-
CENTRES
Progammes & Centres
Location
অতি-গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তিতে ট্রাম্প ২.০-এর সামগ্রিক নীতি নির্দেশনা সম্ভবত সাধারণ প্রত্যাশা পূরণ করবে। তবে, নতুন প্রশাসন কোন প্রযুক্তিগুলিকে অগ্রাধিকার দেবে এবং কীভাবে পদক্ষেপগুলি, যেমন শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও প্রযুক্তি নেতৃত্বকে প্রভাবিত করবে তার বিশদ বিবরণ এখনও অপ্রকাশিত।
মার্কিন প্রশাসন অত্যাধুনিক প্রযুক্তিতে চিনের প্রবেশাধিকারের উপর কঠোর অবস্থান অব্যাহত রাখবে, যদিও একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এবং অন্যদিকে চিন বিজ্ঞান ও প্রযুক্তির প্রাসঙ্গিক ক্ষেত্রে জড়িত। তার উপর, কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে চিনের উপর উল্লেখযোগ্য এবং ব্যাপক নির্ভরতা রয়েছে। কোয়ান্টাম তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি (কিউআইএসটি) ক্ষেত্রে দুই দেশের এই ধরনের প্রযুক্তিগত, বৈজ্ঞানিক এবং ভূ-রাজনৈতিক জটিলতা যে প্রশ্নটি উত্থাপন করে তা হল: চিনের নিয়ন্ত্রণ বিবেচনা করে, বিশেষ করে গুরুত্বপূর্ণ কোয়ান্টাম উপকরণের উপর, মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে দ্রুত এই ক্ষেত্রে তার অবস্থানকে এগিয়ে নিয়ে যেতে পারে, অন্তত স্বল্পমেয়াদে?
এই প্রবন্ধটি বর্তমান প্রযুক্তিগত এবং ভূ-রাজনৈতিক বাধাগুলির একটি সারসংক্ষেপ প্রদান করার চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্র নিকট ভবিষ্যতে কোয়ান্টাম শ্রেষ্ঠত্বের জন্য চাপ দেওয়ার সময় এগুলির মুখোমুখি হবে। এটি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় উপকরণের উদীয়মান শ্রেণির রূপরেখা তুলে ধরে।
২০২৫ সাল শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বব্যাপী কিউআইএসটি-র জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের ১০০ তম বার্ষিকী উদযাপনের জন্য রাষ্ট্রপুঞ্জ ২০২৫ সালকে আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে, ২০২৫-২০২৯ অর্থবছরের মধ্যে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের মাধ্যমে জাতীয় কোয়ান্টাম উদ্যোগ পুনঃঅনুমোদন আইন পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। [১] বিলটির লক্ষ্য নতুন কোয়ান্টাম গবেষণা কেন্দ্র, কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, কোয়ান্টাম টেস্টবেড ও কোয়ান্টাম মান প্রতিষ্ঠা এবং তহবিল সরবরাহ করা। এর তত্ত্বাবধান করবে মার্কিন শক্তি বিভাগ (ডিওই) এবং জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন (এনএসএফ), জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এনআইএসটি) এবং জাতীয় বিমানবিদ্যা ও মহাকাশ প্রশাসন (নাসা) এতে সহায়তা করবে। এনকিউআইএ-র তহবিল ছাড়াও চিপস এবং বিজ্ঞান আইনে যদি তহবিল বরাদ্দ করা হয়, তাহলে সমস্ত সংস্থা জুড়ে এগুলি নিয়ে গবেষণার জন্য অর্থ প্রদান করা হবে। [২]
আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায় যখন গবেষণা সহযোগিতার পক্ষে কথা বলছে, তখন ভূ-রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র ক্রমশ চিন থেকে বিচ্ছিন্ন হচ্ছে। তবুও মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় চিনের সাম্প্রতিক গবেষণা সাফল্য যদি আমেরিকাকে ছাড়িয়ে না-গিয়ে থাকে, তবেও প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গায় আছে। [৩] কিছু বিলম্বের পর, মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালের ডিসেম্বরে চিনের সঙ্গে তার বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা চুক্তি (এসটিএ) আরও পাঁচ বছরের জন্য নবীকরণ করে। এই সংকীর্ণ চুক্তিতে মৌলিক বিজ্ঞান অন্তর্ভুক্ত থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ এবং উদীয়মান প্রযুক্তির উপর সহযোগিতা বাদ দেওয়া হয়।[৪] কিউআইএসটি-র ক্ষেত্রটিতে এগিয়ে যাওয়ার সময় চিনের উপর নির্ভর করা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খুব কম বিকল্প থাকতে পারে। সর্বোপরি, চিন পরবর্তী প্রজন্মের কোয়ান্টাম প্রযুক্তি বিকাশের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদানগুলির আবাসস্থল এবং বিক্রেতা, বিশেষ করে এই উপকরণগুলি সংগ্রহ এবং কিউআইএসটি-র মৌলিক বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য। [৫]
কিউআইএসটি: একটি সংক্ষিপ্তসার
কোয়ান্টাম তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি (কিউআইএসটি) একটি আন্তঃবিষয়ক ক্ষেত্র যা পদার্থের কোয়ান্টাম প্রকৃতি (অর্থাৎ, এর দ্বৈত তরঙ্গকণা আচরণ) বোঝা এবং পরিচালনা করার উপর দৃষ্টি নিবদ্ধ করে, এবং এর গবেষণা কোয়ান্টাম কম্পিউটার, যোগাযোগ এবং সেন্সরের মতো ক্ষেত্রে নতুন প্রযুক্তির দিকে চালিত করতে পারে। ফোটন, ফোনন ও ইলেকট্রনের মতো কণা সাধারণত কিউআইএসটি গবেষণার জন্য পরীক্ষার বিষয়। এই কণাগুলি সুপারপজিশন এবং এনট্যাঙ্গলমেন্ট প্রদর্শন করতে পারে, উভয়ই কোহেরেন্স [ক] নামে পরিচিত একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়[ক] অথবা ডিকোহেরেন্স দ্বারা দুর্বল হয়ে পড়ে। এই কোয়ান্টাম বৈশিষ্ট্যগুলি, যদি এগুলিকে নিয়ন্ত্রণ এবং সূক্ষ্মভাবে সুরক্ষিত করা যায়, তাহলে অনন্য ক্ষমতা তৈরি হয়।। [৬].[৭] গণনার গতি বৃদ্ধি, যোগাযোগ এনক্রিপশন ভাঙা এবং রাসায়নিক বিশ্লেষণ সনাক্তকরণ উন্নত করা কয়েকটি বিঘ্নকারী ক্ষমতা। কিউবিটদের আচরণ বোঝার উন্নতির জন্য রাসায়নিক কাঠামো ডিজাইন, ইঞ্জিনিয়ারিং যন্ত্র, কোডিং কোয়ান্টাম অ্যালগরিদম সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আজ, সম্ভাব্য প্রযুক্তিগত ব্যাঘাত এবং সামাজিক প্রভাবগুলি উপলব্ধি করার জন্য ব্যাপক মৌলিক গবেষণা এবং নতুন কোয়ান্টাম উপকরণ প্রয়োজন, বিশেষ করে কোয়ান্টাম কম্পিউটিংকে বৃহদায়তনে ব্যবহারিক প্রয়োগে আনার জন্য।
প্রতিটি কোয়ান্টাম সাবডোমেনের নিজস্ব বৈজ্ঞানিক এবং প্রকৌশলগত চ্যালেঞ্জ রয়েছে। উদাহরণস্বরূপ, ডি-ওয়েভ বাণিজ্যিকভাবে উপলব্ধ কোয়ান্টাম কম্পিউটার সুপারকন্ডাক্টর ব্যবহার করছে, যার কার্যকর হওয়ার জন্য -২৬৪°সেন্টিগ্রেড প্রয়োজন। কেলভিন (কে) স্কেলে, সেই তাপমাত্রা হবে ৯কে, যা যতটা ঠান্ডা হওয়া সম্ভব তার কাছাকাছি। পরম শূন্য (জিরোকে বা -২৭৩ °সেন্টিগ্রেড) হল সর্বনিম্ন সম্ভাব্য তাপমাত্রা যেখানে আণবিক গতি বন্ধ হয়ে যায়। এই তাপমাত্রায় পৌঁছনোর জন্য অত্যন্ত বিশেষায়িত পরীক্ষাগারের প্রয়োজন হয় এবং এটি একটি সম্পদ ও ব্যয়-নিবিড় প্রক্রিয়া। এমনকি প্রস্তাবিত স্কেলেবল ফ্যাব্রিকেশন পদ্ধতিগুলিও এই শর্তগুলির উপর নির্ভর করে।[৮] অতি-ঠান্ডা চ্যালেঞ্জের পাশাপাশি, ত্রুটি সংশোধন এবং আয়তনযোগ্যতা হল প্রধান পরামিতি যা আদর্শ স্তরে আনা হচ্ছে। ত্রুটি সংশোধন বলতে এমন কৌশলগুলিকে (যেমন কোড) বোঝায় যা কিউবিটে সংরক্ষিত কোয়ান্টাম তথ্যকে হস্তক্ষেপের কারণে সৃষ্ট ত্রুটি থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। সিস্টেমে ঘটে যাওয়া ত্রুটির সংখ্যা যত নিয়ন্ত্রণ করা যায় আয়তন বৃদ্ধির সম্ভাবনা তত বাড়ে — আরও জটিল সমস্যা সমাধানের জন্য একটি সিস্টেমে কিউবিটের সংখ্যা বৃদ্ধি করা, এবং ফলস্বরূপ, লজিক্যাল কিউবিটে পৌঁছনো।
সম্প্রতি ২০২৪ সালের নভেম্বরে, গুগলের কোয়ান্টাম এআই-এর দল তার সর্বশেষ সুপারকন্ডাক্টিং প্রসেসর "উইলো" দিয়ে একটি মাইলফলক অর্জন করেছে, যেখানে এর সিস্টেম রিয়েল-টাইমে ডিকোডিং করার সময় নিম্নসীমার নিচের কর্মক্ষমতা বজায় রেখেছে।[৯] তারা দেখিয়েছে যে তারা ভৌত কিউবিটের সংখ্যা বৃদ্ধি করার সময় ত্রুটি কমাতে পারে, যা স্কেলেবল ফল্ট-টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটারের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি ন্যূনতম মানদণ্ড।[১০] যদিও এই অর্জনটি এমন একটি ক্ষেত্রের জন্য তাৎপর্যপূর্ণ যারা গত ৩০ বছর ধরে এই সমস্যা নিয়ে কাজ করছে, গবেষণাপত্রের লেখকেরা এই প্রযুক্তির প্রসারের বাস্তব-বিশ্বের চ্যালেঞ্জগুলি স্বীকার করেছেন: "যদিও আমরা নীতিগতভাবে আমাদের বর্তমান প্রসেসরগুলিকে উন্নত করে কম লজিক্যাল ত্রুটির হার অর্জন করতে পারি, বাস্তবে এটি সম্পদ-নিবিড় হবে।"
একইভাবে, কোয়ান্টাম যোগাযোগ নেটওয়ার্কগুলিকে দীর্ঘ দূরত্বে জট (এনট্যাঙ্গলমেন্ট) ধরে রাখতে হবে এবং টেলিপোর্টেশনের সময় ত্রুটি কম করতে হবে, কারণ তাদের জন্য পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রা প্রয়োজন। তবে, আসল দৃষ্টান্ত পরিবর্তনের মধ্যে রয়েছে এই প্রযুক্তিগুলিকে অর্থ, শক্তি, সামরিক এবং স্বাস্থ্যসেবাসহ অসংখ্য ক্ষেত্রে স্থাপন করা, এবং তাদের ন্যূনতম তাপমাত্রার সীমাবদ্ধতা অতিক্রম করা। বিজ্ঞানীরা যখন সমন্বয় সময় (টি২) বৃদ্ধি এবং ডিকোহেরেন্স হার হ্রাস করার মতো মৌলিক কোয়ান্টাম বৈশিষ্ট্যগুলি আরও গভীরভাবে বোঝার চেষ্টা করছেন, তখন তাঁরা পরিবেষ্টিত কক্ষ তাপমাত্রায় (২৯৩কে বা ২০°সেন্টিগ্রেড) দীর্ঘমেয়াদি স্থিতিশীল কিউবিট তৈরি করার চেষ্টা করছেন, যা প্রকৌশলী এবং বিজ্ঞানী উভয়ের জন্যই হোলি গ্রেল। এই কৃতিত্ব তুচ্ছ নয়। [১১] ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত, একটি অত্যাধুনিক ভ্যানাডিল পোরফাইরিন ব্যবহার করে আমেরিকান গবেষকদের একটি দল ৩১ এনএস-এর একটি সাধারণ সময় সহ কক্ষ তাপমাত্রায় সম্পূর্ণরূপে সম্পৃক্ত আণবিক কিউবিটের দীর্ঘতম টি২-এর বিশ্ব রেকর্ড তৈরি করেছে। [১২] তুলনা করার জন্য, অতি-ঠান্ডা তাপমাত্রায় একটি অপারেটিং কিউবিটের জন্য দীর্ঘতম টি২ হল ১০ মিনিট এবং এই রেকর্ডটি একটি চিনা গবেষণা গোষ্ঠীর দখলে। [১৩] যদি তত্ত্বগতভাবে, কিউবিটগুলি ঘরের তাপমাত্রায় কাজ করতে পারে, তবে এই প্রক্রিয়াটির জন্য সম্ভবত খুব উচ্চ চাপের প্রয়োজন হত, যা তার নিজস্ব লজিস্টিক চ্যালেঞ্জ উপস্থাপন করে। কোয়ান্টাম সেন্সরগুলি (যেমন, ইটারবিয়াম কমপ্লেক্স) একটি ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। [১৪] এই সিস্টেমগুলিকে তরল বা উচ্চ তাপীয় ওঠানামার মতো জটিল পরিবেশে স্বল্প ডিকোহেরেন্স সময় ধরে রাখতে হবে এবং স্থিতিশীল থাকতে হবে, যাতে রাসায়নিক বিশ্লেষণ বা এমনকি ডার্ক মেটেরিয়ালের সনাক্তকরণ সরঞ্জাম (অর্থাৎ, কম সংকেত-থেকে-শব্দ অনুপাত সহ একটি রিডআউট প্রদান) হিসাবে এটি কার্যকর হতে পারে।
অতি-ঠান্ডা তাপমাত্রার সীমাবদ্ধতা অতিক্রম করতে এবং রাসায়নিক স্থিতিশীলতা অর্জন করতে, বিশ্বজুড়ে গবেষকদের কয়েক বছর, যদি কয়েক দশক না হয়, সময় লাগবে। সাম্প্রতিক র্যান্ড রিপোর্ট অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ান্টাম সেন্সর তৈরিতে এগিয়ে রয়েছে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম যোগাযোগে চিনের চেয়ে পিছিয়ে রয়েছে। [১৫],[১৬] তবে, অন্য একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ান্টাম কম্পিউটিংয়ে চিনের চেয়ে এগিয়ে, কিন্তু সেন্সরে পিছিয়ে রয়েছে। [১৭] পরস্পরবিরোধী ফলাফল সত্ত্বেও, উভয়ই বলে যে প্রতিটি সাবডোমেন, দেশ নির্বিশেষে, সম্ভাব্য বাণিজ্যিকীকরণ থেকে কয়েক বছর দূরে রয়েছে। শুধুমাত্র নতুন উপকরণ এবং তাদের অনন্য ভৌত বৈশিষ্ট্যসহ নতুন রাসায়নিক পদার্থগুলি প্রযুক্তিগত সীমানা খুলে দেবে, কারণ বর্তমান ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশন উপরে আলোচিত বিষয়গুলির কারণে সীমাবদ্ধ। অত্যাধুনিক কিউআইএসটি উপকরণ যা অন্বেষণ করা হচ্ছে তার মধ্যে রয়েছে: কোয়ান্টাম ডট, সুপারকন্ডাক্টর, নাইট্রোজেন-শূন্যতা কেন্দ্র এবং অণু (যেমন, আণবিক কাঠামো, ২ডি অ্যারে, জৈবভিত্তিক দাতা-গ্রহণকারী র্যাডিকালগুলি)।[১৮] এই বিভিন্ন ধরনের যৌগগুলি সাধারণত ট্রানজিশন মেটাল, ল্যান্থানাইড (বিরল-মৃত্তিকা উপাদান), অ্যাক্টিনাইড, অথবা মিক্সড-মেটাল সিস্টেম দ্বারা গঠিত, যার জন্য বিভিন্ন দেশ থেকে উৎসের প্রয়োজন হবে। তবে কিউআইএসটি-তে সকল উচ্চাকাঙ্ক্ষী অগ্রণীদেরই এই উপকরণগুলির জন্য চিনের উপর ভারসাম্যহীন নির্ভরতা রয়েছে।
চিনের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরতা
১৯৭০-এর দশকে শুরু হওয়া রাষ্ট্রীয় নীতির ফলস্বরূপ চিন ১৯৮০-র দশকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের শীর্ষস্থানীয় উৎপাদক হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যায়।[১৯] আজ, চিন বিরল-মৃত্তিকা উপাদানের বিশ্বব্যাপী সরবরাহের ৭০ শতাংশ উৎপাদন করে।[২০] এটি বিশ্বব্যাপী সরবরাহের প্রায় ৯০ শতাংশ প্রক্রিয়াজাত করে। চিন ২০২৩ সালের ডিসেম্বরে পৃথগীকরণ প্রযুক্তির উপর রপ্তানি নিয়ন্ত্রণ নিষেধাজ্ঞা ঘোষণা করে।[২১] মার্কিন গবেষকরা সরাসরি চিনা কোম্পানিগুলি থেকে এই উপাদানগুলি নিয়ে আসেন না, তবে সাধারণত থার্মো সায়েন্টিফিক, মিলিপোর-সিগমা ও ফিশার সায়েন্টিফিকের মতো মার্কিন রাসায়নিক কোম্পানিগুলির মাধ্যমে যৌগগুলি ক্রয় করেন। তবে, মার্কিন রাসায়নিক কোম্পানিগুলি এখনও কাঁচা সম্পদের জন্য চিনের উপর নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন চ্যালেঞ্জের মুখে: প্রতিরক্ষা উৎপাদন আইনের ৭৪ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো, কংগ্রেস অর্থবর্ষ২৪-এ জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনে ডিপিএ শিরোনাম ৩ পুরস্কারের জন্য 'দেশীয় উৎস'-এর সংজ্ঞা সম্প্রসারিত করেছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা ছাড়াও যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার কোম্পানি এবং প্রকল্পগুলিকে ডিপিএ তহবিলের জন্য দেশীয় উৎস হিসাবে বিবেচনা করা যেতে পারে।[২২]
ভবিষ্যতে, মার্কিন কোয়ান্টাম শিল্প সম্ভবত নবায়নযোগ্য শক্তির রূপান্তরের ক্ষেত্রে বর্তমানের মতো একই ধরনের গুরুত্বপূর্ণ খনিজ সংকটের মুখোমুখি হবে। [২৩] এই সমস্যায় গুরুতর সরবরাহ শৃঙ্খল এবং ভূ-রাজনৈতিক ঝুঁকিও অন্তর্ভুক্ত রয়েছে — সম্পদ জাতীয়তাবাদ, বাজারের হেরফের এবং রাজনৈতিক অস্থিরতা — এবং এই উপাদানগুলি সরবরাহকারী কিছু দেশ চিনের থেকে বিশাল ঋণের সম্মুখীন, যার ফলে তারা চিনের ভূ-অর্থনৈতিক চাপের মুখোমুখি হয়। [২৪],[২৫] নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রের বিপরীতে, যা বেশিরভাগ ক্ষেত্রে বৃহৎ পরিসরে স্থাপনের জন্য প্রযুক্তিগত প্রস্তুতি অর্জন করেছে, কোয়ান্টাম প্রযুক্তি এখনও মৌলিক বৈজ্ঞানিক গবেষণা পর্যায়ে রয়েছে, যা সম্ভবত সর্বোত্তমভাবে প্রোটোটাইপিং। [২৬],[২৭]
কাঁচা উপাদানগুলি আনার বাইরে, মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ান্টাম ডিভাইস তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদানগুলির জন্যও চিনা উৎপাদনকারী সংস্থাগুলির উপর নির্ভর করে। এর কারণ তারা এখনও উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে, এবং সাধারণত এগুলি অভ্যন্তরীণভাবে তৈরি করা হয়, যার জন্য বিশেষ যন্ত্রাংশের প্রয়োজন হয়। মার্কিন নীতিনির্ধারকরা নতুন খনি এবং পুনর্ব্যবহার প্রকল্পের অর্থায়নের জন্য বিশাল বিজ্ঞাপন দিয়েছেন, তবে উচ্চ-প্রযুক্তিগত খনিজ এবং উৎপাদনকারী সংস্থাগুলির "খনিজ স্বাধীন" হতে কয়েক দশক সময় লাগবে এবং এর জন্য প্রচুর মূল্য দিতে হবে। [২৮]
নতুন ট্রাম্প প্রশাসন যখন আগামী চার বছর এবং তার পরেও মার্কিন বিজ্ঞান ও প্রযুক্তি নেতৃত্বের গতিপথকে রূপদানকারী নীতিমালা সংজ্ঞায়িত করার প্রস্তুতি নিচ্ছে, তখন দেশটি কীভাবে কোয়ান্টাম শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তার জন্য একটি স্পষ্ট এবং কার্যকর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে হবে।[২৯] কিউআইএসটি-এ মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রগতির ক্ষমতা চিনা-নিয়ন্ত্রিত খনিজ ও সম্পদের প্রাপ্যতা ক্ষমতার উপর নির্ভর করে। ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে চিন গত দুই বছরে গুরুত্বপূর্ণ খনিজ ও ধাতু রপ্তানির উপর তার বিধিনিষেধ আরও বাড়িয়েছে।[৩০] এই পদক্ষেপকে আরও মার্কিন শুল্ক এবং বাণিজ্য নিষেধাজ্ঞার প্রত্যাশায় একটি সংকেত হিসাবে দেখা হচ্ছে।[৩১]
এই পটভূমিতে মার্কিন বৈজ্ঞানিক কোয়ান্টাম নেতৃত্বকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার পাশাপাশি অ্যাকাডেমিক সম্প্রদায়ের জন্য কিউআইএসটি গবেষণা চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রয়োজন, আর নীতিনির্ধারকদের গুরুত্বপূর্ণ উপাদান, উপকরণ এবং প্রতিভায় মার্কিন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। কিউআইএসটি গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এখনও নবজাতক, এবং কোয়ান্টাম দৌড়ে কোন দেশ এগিয়ে আছে তা সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করার সময় এখনও আসেনি, কারণ তার জন্য মৌলিক গবেষণা ক্ষেত্রগুলি চিহ্নিত করা প্রয়োজন।
সেই লক্ষ্যে, মার্কিন জাতীয় অ্যাকাডেমির প্রতিবেদনে (ক) আণবিক কিউবিটের নকশা এবং সংশ্লেষণ, (খ) কোয়ান্টাম সিস্টেমের পরিমাপ এবং নিয়ন্ত্রণ, এবং (গ) কিউবিটের নকশা এবং কার্যকারিতা মাপার জন্য পরীক্ষামূলক এবং গণনামূলক পদ্ধতির উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রতিযোগিতামূলক কোয়ান্টাম সুবিধা বজায় রাখা বা ধরে রাখার অগ্রাধিকারের রূপরেখা দেওয়া হয়েছে। [৩২] তার পাশাপাশি নীতিনির্ধারকদের চিনসহ বিভিন্ন দেশ থেকে গুরুত্বপূর্ণ উপাদান, উপকরণ ও প্রতিভা সংগ্রহ নিশ্চিত করার জন্য ভারসাম্য বজায় রাখতে হবে, এবং একইসঙ্গে মার্কিন মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করে উৎস ও সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে, এবং চিনা গবেষকদের সঙ্গে সহযোগিতার সুযোগ করে দিতে হবে। উদাহরণস্বরূপ, চিনের উপর সাম্প্রতিক মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ বিধিনিষেধগুলি ডিমিড এক্সপোর্ট বিধানগুলিকে বাদ দিয়েছে, যার ফলে চিনা নাগরিকেরা মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মার্কিন টিম সদস্যদের সঙ্গে মার্কিন কোম্পানিগুলিতে রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন না করে বৈজ্ঞানিক কাজ পরিচালনা করতে পারবেন।
সংক্ষেপে, কিউআইএসটি গবেষণার পটভূমিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে ক্রমবর্ধমান রপ্তানি নিষেধাজ্ঞা এই ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতিকে ব্যাহত করতে পারে। চিন ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং কিউআইএসটি-র জন্য প্রয়োজনীয় মূল কাঁচামালের উপর নিষেধাজ্ঞা জারি করে পাল্টা ব্যবস্থা নিয়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে বাণিজ্য যুদ্ধ আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কিউআইএসটি গবেষণা ও উন্নয়নের জন্য খারাপ খবর। চিনের বিরুদ্ধে উত্তপ্ত বক্তব্য এবং রাজনৈতিক অবস্থান সত্ত্বেও, কিউআইএসটি-তে মার্কিন প্রযুক্তিগত নেতৃত্বকে সুরক্ষিত রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনও ব্যবহারিক সমাধান ও মৌলিক গবেষণা প্রয়োজন। অগ্রগতির পথটি যেহেতু প্রযুক্তিগত চ্যালেঞ্জে ভরা, তাই মার্কিন যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক কিউআইএসটি গবেষণা ও উন্নয়নের গতিপথ সম্পর্কে সৎ থাকে, তবে দেশটির নীতিনির্ধারকদের উচিত ঝুঁকি-প্রশমন কৌশলগুলিকে বিজ্ঞান ও প্রকৌশল বাস্তবতার সঙ্গে মেলানো। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে চিনের সঙ্গে কৌশলগত বাণিজ্য নিয়ে আলোচনার উপায় খুঁজে বার করতে হবে, এবং তা করতে হবে মার্কিন গবেষক বা কোম্পানিগুলির কোয়ান্টাম প্রযুক্তি বিকাশের ক্ষমতাকে বাধাগ্রস্ত না করে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় প্রোটোটাইপিং উপাদানগুলির প্রাপ্যতা হারাতে ইচ্ছুক হয় এবং পরিণতিতে কিউআইএসটি গবেষণা ও উন্নয়নে তার প্রতিযোগিতামূলক অগ্রসরতা ত্যাগ করতে ইচ্ছুক হয়, তাহলে এই পদক্ষেপগুলিকে কীভাবে জাতীয় নিরাপত্তা বৃদ্ধির নামে ন্যায্যতা দেওয়া যেতে পারে?
পাদটীকা
[ক] ‘কোহেরেন্স’ বলতে মূলত একটি কোয়ান্টাম বৈশিষ্ট্যকে বোঝায় যা দুটি সুনির্দিষ্ট তরঙ্গের মধ্যে সম্পর্ক বর্ণনা করে, যাদের একই পর্যায় এবং প্রশস্ততা রয়েছে; এবং তরঙ্গের মধ্যে তাদের পারস্পরিক সম্পর্ক স্থান (স্থানিক) বা সময়ের (সময়গত) উপর সংরক্ষিত থাকে। অন্যদিকে, প্রায়শই হস্তক্ষেপের মাধ্যমে সামঞ্জস্য হারানোর প্রক্রিয়াটিকে ডিকোহেরেন্স বলা হয়।
[১] ম্যাট সোয়েন, “কংগ্রেসনাল বাজেট অফিস পর্যালোচনা $১.৮ বিলিয়ন, ৫-বছরের জাতীয় কোয়ান্টাম ইনিশিয়েটিভ পুনঃঅনুমোদন আইন,” কোয়ান্টাম ইনসাইডার, ২ নভেম্বর, 2024, https://thequantuminsider.com/2024/11/02/congressional-budget-office-reviews-1-8-billion-5-yearnational- quantum-initiative-reauthorization-act
[২] জেফ্রি বিন, “অল চিপস, নো সায়েন্স: হোয়াই কংগ্রেস মাস্ট অ্যাক্ট নাউ,” ওআরএফ আমেরিকা, ৯ সেপ্টেম্বর, ২০২৪, https://orfamerica.org/orf-america-comments/chips-science-congress
[৩] জেনিফার ওং এবং অন্যরা, “ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকার: টু ডিকেডস অফ ডেটা শো রিওয়ার্ডস অফ লং-টার্ম রিসার্চ ইনভেস্টমেন্ট,” অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট, ৫ সেপ্টেম্বর, ২০২৪, https://www.aspi.org.au/opinion/critical-technology-tracker-two-decades-data-show-rewards-longterm- research-investment
[৪] নাতাশা গিলবার্ট এবং স্মৃতি মল্লাপতি, “মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন নতুন বিজ্ঞান চুক্তি স্বাক্ষর করেছে — কিন্তু গুরুতর বিধিনিষেধ-সহ,” প্রকৃতি, ১৩ ডিসেম্বর, ২০২৪, https://www.nature.com/articles/d41586-024-04175-7
[৫] ফেডারেশন অফ আমেরিকান সায়ান্টিস্টস, “জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত নির্দেশিকা [১৮৯]: বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং প্রকৌশল তথ্য স্থানান্তর সম্পর্কিত জাতীয় নীতি,” ২১ সেপ্টেম্বর, ১৯৮৫, https://irp.fas.org/offdocs/nsdd/nsdd-189.htm
[৬] সামান্থা এম হার্ভে এবং মাইকেল আর ওয়াসিলেউস্কি, “ফটোজেনারেটেড স্পিন-কোরেলেটেড র্যাডিক্যাল পেয়ারস: ফ্রম ফোটোসিন্থেটিক এনার্জি ট্রান্সডাকশন টু কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্স,” জার্নাল অফ দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটি ১৪৩, নং ৩৮ (২০২১), https://pubs.acs.org/doi/10.1021/jacs.1c07706
[৭] জোনাথন ডি শুল্টজ এবং অন্যান্য, “রসায়নে সমন্বয়: ভিত্তি এবং সীমান্ত,” কেমিক্যাল রিভিউ ১২৪, নং ২১ (২০২৪), https://pubs.acs.org/doi/10.1021/acs.chemrev.3c00643
[৮] ইউন ঝেং এবং অন্যান্য, “মাল্টিচিপ মাল্টিডাইমেনশনাল কোয়ান্টাম নেটওয়ার্কস উইথ এনট্যাঙ্গেলমেন্ট রিট্রিভেবিলিটি,” সায়েন্স ৩৮১, নং। ৬৬৫৪ (২০২৩), https://www.science.org/doi/10.1126/science.adg9210#supplementary-materials
[৯] গুগল কোয়ান্টাম এআই এবং সহযোগীরা, “কোয়ান্টাম এরর কারেকশন বিলো দ্য সারফেস কোড থ্রেশহোল্ড,” নেচার, ৯ ডিসেম্বর, ২০২৪, https://doi.org/10.1038/s41586-024-08449-y
[১০] হার্টমুট নেভেন, “উইলোর সঙ্গে দেখা করুন, আমাদের অত্যাধুনিক কোয়ান্টাম চিপ,” গুগল ব্লগ, ৯ ডিসেম্বর, ২০২৪, https://blog.google/technology/research/google-willow-quantum-chip
[১১] রাহাফ ইউসুফ এবং অ্যাডাম লিয়ন, কিউবিটসের জন্য টি১ এবং টি২ পরিমাপ এবং অনুকরণ, বাটাভিয়া, ইন্ডিকো, ২০২০, ১–৫, https://indico.fnal.gov/event/44309/contributions/190723/attachments/132025/163067/Final_ Report_-_Rahaf.pdf
[১২] ক্যাসান্দ্রা এম মইসানু এবং অন্যান্য, “আ পেয়ারড-আয়ন ফ্রেমওয়র্ক কম্পোজড অফ ভ্যানাডিল পোরফাইরিন মলিকিউলার কিউবিটস এক্সটেন্ডস স্পিন কোহেরেন্স টাইমস,” জার্নাল অফ দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটি ১৪৬, নং ৪১ (২০২৪), https://pubs.acs.org/doi/10.1021/jacs.4c07288?goto=supporting-info
[১৩] ইয়ে ওয়াং এবং অন্যান্য, “সিঙ্গল-কিউবিট কোয়ান্টাম মেমরি এক্সিডিং টেন-মিনিট কোহেরেন্স টাইম,” নেচার ফোটোনিক্স ১১, ২০১৭, https://www.nature.com/articles/s41566-017-0007-1.epdf
[১৪] অ্যাশলে জে. শিন এবং অন্যান্য, “টুওয়ার্ড লিকুইড সেল কোয়ান্টাম সেন্সিং: ইটারবিয়াম কমপ্লেক্স উইথ অলট্রান্যারো অ্যাবসর্পশান, "সায়েন্স ৩৮৫, নং। ৬৭০৯ (২০২৪), https://www.science.org/doi/10.1126/science.adf7577#supplementary-materials।
[১৫] এডওয়ার্ড পার্কার এবং অন্যরা, কোয়ান্টাম প্রযুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনা শিল্প ঘাঁটির একটি মূল্যায়ন, সান্তা মনিকা, র্যান্ড জাতীয় নিরাপত্তা গবেষণা বিভাগ, 2022, https://www.rand.org/pubs/research_reports/RRA869-1.html
[১৬] গ্রেগ অস্টিন, কোয়ান্টাম সেন্সিং: মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের তুলনা, ওয়াশিংটন ডিসি, দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ, 2024, https://www.iiss.org/globalassets/media-library---content--migration/files/researchpapers/ 2024/02/iiss_quantum-sensing_022024.pdf
[১৭] হোডান ওমার এবং মার্টিন মাকারিয়ান, কোয়ান্টামে চিন কতটা উদ্ভাবনী?, ওয়াশিংটন ডিসি, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফাউন্ডেশন, ২০২৪, https://itif.org/publications/2024/09/09/how-innovativeis- china-in-quantum
[১৮] জিন গুই প্রমুখ, “কেমিস্ট্রি ইন সুপারকন্ডাক্টর,” কেমিক্যাল রিভিউ ১২১, নং। ৫ (২০২১), https://pubs.acs.org/doi/abs/10.1021/acs.chemrev.0c00934
[১৯] আন্দ্রিয়াস কুন, “মেটেরিয়ালস দ্যাট ম্যাটার,” ওআরএফ আমেরিকা, ২৫ এপ্রিল, ২০২২, https://orfamerica.org/newresearch/materials-that-matter
[২০] মাই নগুয়েন এবং এরিক অনস্টাড, “চিনের রেয়ার আর্থস ডমিন্যান্স ইন ফোকাস আফটার ইট লিমিটস জার্মেনিয়াম অ্যান্ড গ্যালিয়াম এক্সপোর্টস,” রয়টার্স, ২১ ডিসেম্বর, ২০২৩, https://www.reuters.com/markets/commodities/chinas-rare-earths-dominance-focus-after-mineralexport- curbs-2023-07-05/.
[২১] মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাগ, খনিজ পণ্য সারসংক্ষেপ ২০২৪, ভার্জিনিয়া, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ, ২০২৪, https://pubs.usgs.gov/periodicals/mcs2024/mcs2024.pdf।
[২২] ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস কনসোর্টিয়াম, “ডিবিক এখন অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্য ভিত্তিক শিল্প অংশীদারদের জন্য উন্মুক্ত,” https://www.dibconsortium.org/event/dibc-is-now-open-to-organizations-based-inaustralia- canada-and-the-uk
[২৩] আইআরইএনএ, শক্তি পরিবর্তনের ভূ-রাজনীতি, এপ্রিল ২০২৪, ইউএই, আন্তর্জাতিক পুনর্নবীকরণযোগ্য শক্তি সংস্থা, ২০২৪, https://www.irena.org/Digital-Report/Geopolitics-of-the-Energy-Transition-Critical-Materials#page-0
[২৪] জেফ্রি ডি বিন এবং আন্দ্রিয়াস কুন, “বিল্ডিং রেজিলিয়েন্ট সাপ্লাই চেন: দ্য কেস অফ সেমিকন্ডাক্টর,” ওআরএফ আমেরিকা, আগস্ট ২০২৪, https://static1.squarespace.com/static/5ca0ec9b809d8e4c67c27b3a/t/66d1de3adc34050f408893 5b/1725029947840/ORFAmerica_BP26_Chips_Supply_Chain.pdf
[২৫] মার্কাস লু, “র্যাঙ্কড: দ্য টপ ২০ কান্ট্রিজ ইন ডেট টু চায়না,” ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট, ২৯ এপ্রিল, ২০২৪, https://www.visualcapitalist.com/ranked-the-top-20-countries-in-debt-to-china
[২৬] মার্কিন জ্বালানি বিভাগ, https://www.energy.gov/oe/articles/doe-announces-11m-high-voltage-direct-current-transmissionprojects
[২৭] মার্কিন জ্বালানি বিভাগ, “কোয়ান্টাম এস অ্যান্ড টি ইনোভেশন চেন "ডেটাবেস," বিজ্ঞান অফিস, https://nqisrc.org/research/nqisrc-quantum-tech-database
[২৮] "এসঅ্যান্ডপি গ্লোবাল দেখেছে শক্তি পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদনকারী নতুন খনিগুলির উন্নয়নের সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ অবস্থানে রয়েছে," এসঅ্যান্ডপি গ্লোবাল, ১৮ জুলাই, ২০২৪, https://press.spglobal.com/2024-07-18-United-States-Ranks-Next-to-Last-in-Development-Time-for- New-Mines-that-Produce-Critical-Minerals-for-Energy-Transition,-S-P-Global-Finds
[২৯] উইলসন বিভার এবং ওয়াইট আইখোলজ, “চিনের সঙ্গে কোয়ান্টাম কম্পিউটিং প্রতিযোগিতার আশু প্রয়োজনীয়তা,” দ্য হেরিটেজ ফাউন্ডেশন, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, https://www.heritage.org/big-tech/commentary/the-urgency-the-quantum-computing-race-china
[৩০] কিথ ব্র্যাডশার, “কম্পিউটার চিপ তৈরির জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থের উপর চিন তার দখল শক্তিশালী করছে,” নিউ ইয়র্ক টাইমস, ২৬ অক্টোবর, ২০২৪, https://www.nytimes.com/2024/10/26/business/china-critical-minerals-semiconductors.html
[৩১] দিয়েগো মেন্ডোজা, “আরও মার্কিন প্রযুক্তি, বাণিজ্য নিষেধাজ্ঞা অনুমান করে চিন গুরুত্বপূর্ণ ধাতু রপ্তানি হাতিয়ার করেছে,” সেমাফোর, ১৭ নভেম্বর, ২০২৪, https://www.semafor.com/article/11/17/2024/china-expands-export-controls-on-critical-minerals
[৩২] এনএপি, অ্যাডভান্সিং কেমিস্ট্রি অ্যান্ড কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্স: অ্যান অ্যাসেসমেন্ট অফ রিসার্চ অপরচুনিটিজ অ্যাট দ্য ইন্টারফেস অফ কেমিস্ট্রি অ্যান্ড কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্স ইন দ্য ইউনাইটেড স্টেটস, ওয়াশিংটন ডিসি, ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন, ২০২৩, https://nap.nationalacademies.org/download/26850
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.
Linda Nhon is Senior Fellow, Global National Security Institute, University of South Florida. ...
Read More +Andreas Kuehn is Senior Fellow, Observer Research Foundation America. He oversees ORF America’s Technology Policy Program, and leads ORF’s US-India AI Fellowship Program. ...
Read More +