Expert Speak Space Tracker
Published on Aug 12, 2022 Updated 10 Days ago

ডিজিটাল সংযোগ আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছে ঠিকই, কিন্তু অনেক দেশ পি আর সি–র উপগ্রহ কর্মসূচির বিপদ নিয়ে উদ্বিগ্ন।

পি আর সি–র উপগ্রহ কর্মসূচি: একটি ক্রমবর্ধমান বিপদ
পি আর সি–র উপগ্রহ কর্মসূচি: একটি ক্রমবর্ধমান বিপদ

রাশিয়ান ফেডারেশন ইউক্রেনীয়দের ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর স্টারলিঙ্ক তাদের নতুন করে আশা জুগিয়েছিল। এটি ইউক্রেনকে বাকি বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকতে এবং যুদ্ধের কাজে স্যাটেলাইট পরিষেবাগুলি ব্যবহারে সক্ষম করে। এর মধ্যে রয়েছে বোমা বহনকারী ড্রোনের অপারেশন। এই ঘটনাগুলি নিয়ে গণপ্রজাতন্ত্রী চিন (পি আর সি) উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন সেনাবাহিনীর সঙ্গে কথিত যোগসূত্রের জন্য পি আর সি সংস্থাটির স্ক্রটিনি শুরু করেছে। অথচ পি আর সি–রও একই ধরনের স্যাটেলাইট ইন্টারনেট প্রোগ্রাম আছে। পি আর সি–র মহাকাশ পরিকাঠামো কর্মসূচি একটি ‘‌স্পষ্ট বেসামরিক–সামরিক একীকরণ পদ্ধতি’‌ অনুসরণ করে। এই নিবন্ধটি পি আর সি–র স্থলজ (টেরেস্ট্রিয়াল) ডিজিটাল পরিকাঠামো পরিকল্পনা, ৫জি ও আইওটি স্যাটেলাইট যোগাযোগের ভূমিকা এবং আধুনিক যুদ্ধের পরিবর্তিত প্রকৃতির প্রেক্ষাপটে পি আর সি–র উপগ্রহ কর্মসূচির বিপদগুলি পরীক্ষা করেছে।

পি আর সি–র ডিজিটাল কর্মসূচি

ডিজিটাল সংযোগ অনেক শিল্প ও ব্যক্তির জন্য আশীর্বাদস্বরূপ। কিন্তু এই নতুন বিপ্লব প্রবেশাধিকারের ঐতিহ্যগতভাবে বিদ্যমান বৈষম্যগুলিকেও তুলে ধরেছে। পি আর সি–র ডিজিটাল সিল্ক রোড (ডি এস আর) উদ্যোগটি নাকি এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছে। আফ্রিকার মতো উন্নয়নশীল অঞ্চলে উদ্যোগটি ‘‌৬ মিলিয়ন পরিবারকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ প্রদান করেছে … ৯০০ মিলিয়নেরও বেশি স্থানীয় লোকেদের পরিষেবা প্রদান করেছে’‌ বলে দাবি করা হয়েছে৷ যাই হোক, ডি এস আর–এর অধীনে প্রকল্পগুলিকে ‘‌ডিজিটাল উপনিবেশবাদ’‌ বলা হয়েছে। এই ধরনের প্রকল্পগুলি পি আর সি–কে ‘‌মূল্যবান বুদ্ধিমত্তা ও বুদ্ধিবৃত্তীয় সম্পত্তির (আই পি)‌ সুযোগ প্রদান করে, যদি আমন্ত্রক দেশ দ্বারা পরীক্ষা না–করা হয়।’‌’‌

জি এস ও–গুলি উল্লেখযোগ্য ব্যান্ডউইডথ ক্ষমতা রাখে, তবে তা প্রয়োগক্ষেত্রে খুব বেশি বিলম্ব এবং বিস্তৃত পরিকাঠামোগত প্রয়োজনের সমস্যায় জর্জরিত। অন্যদিকে লো–আর্থ অরবিট (লিও) স্যাটেলাইট কনস্টেলেশনস স্থলজ বিকল্পগুলিকে একই ধরনের গতি সরবরাহ করে।

ডি এস আর এবং সংশ্লিষ্ট উদ্বেগ সত্ত্বেও ডিজিটাল বৈষম্য বজায় রয়েছে। ২.৯ বিলিয়ন মানুষের ইন্টারনেট সংযোগ নেই। ৫জি–এর প্রতিশ্রুতি পূরণের জন্য টেরেস্ট্রিয়াল ফাইবার (‌বা স্থলজ সংযোগ)‌ অপটিক–ভিত্তিক সিস্টেম ‘‌পর্যাপ্ত হবে না ’‌। স্থলজ পরিকাঠামোর একটি বিকল্প স্যাটেলাইট ব্রডব্যান্ড আকারে বিদ্যমান। ভূসমলয় কক্ষপথ  বা জিওস্টেশনারি অরবিট (জি এস ও) প্রায় তিন দশক ধরে টেলিকম নেটওয়ার্কে ব্যবহৃত হচ্ছে। জি এস ও–গুলি উল্লেখযোগ্য ব্যান্ডউইডথ ক্ষমতা রাখে, তবে তা প্রয়োগক্ষেত্রে খুব বেশি বিলম্ব এবং বিস্তৃত পরিকাঠামোগত প্রয়োজনের সমস্যায় জর্জরিত। অন্যদিকে লো–আর্থ অরবিট (লিও) স্যাটেলাইট কনস্টেলেশনস স্থলজ বিকল্পগুলিকে একই ধরনের গতি সরবরাহ করে। লিও কনস্টেলেশনস ‘‌বিশ্বব্যাপী স্যাটেলাইট ব্যান্ডউইডথ খরচ দ্রুত হ্রাস করতে পারে’‌। স্থলজ সংযোগের বিকল্পগুলির ‘‌পরিকাঠামো উপস্থাপনের চ্যালেঞ্জগুলিকে বাইপাস ’‌ করতে পারে স্যাটেলাইট ব্রডব্যান্ড৷ লিও সিস্টেমগুলি ৫জি নেটওয়ার্কগুলিতে একটি দুর্দান্ত ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে৷

লিও ইন্টারনেট অনেকগুলি গুরুত্বপূর্ণ শিল্পে ব্যবহৃত হচ্ছে। উদাহরণস্বরূপ, খনিগুলির একাংশ উপগ্রহ–প্রদত্ত স্থানীয়করণ এবং যোগাযোগ ক্ষমতার উপর নির্ভর করে স্বয়ংক্রিয় সরঞ্জামগুলি ব্যবহার করতে শুরু করেছে। স্যাটেলাইট ইন্টারনেটকে বিভিন্ন ক্ষেত্র এবং রাজ্যের সীমানা অতিক্রম করে ব্যাপ্ত আইওটি কানেক্টিভিটির রূপান্তরের একটি ‘‌মূল সক্ষমকারী’‌ হিসেবে দেখা হয়। এর মধ্যে  ‘তেল  গ্যাস, খনি এবং পরিবহণ’‌– এর মতো গুরুত্বপূর্ণ শিল্প রয়েছে।

এর ফলে স্যাটেলাইট ইন্টারনেট-এর বাজার ২০২৫ সালের মধ্যে ১২৬ বিলিয়ন ইউরোয় পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ‘সাধ্যের মধ্যে হাইস্পিড ইন্টারনেট সার্ভিস’ দেওয়ার জন্য অনেকেই মেগা কনস্টেলেশন নির্মাণ ও স্থাপনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে স্পেসএক্স, অ্যামাজন ও ওয়ানওয়েব–এর মতো পশ্চিমী কোম্পানি। সাম্প্রতিক সময়ে পি আর সি–র কোম্পানিগুলিও এই শিল্পে দ্রুত উন্নতি করছে।

পি আর সি–র কোম্পানিগুলি লিও কনস্টেলেশন তৈরিতে ‘‌খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা’‌ প্রদর্শন করছে। এই প্রকল্পগুলি পি আর সি–র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্বারা ‘‌সমর্থিত বা এমনকি পরিচালিত’‌ বলে অভিযোগ৷ সরকারি মালিকানাধীন ক্যাসিক একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করছে। একইভাবে, অন্য একটি সরকারি মালিকানাধীন কর্পোরেশন, অর্থাৎ ক্যাস্‌ক, ‘‌হং¬ইয়ান’‌ নামে একটি অনুরূপ প্রকল্পের পরিকল্পনা করেছে। গ্যালাক্সি স্পেস ২০২৫ সালের মধ্যে ১৪০+ ৫জি সক্ষম একটি কনস্টেলেশন তৈরি করতে চায়। তারা তাদের মিনি–স্পাইডার কনস্টেলেশনের জন্য কক্ষপথে সাতটি স্যাটেলাইট স্থাপন করেছে। ২০২২ সালের মার্চের মধ্যে, জিডবলিউ ১৩,০০০ টিরও বেশি স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক তৈরি করছে।

গুয়োদিয়ান গাওকে, প্রাক্তন রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজের কর্মচারীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি কোম্পানি, ৩৮টি লিও স্যাটেলাইট নিয়ে গঠিত আইওটি–কেন্দ্রিক ন্যারোব্যান্ড কনস্টেলেশন তৈরি করছে।

পি আর সি–র স্পেস ইন্টারনেট কোম্পানিগুলিও আইওটি–ভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট অ্যাপ্লিকেশনগুলির জন্য ভবিষ্যতের চাহিদাকে স্বীকৃতি দিয়েছে। ক্যাসিক একটি ৮০–স্যাটেলাইট বিশিষ্ট আইওটি–ভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট  কনস্টেলেশন তৈরি করছে। গুয়োদিয়ান গাওকে, প্রাক্তন রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজের কর্মচারীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি কোম্পানি, ৩৮টি লিও স্যাটেলাইট নিয়ে গঠিত আইওটি–কেন্দ্রিক ন্যারোব্যান্ড কনস্টেলেশন তৈরি করছে।

উদ্বেগ বাড়ছে

পি আর সি–র স্থলজ নেটওয়ার্ক পরিকাঠামো নিয়ে উদ্বেগ তাদের স্পেস ইন্টারনেট প্রোগ্রামে ছড়িয়ে পড়েছে। পি আর সি বিশেষজ্ঞরা এই ‘‌নতুন তথ্য পরিকাঠামো’‌র দ্বৈত ব্যবহারের কার্যকারিতা এবং ‘‌অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক মূল্যের’‌ উপর দৃষ্টি নিবদ্ধ রেখেছেন। উদ্দেশ্য একটি ‘‌স্পেস–গ্রাউন্ড সমন্বিত ত্রিমাত্রিক কাঠামো’‌ তৈরি করা। এই ধরনের কাঠামো ৫জি সংযোগ ও আইওটি–র মতো প্রযুক্তির সঙ্গে স্যাটেলাইট ইন্টারনেট প্রয়াসকে একীভূত করে। পি আর সি–র স্টেট কাউন্সিল ‘যোগাযোগ স্যাটেলাইট ও যোগাযোগের অন্যান্য পরিকাঠামো নির্মাণ’‌ এবং স্পেস–টেরেস্ট্রিয়াল ইন্টিগ্রেশন ইনফরমেশন নেটওয়ার্ক প্রকল্পগুলির প্রচারকে ‘‌বিজ্ঞান, প্রযুক্তি ও জাতীয় প্রতিরক্ষার জন্য শিল্পের অগ্রাধিকার এলাকা’‌ হিসেবে চিহ্নিত করেছে।

স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রযুক্তি ‘‌জাতীয় প্রবিধান ও তত্ত্বাবধানকে পাশ কাটিয়ে’‌ যেতে পারে। এটি ‘‌সেন্সর বা অন্যথায় ইন্টারনেট অ্যাক্সেস সীমিত’‌ করার জন্য বিশ্বের সরকারগুলির ক্ষমতার উপর একটি গুরুতর সীমাবদ্ধতা আরোপ করে। এই ক্ষমতা কর্তৃত্ববাদী শাসনের জন্য ক্ষতিকর বলে মনে করা হয়। কর্তৃত্ববাদী শাসনের ‘‌তথ্য নিয়ন্ত্রণের’‌ পাল্টা হিসেবে এই প্রযুক্তি গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এই কারণে স্যাটেলাইট ব্রডব্যান্ড শিল্পে পশ্চিমী কোম্পানিগুলির উত্থান পি আর  সি–র জন্য উদ্বেগজনক। এই ধরনের ‘অশোধিত’ তথ্য প্রবাহ ‘‌চিনা নাগরিকদের এমনভাবে প্রভাবিত করতে পারে যা ক্ষমতার উপর সি সি পি–র নিয়ন্ত্রণের জন্য ক্ষতিকারক হতে পারে’‌। এর ফলে পি আর সি তার দেশীয় স্যাটেলাইট ব্রডব্যান্ড নেটওয়ার্কের বিকাশ ঘটিয়েছে। তবে উদ্যোগটি এখন আর নিছক ঘরোয়া নয়। এই নিয়ন্ত্রণ এখন বিদেশের উপর চাপানো হচ্ছে। নিল ২০১৭ সমস্ত পি আর সি কোম্পানিকে বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহে সহায়তা করতে বাধ্য করে। যে সব দেশে তারা ঢুকবে সেখানকার সরকারগুলি এইভাবে পি আর সি–র অপপ্রচার এবং প্রচার ওয়েবসাইটগুলি ব্লক করার ক্ষমতা হারাবে। মোট কথা, এটি পি আর সি স্পেস ইন্টারনেট পরিষেবার জন্য উপলব্ধ ‘‌ফ্রি ইন্টারনেট’‌ এর বিপরীত হয়ে দাঁড়াবে।

পি আর সি–র স্যাটেলাইট ব্রডব্যান্ড উদ্যোগকে একটি ‘‌গ্লোবাল ডেটা–সংগ্রহ বাস্তুতন্ত্র’‌ বিকাশের জন্য পি আর সি–র প্রচেষ্টার সম্প্রসারণ হিসেবে ধরা যেতে পারে।

পি আর সি–র স্যাটেলাইট ইন্টারনেট প্রোগ্রামের প্রাথমিক উদ্দেশ্য হল তথ্যের নিয়ন্ত্রণ, যাকে ‘‌২১ শতকের শক্তির ভিত্তি’‌ বলা হয়। পি আর সি–র স্যাটেলাইট ব্রডব্যান্ড উদ্যোগকে এইভাবে একটি ‘‌গ্লোবাল ডেটা–সংগ্রহ বাস্তুতন্ত্র’‌ বিকাশের জন্য পি আর সি–র প্রচেষ্টার সম্প্রসারণ হিসেবে ধরা যেতে পারে। পি আর সি–র ধারণায় এটি হল ‘‌তথ্যভিত্তিক যুদ্ধক্ষেত্র’‌, আর ‘‌ডেটা (数据)’‌ হল রূপকার্থে ‘‌রক্ত (血液)’‌। পি আর সি–র ‘‌ইয়াওগান [遥感] ডেটা নীতি ’‌ স্পষ্টভাবে ‘‌সামরিক ও বেসামরিক ক্ষেত্রের মধ্যে স্যাটেলাইট সংস্থান এবং ডেটা ভাগ করে নেওয়ার’‌ আহ্বান জানিয়েছে। রাষ্ট্রায়ত্ত স্যাটেলাইট পরিষেবা প্রদানকারীরা বিদেশে নজরদারি কার্যকর করতে পারে। পি আর সি–র রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলি পূর্বে বিদেশে ডেটা নজরদারি কার্যকর করার জন্য ব্যবহার করা হয়েছে। নিল ২০১৭ বেসরকারি অপারেটরদের অনুরূপ উদ্দেশ্যে অগ্রসর হতে বাধ্য করার জন্যও ব্যবহার করা যেতে পারে।

পি আর সি স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানিগুলি বিদেশের গ্রাহকদের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (আই এস পি) হিসেবে কাজ করে। আই এস পি–গুলি ব্যবহারকারীদের সম্পর্কে বিশাল ও ‘‌অত্যন্ত বিস্তৃত’‌ ডেটা সংগ্রহ করার ক্ষমতা রাখে। আই এস পি–গুলি ‘‌তাদের গ্রাহকেরা কোন কোন ওয়েবসাইট দেখে, কোন শো দেখে, কোন অ্যাপগুলি ব্যবহার করে, তাদের এনার্জি হ্যাবিট, তাদের রিয়েল–টাইম হদিস ও অতীত অবস্থান, তারা কী কী  অনুসন্ধান করে এবং তাদের ই–মেল যোগাযোগের বিষয়বস্তুগুলি ট্র্যাক করতে পারে’‌। এর মধ্যে রয়েছে ‘‌ক্রস–ডিভাইস  ট্র্যাকিং’‌ এবং ব্যবহারকারীদের ‘‌আচরণের প্রোফাইল তৈরি করা’‌। পি আর সি–ভিত্তিক এজ আই এস পি–গুলি আগেও অসত্য বিষয়বস্তু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং ব্যবহারকারীদের নেটওয়ার্ক ট্র্যাফিকের মধ্যে ট্র্যাকার ঢুকিয়ে দিয়েছে। এই ডেটা পি আর সি–র তথ্য ক্রিয়াকলাপকে উস্কে দেবে। পি আর সি–র কূটনৈতিক ব্যবস্থাও ‘‌অন্য পক্ষের আলোচনার দীর্ঘকালীন ও সাময়িক কৌশল’‌ বোঝার জন্য‘ এই ধরনের ডেটা ব্যবহার করে। এর লক্ষ্য কূটনৈতিক আলোচনায় সুবিধা লাভ।

প্রচলিত আই এস পি–গুলির মধ্যে এই ধরনের ডেটা নজরদারি এড়ানোর পদ্ধতি আছে। এর মধ্যে আছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর (এইচ টি টি পি এস)‌ এনক্রিপশন, ডি ও এইচ এবং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভি পি এন)‌। তবে উল্লেখিত অনেক প্রযুক্তি পি আর সি নিষিদ্ধ করেছে। উদাহরণস্বরূপ, উন্নত প্রোটোকলের উপর নির্ভরশীল এনক্রিপ্ট করা এইচ টি টি পি এস সংযোগগুলিকে পি আর সি ব্লক করেছে।

এই প্রকল্পটি পি আর সি–কে গতিশীল প্রভাব ফেলতে সক্ষম করে। কিছু কনস্টেলেশনের আইওটি–কেন্দ্রিক প্রকৃতি গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলে। পি আর সি–র ‘‌ তথ্যভিত্তিক যুদ্ধ এবং বুদ্ধিমত্তাভিত্তিক যুদ্ধ [ঝাইনেঙ্গহুয়া ঝান ঝেং, 智能化战争]’‌–এর সমন্বিত’‌ প্রকৃতি ‘‌আইওটি তথ্যব্যবস্থা দ্বারা আবদ্ধ’‌। এর বিপদ প্রথমত সাধারণভাবে পরিষেবা দিতে অস্বীকৃতি হিসেবে প্রকাশ পায়। গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ক্ষেত্রে ‘‌যদি কোনও স্পেস-নির্ভর পরিষেবা ব্যাহত হয়, তাহলে বিশৃঙ্খলা দেখা দেয়’‌।

পি আর সি–র নিরাপত্তা বুদ্ধিমত্তা ব্যবস্থার অভ্যন্তরের কিছু কণ্ঠস্বর ইতিমধ্যেই ‘সামরিক–বেসামরিক সংমিশ্রণ প্রয়োগের দৃশ্যকল্পে’‌ অভিযোজনের আহ্বান জানাচ্ছে।

দ্বিতীয়ত, পি আর সি ম্যালঅয়্যার ডেলিভারি সহজতর করতে পারে। পি আর সি–ভিত্তিক আই এস পি–গুলি আগে তাদের ব্যবহারকারীদের কাছে ম্যালঅয়্যার সরবরাহ করেছে। এই বিপদ এই পরিষেবাগুলির গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ নয়। পি আর সি–র নিরাপত্তা বুদ্ধিমত্তা ব্যবস্থার অভ্যন্তরের কিছু কণ্ঠস্বর ইতিমধ্যেই ‘সামরিক–বেসামরিক সংমিশ্রণ প্রয়োগের দৃশ্যকল্পে’‌ অভিযোজনের আহ্বান জানাচ্ছে। সামঞ্জস্যযোগ্য এবং আপডেটযোগ্য ‘‌সফটঅয়্যার–সংজ্ঞায়িত স্যাটেলাইট’‌–এর অন্তর্ভুক্তির মতো উদ্যোগগুলি এই উদ্দেশ্যের দিকে লক্ষ্য করা হয়েছে। সফটঅয়্যার–সংজ্ঞায়িত স্যাটেলাইটগুলি অপারেটরদের ‘‌ আর এফ ফ্রিকোয়েন্সি প্ল্যানগুলি সংজ্ঞায়িত করার ’‌ ক্ষমতা দিতে পারে। নন–পি আর সি স্যাটেলাইট ব্রডব্যান্ড অপারেটরদের রেডিও হার্ডনিংয়ের অভাব তাদেরকে আক্রমণের ঝুঁকির মধ্যে রেখেছে। এই ধরনের আক্রমণগুলি প্রচলিতভাবে স্যাটেলাইট আর্থ স্টেশন বা কনস্টেলেশনের স্যাটেলাইটগুলিকে হাইজ্যাক করার মাধ্যমে সম্পাদিত হয়। পি আর সি একইভাবে অন্যান্য স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রদানকারীদের আক্রমণ করার জন্য তার সফটঅয়্যার–সংজ্ঞায়িত নেটওয়ার্কের সুবিধা নিতে পারে।

পি আর সি–র স্যাটেলাইট ব্রডব্যান্ড এইভাবে তার প্রতিপক্ষের জন্য বিপদের সম্ভাবনা সূচিত করে। বেশিরভাগ রাষ্ট্র এই পরিষেবাগুলিতে একটি ‘‌কিল সুইচ’‌ দাবি করে। ভারতকেও এই বিকল্প ব্যবহার করতে হবে। ভারত এবং তার মিত্রদের অবশ্যই পি আর সি–র পরিষেবাগুলির একটি বিশ্বাসযোগ্য বিকল্প প্রস্তাব করতে হবে। এটি বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) দেশগুলির জন্য সত্য, যারা বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। পি আর সি–র স্যাটেলাইট ইন্টারনেট প্রোগ্রামের উত্থানও মহাকাশ যোগাযোগের অস্ত্রায়নের উত্থানের প্রতিনিধিত্ব করে। বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা একটি জমানার সরকারি এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির দিকে পরিচালিত করে, আর তার পাশাপাশি ‘‌বিশাল অর্থনৈতিক’‌ সুবিধা প্রদান করে। ভারতকে এই তথ্য পরিকাঠামোর কৌশলগত মূল্য স্বীকার করতে হবে। ভারতকে অবশ্যই তার স্যাটেলাইট ব্রডব্যান্ড অপারেটরদের সংগৃহীত ডেটা ব্যবহার করার জন্য নীতি প্রণয়ন করতে হবে।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.