-
CENTRES
Progammes & Centres
Location
চিন নতুন করে মার্কিন বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে অভ্যন্তরীণ চাহিদা, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং রিয়েল এস্টেট পুনরুদ্ধার বৃদ্ধি করে, আর একই সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উপর নিয়ন্ত্রণ ব্যবহার করছে
বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত আমদানির উপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশে নিয়ে গিয়েছেন, অন্যদিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন পণ্যের উপর শুল্কও ১২৫ শতাংশে উন্নীত করেছেন। এই ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের কথা বিবেচনা করে, চিনা নেতারা অভ্যন্তরীণ উপভোগ উন্নত করা, শিল্প ব্যবস্থার আধুনিকীকরণ করা, এবং প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতা প্রসারিত করাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জাতীয় গণ-কংগ্রেসে উপস্থাপিত প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের কর্ম প্রতিবেদনটি অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের আক্রমণের প্রতি ইঙ্গিত করে, কর্ম প্রতিবেদন (ওয়র্ক রিপোর্ট)-এ স্বীকার করা হয়েছে যে চিন ক্রমবর্ধমান বাহ্যিক এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বিদ্যমান সমস্যাগুলিকে আরও বাড়িয়ে তোলা এবং নতুন সমস্যা তৈরি করার সম্ভাবনা রাখে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শূন্য-কোভিড কৌশলের কারণে এবং সম্পত্তি ক্ষেত্রকে হ্রাস করার প্রচেষ্টার কারণে পার্টি-রাষ্ট্রকে এখন উপভোক্তাদের আস্থা হ্রাসের সঙ্গে লড়াই করতে হচ্ছে।
ট্রাম্পের শুল্ক যুদ্ধের আক্রমণের প্রতি ইঙ্গিত করে, কর্ম প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে চিন ক্রমবর্ধমান বাহ্যিক এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি।
২০২০ সাল থেকে নতুন নিয়মকানুন ডেভেলপারদের ব্যাঙ্ক থেকে ঋণের অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে কিছু প্রকল্প পরিত্যক্ত হয়েছে। ফলস্বরূপ, ডেভেলপারদের জন্য এই ঋণের চাপ ক্রেতাদের উপর প্রভাব ফেলেছে, যাঁরা সময়মতো তাঁদের অ্যাপার্টমেন্ট পেতে অক্ষম ছিলেন। ২০২৪ সালে বাড়ির অগ্রিম বিক্রয় প্রায় দুই দশকের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, কারণ রিয়েল এস্টেট সংস্থাগুলি প্রকল্পগুলি অসম্পূর্ণ রেখে দিয়েছে। ফ্ল্যাটের পূর্ব-বিক্রয় (প্রি-সেল) রিয়েল এস্টেট বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই উপকৃত করে। রিয়েল এস্টেট বিক্রেতারা তাঁদের বিনিয়োগ দ্রুত পুনরুদ্ধার করতে পারেন, যার ফলে তাঁরা নতুন প্রকল্পগুলি নিয়ে এগিয়ে যেতে পারেন। বাড়ির ক্রেতারা প্রাক-বিক্রয় ছাড় এবং সমাপ্তির পরে সম্পদের দামে আরও বৃদ্ধি থেকে লাভবান হন। চিনে ফ্ল্যাট কেনার প্রাথমিক পদ্ধতিতে প্রি-বুকিং হয় এবং তা আবাসন স্টকের সম্প্রসারণকে সহজতর করে। এখন শীর্ষস্থানীয় ডেভেলপাররা উত্তাপ অনুভব করছেন। রিয়েল এস্টেট ক্ষেত্রের একটি বড় নাম চায়না ভ্যাঙ্কে গ্রুপ ২০২৪ সালে ৪৯.৫ বিলিয়ন ইউয়ান (৬.৮ বিলিয়ন মার্কিন ডলার) লোকসান করেছে, যা ১৯৯০-এর দশকের গোড়ার দিকে পাবলিক কোম্পানি হওয়ার পর প্রথম বারের মতো সংস্থাটির এত বিপর্যয়কর ফলাফল। কান্ট্রি গার্ডেন-এর মতো অন্য সংস্থাগুলি ২০২৩ সালের শেষে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলারের অফশোর ঋণ পুনর্গঠন করতে চাইছে। চিনের ১০০টি বৃহত্তম রিয়েল এস্টেট বিক্রেতা গত বছর ৪.৩৫ ট্রিলিয়ন ইউয়ান (৬০৯ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ইউনিট বিক্রি করেছে, যা ২০২৩ সালের তুলনায় ৩০ শতাংশ কম। আবাসন এবং ব্যাঙ্কিং ক্ষেত্র ঘনিষ্ঠভাবে সংযুক্ত। ভোক্তাদের মনোভাব উজ্জ্বল না হওয়ায় ঋণের মান নিম্নমুখী হয়েছে, এবং ব্যাঙ্কগুলিও সমস্যার সম্মুখীন হচ্ছে। চিনের চারটি বড় ঋণদাতার — ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না, চায়না কনস্ট্রাকশন ব্যাঙ্ক, এগ্রিকালচারাল ব্যাঙ্ক অফ চায়না এবং ব্যাঙ্ক অফ চায়না — অ-কার্যকর ঋণ ২০২৪ সালে ১.৩ ট্রিলিয়ন ইউয়ান (১৮২ বিলিয়ন মার্কিন ডলার) ছুঁয়েছে, যা ৮২ বিলিয়ন ইউয়ান (১১.২৬ বিলিয়ন মার্কিন ডলার) বৃদ্ধি দেখায়।
সুতরাং ওয়ার্ক রিপোর্টে প্লট অধিগ্রহণ, নির্মাণ, অবিক্রীত আবাসন স্টক ক্রয় এবং স্থানীয় সরকার কর্তৃক ব্যবসার কাছে বকেয়া বকেয়া নিষ্পত্তির জন্য ৪.৪ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৬০৯ বিলিয়ন মার্কিন ডলার) বিশেষ বন্ড জারি করে রিয়েল এস্টেট ক্ষেত্র পুনর্গঠনের জন্য একটি নতুন পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। এর আগে, বন্ডগুলি বৃহৎ পরিকাঠামো প্রকল্পের অর্থায়নের জন্য ব্যবহার করা হত। ১.৩ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৮২ বিলিয়ন মার্কিন ডলার) বিশেষ ট্রেজারি বন্ডের আরেকটি কিস্তি জারি করা হবে, যার মধ্যে ৫০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ৬৯ বিলিয়ন মার্কিন ডলার) বৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাঙ্কগুলির পুনরায় মূলধনীকরণের জন্য যাবে।
পার্টি-স্টেট আশা করে যে ট্রেড-ইন প্রোগ্রাম অতিরিক্ত সরবরাহের মোকাবিলা করবে, অভ্যন্তরীণ উপভোগকে উৎসাহিত করবে, এবং শুল্ক আক্রমণের প্রভাব কমাবে।
বছরের পর বছর ধরে, চিন বিপুল পরিমাণে মূলধন বিনিয়োগ করে বৃদ্ধিকে উৎসাহিত করার কৌশল গ্রহণ করেছে, যার ফলে অতিরিক্ত ধারণক্ষমতার সমস্যা দেখা দিয়েছে। মার্চ মাসে টানা দ্বিতীয় মাসের মতো পণ্যের দাম কমেছে, কারণ ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ অবিক্রীত রপ্তানির ক্রমবর্ধমান মজুত নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর ফলে অভ্যন্তরীণ দাম আরও কমে যেতে পারে। ডিফ্লেশন-এর আশঙ্কা কাটিয়ে উঠতে ৫০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ৬৯ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় বৃদ্ধির উদ্যোগে ব্যবহার করা হবে, যেমন একটি ট্রেড-ইন প্রোগ্রাম যা মানুষকে ভোগ্যপণ্য বা যানবাহন নতুন কিনে পুরনোর প্রতিস্থাপন করতে উৎসাহিত করে। পার্টি-স্টেট আশা করে যে ট্রেড-ইন প্রোগ্রাম অতিরিক্ত সরবরাহের মোকাবিলা করবে, অভ্যন্তরীণ উপভোগকে উৎসাহিত করবে, এবং শুল্ক আক্রমণের প্রভাব কমাবে।
আরেকটি শীর্ষ অগ্রাধিকার হল মার্কিন প্রযুক্তি-অস্বীকৃতি ব্যবস্থা বিবেচনা করে প্রযুক্তিতে স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করা। মার্কিন-চিন বিরোধিতা প্রযুক্তিগত দক্ষতা দ্বারাও সংজ্ঞায়িত হয়েছে, এবং ওয়াশিংটন বেজিং-এর অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার অস্বীকার করেছে। তবুও, চিন অভ্যন্তরীণভাবে বিকশিত উদ্ভাবনের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটি অন্যান্য সাফল্যের মধ্যে দুটির উল্লেখ করার চেষ্টা করেছে: চাং’ই-৬ মহাকাশ অভিযান যা চাঁদের দূরবর্তী দিক থেকে সফলভাবে নমুনা ফিরিয়ে এনেছিল, এবং মেংজিয়াং সমুদ্র খননকারী জাহাজের কমিশনিং। এটি হল ভবিষ্যতের শিল্প এবং ‘গভীর সমুদ্র প্রযুক্তি’ [শেনহই জিশু (深海技术)] নিয়ে এগিয়ে যাওয়ার উপর বর্ধিত মনোযোগ।
ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে নিবেদিত তহবিলের জন্য এটি জৈব-উৎপাদন, কোয়ান্টাম প্রযুক্তি, মূর্ত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ৬জি প্রযুক্তিকে বেছে নিয়েছে। শি চিন ইনকর্পোরেটেডকে একত্রিত করছেন এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে পুনর্বাসিত করছেন, যিনি রাষ্ট্রের কঠোর পদক্ষেপের লক্ষ্যবস্তু ছিলেন। এখন, একটি "একীভূত জাতীয় বাজার" তৈরি এবং কর ও ব্যবসায়িক সম্মতি সহজ করার মাধ্যমে বেসরকারি অর্থনীতিকে শক্তিশালী করা এবং ব্যবসায়িক আস্থা উন্নত করার প্রচেষ্টা চলছে।
মার্কিন-চিন বিরোধিতা প্রযুক্তিগত দক্ষতা দ্বারাও সংজ্ঞায়িত হয়েছে, এবং ওয়াশিংটন বেজিং-এর অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার অস্বীকার করেছে।
আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে বিশিষ্ট পণ্ডিত কেনেথ ওয়াল্টজের প্রতিফলন এই বিশ্বাস দিয়ে শুরু হয়েছিল যে, একটি অরাজক আন্তর্জাতিক ব্যবস্থা এবং নিয়ম প্রয়োগের জন্য কোনও উচ্চতর কর্তৃপক্ষের অনুপস্থিতির সময় রাষ্ট্রগুলিকে ভারসাম্য বজায় রেখে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে হবে। বলা হয় যে রাষ্ট্রগুলি যখন সম্পদের বিচক্ষণ ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে চায়, তখন তারা অভ্যন্তরীণ ভারসাম্য বেছে নেয়। সুতরাং, বেঁচে থাকাই মূল বিষয়, এবং রাষ্ট্রগুলি তাদের সহনশীলতার সম্ভাবনা সর্বাধিক করার জন্য সব কিছু করে। তবুও, এটি এমন নয় যে হোয়াইট হাউস সমস্ত তাস ধরে রেখেছে। চিন তার আইনগত কৌশলের অধীনে বিরল মৃত্তিকা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বাণিজ্য নিয়ন্ত্রণের লক্ষ্যেও আইন প্রণয়ন করেছে। এই কৌশলের সম্ভাব্য প্রভাব প্রযুক্তি-সরবরাহ শৃঙ্খলে দৃঢ়ভাবে অনুভূত হতে পারে, যার ফলে ওয়াশিংটনে একটি প্রেশার গ্রুপ তৈরি হতে পারে। সকলের দৃষ্টি থাকবে কোন পক্ষ প্রথমে চোখের পলক ফেলে সেই দিকে।
কল্পিত এ মানকিকর অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের ফেলো।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.
Kalpit A Mankikar is a Fellow with Strategic Studies programme and is based out of ORFs Delhi centre. His research focusses on China specifically looking ...
Read More +