Author : Anika Chhillar

Published on Sep 01, 2025 Updated 0 Hours ago

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন যখন পিছিয়ে যাচ্ছে, তখন জলবায়ুর জন্য ঋণ বিনিময় আফ্রিকার দেশগুলিকে জরুরি অভিযোজন ও স্থিতিস্থাপকতার চাহিদার সঙ্গে আর্থিক সীমাবদ্ধতাগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য একটি প্রতিশ্রুতিসম্পন্ন পথ প্রদান করে।

ঋণ বিনিময়ের মাধ্যমে আফ্রিকায় জলবায়ু অর্থায়নের ব্যবধান পূরণ

অনেক আফ্রিকান অর্থনীতি দুটি সংকটের সংমিশ্রণে রয়েছে, ক্রমবর্ধমান ঋণের বোঝা ও জলবায়ু ঝুঁকি। গত দশকে, মহাদেশ জুড়ে সরকারি ঋণের মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, এবং জলবায়ু পরিবর্তন  — যেমন ভয়াবহ বন্যা এবং দীর্ঘস্থায়ী খরা — আফ্রিকার অর্থনীতির ঝুঁকিপূর্ণ পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলেছে। মহাদেশটি বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে কয়েকটির আবাসস্থল; তবে, এই দেশগুলির অনেকেরই অস্থির ঋণের স্তর রয়েছে, যা জলবায়ু অভিযোজন এবং স্থিতিস্থাপকতা তৈরির জন্য তাদের আর্থিক ক্ষমতা সীমিত করে।


গত দশকে আফ্রিকায় সরকারি ঋণের মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে: ২০২২ সালের মধ্যে তা ১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০১০ সালের তুলনায় ১৮৩ শতাংশ বেশি। যদিও এই ঋণের বোঝার গুরুতর অর্থনৈতিক প্রভাব রয়েছে, আফ্রিকার দেশগুলি যে জলবায়ু ঝুঁকির মুখোমুখি হচ্ছে তার উচ্চ স্তরের কারণে এই অনিশ্চয়তা আরও তীব্র হয়েছে।



এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও, সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক সমর্থন হ্রাস পেয়েছে। এমন এক সময়ে যখন আফ্রিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জরুরিভাবে সহায়তার প্রয়োজন, অনেক দেশ তাদের সাহায্যের প্রতিশ্রুতির পরিমাণ কমিয়ে দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৪ সালে সমস্ত জলবায়ু তহবিলের ৮ শতাংশ দিত মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তারা এখন মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি), আন্তর্জাতিক সবুজ তহবিল এবং হানি ও ক্ষয়ক্ষতি তহবিলের মতো উদ্যোগগুলিতে অবদান
বন্ধ করে দিয়েছে। ২০২৩ সালে, ইউএসএড উন্নয়নশীল দেশগুলিকে জলবায়ু তহবিলে ৩ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছিল। তবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন সংস্থাটিকে স্থগিত করার পরিকল্পনা করছে। যুক্তরাজ্য, যারা তাদের সাহায্য বাজেট মোট আভ্যন্তর উৎপাদনের (জিডিপি) ০.৫ শতাংশ থেকে কমিয়ে ০.৩ শতাংশ করেছে, তারাও সাহায্য হ্রাসের প্রস্তাব দিয়েছে। একই কাজ করেছে অন্যরাও, যেমন জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। আফ্রিকান দেশগুলিকে জলবায়ু তহবিলের এমন বিকল্প পদ্ধতিগুলি অন্বেষণ করতে হবে যা তাদের ঋণের বোঝা আরও খারাপ করবে না। এরকম একটি কৌশল হতে পারে জলবায়ুর জন্য ঋণ বিনিময়, যা দেশগুলিকে জলবায়ু বিনিয়োগের প্রতিশ্রুতির বিনিময়ে তাদের ঋণের বাধ্যবাধকতা  হ্রাস করার অনুমতি দেয়।

আফ্রিকার সরকারি ঋণ সংকট


একটি সু-পরিকল্পিত বিনিময় ঋণগ্রহীতা সরকারের পরিশোধ ক্ষমতা বৃদ্ধি করে আর্থিক পরিসর উন্মুক্ত করতে পারে এবং ঋণের সঙ্কটের সঙ্গে সম্পর্কিত আর্থ-সামাজিক কষ্ট এড়াতে সাহায্য করতে পারে। উপরন্তু, এই চুক্তি দেশগুলিকে ঋণের বোঝা না বাড়িয়ে জলবায়ু কর্মকাণ্ডের জন্য তহবিল চালনা করতে সাহায্য করতে পারে।



গত দশকে আফ্রিকায় সরকারি ঋণের মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে:
২০২২ সালের মধ্যে তা ১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০১০ সালের তুলনায় ১৮৩ শতাংশ বেশি। যদিও এই ঋণের বোঝার গুরুতর অর্থনৈতিক প্রভাব রয়েছে, আফ্রিকান দেশগুলি যে জলবায়ু ঝুঁকির মুখোমুখি হচ্ছে তার উচ্চ স্তরের কারণে এই অনিশ্চয়তা আরও তীব্র হয়েছে। এই মহাদেশটি বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলির আবাসস্থল, যেখানে অনেক অর্থনীতিরই অভিযোজনের স্থিতিস্থাপকতার অভাব রয়েছে। জলবায়ু-সম্পর্কিত ঘটনাগুলি পুনর্গঠন ও পুনরুদ্ধারের জন্য সরকারগুলির উপর ব্যয় আরোপ করে, যা তাদেরকে আন্তর্জাতিক ব্যাঙ্ক বা দাতাদের কাছ থেকে ক্রমবর্ধমানভাবে ঋণ নিতে বাধ্য করে। একই সময়ে, উচ্চ স্তরের ঋণ জলবায়ু-স্থিতিস্থাপক প্রকল্পগুলিতে বিনিয়োগ করার জন্য সরকারগুলির ক্ষমতা হ্রাস করে, কারণ সরকারি ব্যয়ের একটি উচ্চ অংশ ঋণ পরিশোধের দিকে চালিত হয়। আফ্রিকায়, বছরের পর বছর ধরে ঋণ পরিশোধের বাধ্যবাধকতার প্রবণতা আরও খারাপ হয়েছে। ২০১০ সালে, নয়টি আফ্রিকান দেশ ছিল যাদের ঋণের বাধ্যবাধকতা মোট রাজস্বের ১০ শতাংশেরও বেশি ছিল; ২০২২ সালের মধ্যে, সংখ্যাটি ২০-রও বেশি হয়ে গিয়েছে।

চিত্র ১: ঋণ সংকট ও জলবায়ু ঝুঁকিতে আফ্রিকান দেশগুলি
Bridging The Climate Finance Gap In Africa Through Debt Swaps
সূত্র:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল নতরদম বিশ্ববিদ্যালয়

এই পরিস্থিতি বিশেষ করে চাদ, নাইজার ও গিনি-বিসাউয়ের মতো দেশগুলির জন্য উদ্বেগজনক। যেখানে চিত্র ১-এ দেখানো হয়েছে, ওই দেশগুলিতে জলবায়ু ঝুঁকির উচ্চ স্তর রয়েছে এবং এদের এই চ্যালেঞ্জগুলির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বা প্রতিক্রিয়া জানানোর আর্থিক পরিসরও সীমিত। জলবায়ু সহায়তায় আন্তর্জাতিক সহায়তা হ্রাসের ফলে এই দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং জলবায়ু প্রশমন ও অভিযোজনের জন্য অভ্যন্তরীণভাবে তহবিল সংগ্রহ করতে লড়াই করতে হতে পারে। এই ধরনের ক্ষেত্রে, জলবায়ুর-‌জন্য-‌ঋণ বিনিময়ের মতো উদ্ভাবনী অর্থায়ন সমাধান ঋণ পরিশোধ ও জলবায়ু অভিযোজনের মধ্যে ব্যবধান পূরণে ভূমিকা পালন করতে পারে।

জলবায়ুর-জন্য-ঋণ বিনিময় কী?

জলবায়ুর-‌জন্য-‌ঋণ বিনিময়ের মাধ্যমে ঋণদাতা একটি ঋণগ্রহীতা দেশের ঋণের একটি অংশ হ্রাস বা পুনর্গঠন করে। বিনিময়ে, ঋণগ্রহীতা দেশ জলবায়ু-সম্পর্কিত প্রকল্পগুলিতে সমতুল্য তহবিল বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেয়।
একটি সুপরিকল্পিত বিনিময় ঋণগ্রহীতা সরকারের পরিশোধ ক্ষমতা বৃদ্ধি করে আর্থিক পরিসর উন্মুক্ত করতে পারে এবং ঋণের সঙ্কটের সঙ্গে সম্পর্কিত আর্থ-সামাজিক কষ্ট এড়াতে সাহায্য করতে পারে। উপরন্তু, এই চুক্তি দেশগুলিকে ঋণের বোঝা না বাড়িয়ে জলবায়ু কর্মকাণ্ডের জন্য তহবিল চালনা করতে সাহায্য করতে পারে। যদিও প্রতিটি চুক্তি ভিন্ন হতে পারে, একটি বিনিময় চুক্তির সাধারণ কাঠামোকে নিচের চিত্র দ্বারা চিহ্নিত করা যেতে পারে।



চিত্র ২: জলবায়ুর জন্য ঋণ বিনিময় কাঠামো
Bridging The Climate Finance Gap In Africa Through Debt Swaps
সূত্র: ক্লাইমেট পলিসি ইনিশিয়েটিভ 

১৯৮৭ সালে আমেরিকা-‌ভিত্তিক অলাভজনক সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনাল ও বলিভিয়ার মধ্যে প্রথম ঋণ বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির আওতায়, কনজারভেশন ইন্টারন্যাশনাল বলিভিয়া সরকারের ঋণের ৬৫০,০০০ মার্কিন ডলার ছাড়ের মূল্যে অধিগ্রহণ করে। বিনিময়ে, বলিভিয়া সরকার বেনি বায়োস্ফিয়ার রিজার্ভকে রক্ষা করতে এবং তিনটি সংলগ্ন সুরক্ষিত এলাকা তৈরি করতে সম্মত হয়। ১৯৮৭ সাল থেকে, আরও বেশ কয়েকটি দেশ একই ধরনের বিনিময় চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে কোস্টারিকা, ফিলিপিন্স, বেলিজ, বার্বাডোজ ও সেশেলস — আজ পর্যন্ত মোট ১৪০টি ঋণ বিনিময় চুক্তি হয়েছে। ইকুয়েডর ২০২৩ সালে বিশ্বের বৃহত্তম ঋণ বিনিময় চুক্তি করে:‌ একটি চুক্তিতে ক্রেডিট সুইস ৬৪৪ মিলিয়ন মার্কিন ডলারে ১.৬ বিলিয়ন মার্কিন ডলার সার্বভৌম ঋণ কিনেছিল। বিনিময়ে, সরকার গ্যালাপাগোসে সংরক্ষণের জন্য ২০ বছর ধরে বার্ষিক ১১৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দেয়, যার মধ্যে রয়েছে সামুদ্রিক বন্যপ্রাণীর জন্য পরিযায়ী করিডোর হিসেবে কাজ করে এমন একটি সামুদ্রিক রিজার্ভের সুরক্ষা। পুরাতন ঋণের পরিবর্তে ৬৫৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি চিপার-টু-সার্ভিস "গ্যালাপাগোস বন্ড" প্রদান করা হবে, যা ২০৪১ সালে ম্যাচিওর করবে এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থ কর্পোরেশন (ডিএফসি) দ্বারা বিমাকৃত হবে।


আফ্রিকার প্রেক্ষাপটে এই উপকরণগুলিকে কার্যকর করার জন্য, একটি ত্রি-স্তরের পদ্ধতি অপরিহার্য। প্রথমত, আফ্রিকি-নেতৃত্বাধীন বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলি বিনিময় চুক্তির আন্ডাররাইটিং এবং এর সমর্থনে কেন্দ্রীয় ভূমিকা পালন করার কথা বিবেচনা করতে পারে। দ্বিতীয়ত, বিনিময় সঞ্চয়কে সবুজ ও স্থিতিশীলতা-সংযুক্ত বন্ডে রূপান্তরিত করা জলবায়ু অগ্রাধিকারের জন্য একটি প্রভাব-চালিত পদ্ধতি প্রদান করতে পারে। পরিশেষে, একটি মানসম্মত টার্ম শিট তৈরি করা আলোচনাকে সহজতর করতে পারে।



যাই হোক, এই উপকরণটি প্রতিশ্রুতি প্রদান করলেও এর উল্লেখযোগ্য সীমাবদ্ধতাও রয়েছে। জলবায়ুর-জন্য-‌ঋণের দীর্ঘ প্রস্তুতিপর্ব থাকে এবং ঋণগ্রহীতা, ঋণদাতা, বহুপাক্ষিক প্রতিষ্ঠান, স্থানীয় জনসম্প্রদায় এবং বেসরকারি ক্ষেত্রের  খেলোয়াড়-‌সহ একাধিক অংশীদারের সঙ্গে জটিল ও দীর্ঘ আলোচনা জড়িত থাকে। বিভিন্ন স্বার্থের মধ্যে একটি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি নিয়ে আলোচনা করার জন্য যথেষ্ট সময়, সম্পদ এবং বিশ্বাস প্রয়োজন। এছাড়াও, জলবায়ু অভিযোজন ও প্রশমনের উপর বিনিময় চুক্তির
প্রভাব ট্র্যাক করা ব্যয়বহুল হতে পারে, কারণ এর সঙ্গে জটিল আর্থিক কাঠামো জড়িত। কখনও কখনও এই বিনিময় থেকে তহবিলগুলি বিদেশের এক্তিয়ারে থাকা এমন সংস্থা থেকে চালিত হয় যেখানে দুর্বল স্বচ্ছতা নিয়ম রয়েছে। উদাহরণস্বরূপ, ইকুয়েডরের বিনিময় চুক্তিতে গ্যালাপাগোস লাইফ ফান্ড ডেলাওয়্যার-‌কে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা একটি কম কর-যুক্ত মার্কিন এক্তিয়ার, এবং যে এর প্রকল্প পোর্টফোলিও প্রকাশ করেনি। তার উপর, বিনিময় চুক্তিতে জটিল শর্তাবলি থাকতে পারে, যা প্রায়শই তাদের কার্যকারিতাকে দুর্বল করে। উদাহরণস্বরূপ, এল সালভাদর ১ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের বিনিময়ে ৩৫২ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করেছে;‌ কিন্তু আর্থিক জরিমানা, সুদের হার সমন্বয় এবং লঙ্ঘনের ক্ষেত্রে বাধ্যতামূলক ঋণ পরিশোধের মতো বেশ কয়েকটি কঠোর শর্ত দেশটিকে মেনে নিতে হয়েছে। এই শর্তাবলি শুধু ঋণগ্রহীতা দেশগুলির উপর আর্থিক ব্যবস্থাপনার খরচ চাপিয়ে দেয় না, বরং বিনিময় থেকে সঞ্চয় কীভাবে ব্যয় করতে হবে তা নির্ধারণে তাদের অধিকারকেও সীমিত করে। এই কারণগুলি জলবায়ুর জন্য ঋণের বিনিময়ের ক্ষেত্রে ঋণের প্রসারতা এবং বৃহত্তর গ্রহণকে সীমিত করতে পারে, বিশেষ করে কম প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতাসম্পন্ন দেশগুলিতে।

আফ্রিকার জন্য ঋণের জন্য জলবায়ু বিনিময় কার্যকর করা

আফ্রিকার প্রেক্ষাপটে বিনিময় চুক্তিগুলিকে কার্যকর এবং প্রসারযোগ্য করার জন্য নিম্নলিখিত সুপারিশগুলি বিবেচনা করা যেতে পারে:

১। বিনিময় চুক্তিতে সহায়তা করার জন্য বহুপাক্ষিক ব্যবস্থার সুবিধা গ্রহণ করা

জলবায়ুর জন্য ঋণ বিনিময়ের ক্ষেত্রে শক্তিশালী আন্ডাররাইটার প্রয়োজন, যারা বিনিময়ের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পারে। বহুপাক্ষিক উন্নয়ন ব্যবস্থা এই ভূমিকা পালনের জন্য উপযুক্ত, কারণ এর পরিচালনাগত এবং আর্থিক ঝুঁকি হ্রাস করার ক্ষমতা রয়েছে। বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্কগুলি (এমডিবি) এই দেশগুলিকে প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা তৈরিতে সাহায্য করে বিনিময় চুক্তির প্রাথমিক পর্যায়ে সহায়তা করতে পারে। যদিও অনেক আফ্রিকান দেশ জলবায়ু কর্মকাণ্ডের প্রতি জাতীয়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, তবুও তাদের প্রায়শই তহবিলযোগ্য প্রকল্প প্রণয়নে দক্ষতার অভাব থাকে।
এমডিবি-‌গুলি দেশগুলিকে তাদের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প বিকাশে সহায়তা করার জন্য প্রযুক্তিগত সহায়তা এবং ডেটা-চালিত পরামর্শ প্রদান করতে পারে। আফ্রিকান-নেতৃত্বাধীন প্রতিষ্ঠান যেমন আফ্রিকান উন্নয়ন ব্যাঙ্ক, আফ্রিকান ইউনিয়নের আফ্রিকান ক্লাইমেট পলিসি সেন্টার এবং আঞ্চলিক উন্নয়ন ব্যাঙ্কগুলিকে কেন্দ্রীয় ভূমিকা পালনের জন্য ব্যবহার করা যেতে পারে। বিনিময় সম্পন্ন হলে, ঋণগ্রহীতা দেশটি অগ্রগতি সম্পর্কে রিপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতার বাধ্যবাধকতা পূরণে সহায়তা করার জন্য, ঋণগ্রহীতা দেশগুলির বার্ষিক নিরীক্ষা তৈরি করার জন্য একটি সবুজ পর্যবেক্ষণ সংস্থা প্রতিষ্ঠা করা যেতে পারে।

২। বিনিময় সঞ্চয়গুলিকে সবুজ এবং স্থায়িত্ব-সংযুক্ত বন্ডে মিশ্রিত করা

জলবায়ুর-‌জন্য-‌ঋণ বিনিময় সঞ্চয়কে সবুজ ও স্থায়িত্ব-সংযুক্ত বন্ডে রূপান্তরিত করা যেতে পারে, যা অনেক আফ্রিকান দেশ ইতিমধ্যেই ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছে।
সবুজ বন্ডগুলিকে পরিমাপযোগ্য মূল কর্মক্ষমতা সূচক (কেপিআই)-‌এর সঙ্গে সংযুক্ত করা যেতে পারে, যেখানে স্থায়িত্ব-সংযুক্ত বন্ড ঋণগ্রহীতা দেশগুলিকে তাদের অগ্রাধিকারের দিকে তহবিল প্রবাহিত করার জন্য আরও সুযোগ প্রদান করে। এই মিশ্র মডেলের মাধ্যমে, দেশগুলি জবাবদিহিতা এবং বৃদ্ধিকে উৎসাহিত করার পাশাপাশি জলবায়ু কর্মকাণ্ড বৃদ্ধি করতে পারে।

৩। একটি দৃষ্টান্ত-ভিত্তিক ও অংশীদার-চালিত আলোচনার মডেল তৈরি করা

জলবায়ুর-‌জন্য-‌ঋণ বিনিময় চুক্তিগুলি জটিল এবং এতে বিভিন্ন অংশীদার এবং বিষয় জড়িত যা আলোচনা ও বাস্তবায়নকে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ করে তোলে।
উদাহরণস্বরূপ, বিস্তৃত বহু-অংশীদার আলোচনার কারণে, সেশেলসের ঋণ বিনিময় চূড়ান্ত করতে চার বছর সময় লেগেছিল। আলোচনা প্রক্রিয়াটি সহজতর করার জন্য, বিনিয়োগ চুক্তির ক্ষেত্রে শর্তাবলি পত্রের মতো জলবায়ুর-‌জন্য-‌ঋণ বিনিময় শর্তাবলি পত্র
একটি দৃষ্টান্ত হিসাবে কাজ করতে পারে। এই টার্ম শিটটি বিদ্যমান শ্রেণিবিন্যাস এবং মানদণ্ডের সুবিধা নিতে পারে, যেমন ক্লাইমেট বন্ডস ইনিশিয়েটিভ (সিবিআই)-‌এর ক্লাইমেট বন্ডস ট্যাক্সোনমি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-‌এর টেকসই অর্থায়ন শ্রেণিবিন্যাস, এবং রাষ্ট্রপুঞ্জের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)-‌এর বন উজাড় ও বন অবক্ষয় থেকে নির্গমন হ্রাস (আরইডিডি+) সুরক্ষা।

উপসংহার

আফ্রিকার অনেক দেশ ক্রমবর্ধমান ঋণ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি অনিশ্চিত অবস্থানে থাকে বলে জলবায়ুর-‌জন্য-‌ঋণ বিনিময় তাদের বোঝা লাঘব করার একটি উপায় প্রদান করে। তবে, এই উপকরণটির সঙ্গে দীর্ঘ প্রস্তুতিপর্ব, স্বচ্ছতা সমস্যা এবং জটিল শর্তাবলির মতো বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে, যা প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতাযুক্ত দেশগুলির জন্য কার্যকরভাবে সেগুলির বাস্তবায়ন কঠিন করে তুলতে পারে। আফ্রিকার প্রেক্ষাপটে এই উপকরণগুলিকে কার্যকর করার জন্য, একটি ত্রি-স্তরের পদ্ধতি অপরিহার্য। প্রথমত, আফ্রিকি-নেতৃত্বাধীন বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলি বিনিময় চুক্তির আন্ডাররাইটিং এবং এর সমর্থনে কেন্দ্রীয় ভূমিকা পালন করার কথা বিবেচনা করতে পারে। দ্বিতীয়ত, বিনিময় সঞ্চয়কে সবুজ ও স্থিতিশীলতা-সংযুক্ত বন্ডে রূপান্তরিত করা জলবায়ু অগ্রাধিকারের জন্য একটি প্রভাব-চালিত পদ্ধতি প্রদান করতে পারে। পরিশেষে, একটি মানসম্মত টার্ম শিট তৈরি করা হলে তা আলোচনাকে সহজতর করতে পারে। এই সংস্কারগুলির মাধ্যমে, জলবায়ু অর্থায়নের ব্যবধান পূরণের জন্য জলবায়ুর-জন্য-‌ঋণ বিনিময় আফ্রিকার অর্থনীতির জন্য একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করতে পারে।



অনিকা ‌চিল্লার অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সেন্টার ফর ইকনমি অ্যান্ড গ্রোথের গবেষণা সহকারী।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.