অন্যভাবে দেখলে, ইউপিআই-তে লেনদেনের বার্ষিক মূল্য (৩.২ ট্রিলিয়ন মার্কিন ডলার), যা  ইতালি (২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার), ব্রাজিল (২ ট্রিলিয়ন মার্কিন ডলার) বা কানাডার (২.১ ট্রিলিয়ন মার্কিন ডলার) জিডিপি-র চেয়ে বেশি - টেবিল ১ দেখুন।

 
সারণী ১: ইউপিআই-এর বার্ষিক বৃদ্ধি

 

ইউপিআই-এর বার্ষিক বৃদ্ধি: বতসোয়ানা থেকে ইতালি

১২ মাস

ইউপিআই-‌এর বার্ষিক মূল্য

লেনদেন (‌মার্কিন ডলারে)‌

যে সব দেশকে ছাপিয়ে গিয়েছে

জুন ২০১৭ - মে ২০১৮

  ১৯.৮১                          

বেনিন, জামাইকা, বতসোয়ানা 

জুন ২০১৮ - মে ২০১৯

                         ১৩৩.৩৪

স্লোভাক প্রজাতন্ত্র, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর

 জুন ২০১৯ - মে ২০২০

                         ২৬৪.৮১

কাজাখস্তান, নিউজিল্যান্ড, ইরাক

জুন ২০২০ - মে ২০২১

                          ৫৬৬.২১

 আয়ারল্যান্ড, তাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি

জুন ২০২১ - মে ২০২২

                    ১,০৬৮.৮৭ 

সৌদি আরব, সুইজারল্যান্ড, পোল্যান্ড

জুন ২০২২ - মে ২০২৩

                    ১,৭৭৬.০৬

অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন

জুন ২০২৩ - মে ২০২৪

                    ২,৫৩১.৯৮ 

ইতালি, ব্রাজিল, কানাডা

জুন ২০২৪ - মে ২০২৫

                    ৩,২৩৪.৮১ 

ইতালি, ব্রাজিল, কানাডা (কোনও নতুন দেশকে অতিক্রম করেনি)

সূত্র: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) থেকে ইউপিআই লেনদেনের মূল্যের তথ্য; বিশ্ব ব্যাঙ্ক থেকে জিডিপি ডেটা

অন্যভাবে পরীক্ষা করলে, ২০১৬ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর থেকে, ইউপিআই-তে লেনদেনের মূল্য প্রায় প্রতি মাসে একটি দেশের সমতুল্য যোগ করেছে: এটি ২০২৫ সালের মে মাসে ফিনল্যান্ড এবং পর্তুগাল, ২০২৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ড, ২০২৪ সালের মে মাসে গ্রিস, ২০২৩ সালের ডিসেম্বরে কাতার এবং হাঙ্গেরিকে অতিক্রম করেছে—সারণী ২ দেখুন।

সারণী ২: ইউপিআই-এর মাসিক উত্থান: টুভালু থেকে ফিনল্যান্ড

মাস

ইউপিআই লেনদেনের মাসিক মূল্য  ($ মিলিয়নে)

যে সব দেশকে ছাপিয়ে গিয়েছে

ডিসেম্বর ২০১৬

                              ৮৫

টুভালু

জানুয়ারি

২০১৭

                           ২০৪

নাউরু

মার্চ ২০১৭

                            ২৯১ 

পালাউ, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ

আগস্ট ২০১৭

                           ৪৯৯

 

ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া

সেপ্টেম্বর ২০১৭

                            ৬৩৯

  টোঙ্গা

অক্টোবর ২০১৭ 

                           ৮৪৭

সাও টোম ও প্রিন্সিপে, ডোমিনিকা, সেন্ট মার্টিন

নভেম্বর ২০১৭

                         ১,১৬০

ভানুয়াতু, উত্তর মেরিনা দ্বীপপুঞ্জ, সেন্ট লুইস ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস কিটস এবং নেভিস, সামোয়া, আমেরিকান সামোয়া

ডিসেম্বর ২০১৭

                         ১,৫৮১

 

তুর্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জ, কোমোরোস, গ্রেনাডা

জানুয়ারি ২০১৮

                        ১,৮৬৯

 

সান মারিনো, মাইক্রোনেশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র, সেন্ট মার্টিন

ফেব্রুয়ারি ২০১৮

                        ২,২৯৫ 

সেশেলস, লেসোথো, তিমুর-লেস্তে, ইরিট্রিয়া, গিনি-বিসাউ, অ্যান্টিগুয়া এবং বারবুডা

মার্চ

২০১৮

                          ২,৯০১  




ভুটান, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কেপ ভার্দে, সেন্ট হেলেনা, আফ্রিকা লুসিয়া, গাম্বিয়া

এপ্রিল ২০১৮

                         

                           ৩,২৪৩


গ্রিনল্যান্ড, বেলিজ

মে ২০১৮

                         ৩,৯৯৫



ফারো দ্বীপপুঞ্জ, আন্ডোরা, আরুবা, সুরিনাম, কুরাকাও

জুন ২০১৮

                                 ৪,৯০০  


ভার্জিন দ্বীপপুঞ্জ, সোয়াজিল্যান্ড, লাইবেরিয়া, জিবুতি

জুলাই ২০১৮

                         ৬,২২১

 ফ্রেঞ্চ পলিনেশিয়া, ফিজি

আগস্ট ২০১৮ 

                         ৬,৫০৫


সিয়েরা লিওন

সেপ্টেম্বর ২০১৮

                         ৭,১৮০



কেম্যান দ্বীপপুঞ্জ, গুয়াম, বার্বাডোস, মলদ্বীপ

অক্টোবর ২০১৮

                           ৮,৯৯৭

বারমুডা, আইল অফ ম্যান, মন্টিনিগ্রো, লিচেনস্টাইন

নভেম্বর ২০১৮

                           ৯,৮৬৮

নিউ ক্যালেডোনিয়া, টোগো

ডিসেম্বর ২০১৮

                        ১২,৩১১

তাজিকিস্তান, দক্ষিণ সুদান, সোমালিয়া, মওরিটানিয়া, কসোভো, মোনাকো

জানুয়ারি ২০১৯

                        ১৩,১৯২

চাদ, মালাউই, চ্যানেল দ্বীপপুঞ্জ, নামিবিয়া, নিরক্ষীয় গিনি

মার্চ ২০১৯

                       ১৬,০১৫

লাও পিডিআর, মাদাগাস্কার, উত্তর মেসিডোনিয়া, কঙ্গো, ব্রুনাই দারুসসালাম, মরিশাস, বাহামা, রুয়ান্ডা, কিরগিজ প্রজাতন্ত্র

 এপ্রিল ২০১৯

                      ১৭,০৪৪ 

নাইজার, মলদোভা

মে ২০১৯

                       ১৮,২৯৪

নিকারাগুয়া, ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজা, আফগানিস্তান, গায়ানা

অক্টোবর  ২০১৯

                        ২২,৯৬৩  

মাল্টা, গিনি, ইয়েমেন, লেবানন, মোজাম্বিক, মালি, মঙ্গোলিয়া, বুর্কিনা ফাসো, হাইতি, বেনিন, জ্যামাইকা, বতসোয়ানা, গ্যাবন, নিকারাগুয়া, আফগানিস্তান

 ডিসেম্বর ২০১৯

                       ২৪,৩০২

আর্মেনিয়া, সিরিয়া, আলবেনিয়া

জুন ২০২০

                       ৩১,৪২০  

আইসল্যান্ড, সেনেগাল, জর্জিয়া, পাপুয়া নিউ গিনি, জাম্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ত্রিনিদাদ ও টোবাগো

জুলাই ২০২০

                      ৩৪,৮৬৫ 

হন্ডুরাস, এল সালভাদর, সাইপ্রাস

আগস্ট ২০২০

                      ৩৫,৭৯৭

জিম্বাবয়ে

অক্টোবর ২০২০

                       ৪৬,৩৩৩

বাহরাইন, ম্যাকাও, বলিভিয়া, লিবিয়া, প্যারাগুয়ে, কম্বোডিয়া, লাটভিয়া, আর্মেনিয়া, নেপাল

ডিসেম্বর ২০২০

                      ৪৯,৯৪১  

ক্যামেরুন, উগান্ডা, তিউনিসিয়া

জানুয়ারি ২০২১

                      ৫১,৭৪২

জর্ডন

জুন ২০২১

                     ৬৫,৬৮৫

তুর্কমেনিস্তান

জুলাই ২০২১

                      ৭২,৭৫৪ 

উরুগুয়ে, ঘানা, আজারবাইজান, বেলারুশ, স্লোভেনিয়া, মায়ানমার, কঙ্গো

অক্টোবর ২০২১

                   ৯২,৫৭৩


কোস্টারিকা, লুক্সেমবার্গ, অ্যাঙ্গোলা, ক্রোয়েশিয়া, শ্রীলঙ্কা, পানামা, সার্বিয়া, লিথুয়ানিয়া, তানজানিয়া, কোট ডি'আইভরি

মার্চ ২০২২

                    ১১৫,২৭০


সুদান, ওমান, কেনিয়া, কিউবা, গুয়াতেমালা, বুলগেরিয়া, উজবেকিস্তান

এপ্রিল ২০২২

                    ১১৭,৯৯৬


পুয়ের্তো রিকো

মে ২০২২

                    ১২৪,৯৮২



ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর

সেপ্টেম্বর ২০২২

                    ১৩৩,৯৭৩


স্লোভাক প্রজাতন্ত্র

অক্টোবর ২০২২

                    ১৪৫,৩৯০


মরক্কো

মার্চ ২০২৩

                    ১৬৯,২৫৩


কুয়েত, ইথিওপিয়া

জুলাই ২০২৩

                         ১৮৪,০২৪  

ইউক্রেন

ডিসেম্বর ২০২৩

                     ২১৮,৭৫৪

কাতার, হাঙ্গেরি

মে ২০২৪

                    ২৪৫,৩৯২

গ্রিস

অক্টোবর ২০২৪

                    ২৮১,৯৭৯

পেরু, কাজাখস্তান, নিউজিল্যান্ড, ইরাক, আলজেরিয়া

মার্চ ২০২৫

                     ২৯৭,২৬৭  

ফিনল্যান্ড, পর্তুগাল

এপ্রিল ২০২৫

                    ২৮৭,৩৯১

 -

মে ২০২৫

                    ৩০১,৭১৬

 -

সূত্র: এনপিসিআই থেকে ইউপিআই লেনদেন মূল্য তথ্য; বিশ্ব ব্যাঙ্ক থেকে জিডিপি তথ্য


ইউপিআই-এর সাফল্য পাঁচটি স্তম্ভের উপর নির্ভরশীল।

প্রথমত, ৮ নভেম্বর ২০১৬ তারিখে
৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ফলে বিকল্প লেনদেন ব্যবস্থা খোঁজার তাগিদ তৈরি হয়েছিল। ইলেকট্রনিক পেমেন্ট এখন সবচেয়ে জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে। নীতিগতভাবে নোট বাতিলকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রহণ করে, ভারতীয় নাগরিকরা নগদ থেকে ইলেকট্রনিক টাকায় স্থানান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক নমনীয়তা দেখিয়েছেন। আজ, নগদ অর্থ প্রদানের মাধ্যমের চেয়ে বেশি ব্যবহৃত হয় মূল্য সংরক্ষণের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। নগদের বৃদ্ধি ধীর হয়ে আসছে, অন্যদিকে ডিজিটাল মুদ্রার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।



প্রথমত, ৮ নভেম্বর ২০১৬ তারিখে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে বিকল্প লেনদেন ব্যবস্থা খোঁজার তাগিদ তৈরি হয়েছিল। ইলেকট্রনিক পেমেন্ট এখন সবচেয়ে জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে। নোট বাতিলকে নীতিগত পদক্ষেপ হিসেবে গ্রহণ করে, ভারতীয় নাগরিকরা নগদ থেকে ইলেকট্রনিক টাকায় স্থানান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক নমনীয়তা দেখিয়েছেন।



দ্বিতীয়ত, লেনদেনের মূলে ছিল ভারতীয়দের ডিজিটাল আলিঙ্গন, যার নেতৃত্বে ছিল জিও, যা বিশ্বের সর্বনিম্ন মূল্যে উচ্চমানের ডেটা সরবরাহ করে। এটি এমন একটি কৌশল যা অন্য টেলিকম কোম্পানিগুলি শীঘ্রই অনুসরণ করে। এর ফলে স্মার্টফোনের প্রসার ঘটে, যা লেনদেনকে সক্ষম করে তোলে।

তৃতীয়ত, যেখানে ইন্টারনেট সংযোগ একটি সমস্যা, সেখানে ফিচার ফোনে ইউপিআই কাজ করে।

চতুর্থত, ক্রেডিট কার্ডের বিপরীতে, ইউপিআই-তে কোনও লেনদেন খরচ হয় না। ভারতের মতো দেশে, এটি একটি আর্থিক চুম্বক।

এবং পঞ্চমত, ইউপিআই হল ডিজিটাল গণপরিকাঠামোর মাধ্যমে মৌলিক ডিজিটাল সিস্টেম সরবরাহের সরকারের অভিযানের অংশ, যা ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে ব্যবহারকারীর ডেটা একীভূত করার জন্য আধারের পরিচয় পরিকাঠামো ব্যবহার করে।

সামনের দিকে তাকিয়ে, গ্লোবাল সাউথের উদীয়মান সমর্থক এবং নোঙ্গর হিসাবে, ভারত ইউপিআই পরিকাঠামোকে আন্তর্জাতিক জনসাধারণের কল্যাণ এবং তার
বৃহৎ কৌশলের একটি অর্থনৈতিক উপাদান হিসাবে ব্যবহার করতে পারে। এটি এমন একটি ভবিষ্যৎ যা বর্তমানে তৈরি হচ্ছে: ইউপিআই ভারতের বাইরে  সাতটি দেশে কার্যকর — সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স ও মরিশাস। ফ্রান্সের সঙ্গে ইউপিআই ১৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে প্রবেশ করেছে; জার্মানি ও ইতালি থেকে পর্তুগাল এবং মাল্টা পর্যন্ত ২৬টি দেশে এটি কীভাবে সম্প্রসারিত হয় তা এখনও দেখা যাচ্ছে। সিঙ্গাপুর  ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের সাউথ-ইস্ট এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান) বাজারে পৌঁছেছে। জাপান ও অস্ট্রেলিয়া হল অন্যান্য ডিজিটাল গন্তব্য।


এগুলো বাদ দিলে, এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল অর্থনীতির কথা বিবেচনা করুন। ইউপিআই বিশেষ করে সেইসব ভৌগোলিক অঞ্চলে ভাল কাজ করবে যেখানে অনানুষ্ঠানিক অর্থনীতি বিশাল। এখানে, ভারত তার সম্পূর্ণ পরিকাঠামো, অর্থাৎ
জেএএম (জন ধন যোজনা, আধার এবং মোবাইল) ত্রিত্বের প্রতিলিপি তৈরি করতে পারলে ভাল করবে। এর অর্থ হতে পারে কেবল একটি ইউপিআই সমতুল্য নয়, বরং একটি জেএএম প্রতিরূপ প্রদান করা, যার দেশ-নির্দিষ্ট চাহিদাগুলি পূরণ করা হবে। এর মধ্যে সরকার-থেকে-সরকার তত্ত্বাবধানে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে ব্যাঙ্কিং, পরিচয় এবং টেলিকমকে কেন্দ্র করে পরামর্শ দেওয়া বা এমনকি পরিকাঠামো তৈরি করা অন্তর্ভুক্ত থাকতে পারে।


একের পর এক দেশে, এক সময়ে একটি উপাদান ব্যবহার করে, বিশ্বের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য ইউপিআই-এর সাফল্যকে কাজে লাগাতে হবে। ইউপিআই ফাইনপ্রিন্ট-মুক্ত ভূ-অর্থনীতিকে ভূ-রাজনীতির হাতিয়ারে পরিণত করতে পারে। বিশ্বজুড়ে গণতন্ত্রের সঙ্গে জড়িত হওয়ার জন্য, এবং ভারতের নরম শক্তির সদিচ্ছা তৈরি করার জন্য পরিকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি স্পষ্ট যোগাযোগ কৌশল প্রয়োজন।
তুরস্কের সাম্প্রতিক অভিজ্ঞতা যেমন দেখায়, সৎ বিশ্বাসে দেওয়ার কিন্তু প্রতিদান না পাওয়ার ঝুঁকি রয়ে গেছে। তবুও একটি উদীয়মান শক্তির জন্য, এটি শুরু করার মতো একটি দুঃসাহসিক কাজ হবে।


আর্থিক পরিকাঠামোর কৌশলগত প্রকৃতির কথা বিবেচনা করে, বিশেষ করে যখন বাণিজ্য ও প্রযুক্তি থেকে শুরু করে স্বাস্থ্য ও জলবায়ু সবকিছুকেই
অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী "বসুধৈব কুটুম্বকম" ধারণার মাধ্যমে যা প্রকাশ করেছেন তা কার্যকর করার সুযোগ রয়েছে — এই ধারণাটি হল বিশ্ব একটি পরিবার। বিশালতা অর্জনের পর, ইউপিআই এমন একটি বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় হিসেবে কাজ করতে পারে যা বৃহৎ শক্তির রাজনীতির ভারে ভেঙে পড়ছে। নতুন বিশ্ব ব্যবস্থার ভারতকে প্রয়োজন। অন্যদিকে, ভারতের নিজেকে তুলে ধরার জন্য, অন্যান্য বিষয়ের মধ্যে, বিশ্বব্যাপী জনসাধারণের পণ্যের উৎপাদক এবং বিতরণকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আগের ভ্যাকসিন কূটনীতির মতো, ভারতকে তার উদীয়মান মহাকৌশলের একটি অংশ হিসাবে ইউপিআই কূটনীতি তৈরি এবং ব্যবহার করতে হবে।



গৌতম চিকরমানে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.